ক্বওল শরীফ

সংখ্যা: ২৯৮তম সংখ্যা | বিভাগ:

পবিত্র আয়াত শরীফ

মহান আল্লাহ পাক তিনি সমস্ত হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদের থেকে সম্মানিত ওয়াদা মুবারক গ্রহণ করলেন যে, আপনাদেরকে সম্মানিত কিতাব মুবারক এবং হিকমত মুবারক দেয়া হবে। অতঃপর আপনাদের নিকট আমার মহাসম্মানিত ও মহাপবিত্র রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি তাশরীফ মুবারক এনে আপনাদের কাছে যা কিছু রয়েছেন তা সত্যায়ন মুবারক করবেন। আপনারা অবশ্যই অবশ্যই উনার প্রতি সম্মানিত ঈমান মুবারক আনবেন এবং অবশ্যই অবশ্যই উনার মহাসম্মানিত ও মহাপবিত্র খিদমত মুবারক উনার আনজাম মুবারক দিবেন, মহান আল্লাহ পাক তিনি বললেন, আপনারা কি তা স্বীকার করে নিলেন এবং সম্মানিত ওয়াদা মুবারক গ্রহণ করলেন? উনারা বললেন, আমরা স্বীকার করে নিলাম। মহান আল্লাহ পাক তিনি বললেন, তাহলে আপনারা সকলে সাক্ষী থাকুন এবং আমিও আপনাদের সাথে সাক্ষী রইলাম। সুবহানাল্লাহ!

পবিত্র হাদীছ শরীফ

মহান আল্লাহ পাক তিনি হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম উনার উপর সম্মানিত ওহী মুবারক করেন, হে হযরত রূহুল্লাহ আলাইহিস সালাম! আপনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি সম্মানিত ঈমান মুবারক আনুন এবং উম্মতদেরকে আদেশ মুবারক করুন যে, আপনার উম্মতদের মধ্য থেকে যারা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া ওয়া সাল্লাম উনাকে পাবে, তারা যেন উনার প্রতি ঈমান আনে।

পবিত্র ক্বওল শরীফ

প্রত্যেক মুসলমান পুরুষ-মহিলার জন্য ফরয হচ্ছে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক শানে সর্বাধিক বিশুদ্ধ আক্বীদাহ ও সর্বোচ্চ হুসনে যন পোষণ করা, উনাকে সমস্ত কিছু হতে সবচেয়ে বেশি মুহব্বত করা এবং সার্বিকভাবে উনার মুবারক গোলামীর আনজাম দেয়া।

শুরুর কথা

সাইয়্যিদুল আ’ইয়াদ, সাইয়্যিদে ঈদে আ’যম ও ইদৈ আকবর পবিত্র ঈদে মীলাদুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে- খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, ইমামুশ শরীয়ত ওয়াত তরীক্বত, ইমামুল আ’ইম্মাহ, মুহইস সুন্নাহ, কুতুবুল আলম, মুজাদ্দিদে আ’যম, হুজ্জাহুল ইসলাম, ছাহিবু সুলত্বানিন নাছীর, আওলাদে রসূল, সাইয়্যিদুনা, ইমাম রাজারবাগ শরীফ-এর হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার ক্বওল শরীফ যারা বলে, দুই ঈদ ব্যতীত আর কোন ঈদ নেই; তারা কুরআন শরীফ-সুন্নাহ শরীফ অস্বীকারকারী ॥ আর কুরআন শরীফ-সুন্নাহ শরীফ অস্বীকারকারীরা কাফির যারা বলে, দুই ঈদ ব্যতীত আর কোন ঈদ নেই; তারা কুরআন শরীফ ও হাদীছ শরীফ অস্বীকারকারী। আর কুরআন শরীফ ও হাদীছ শরীফ অস্বীকারকারীরা কাফির

ক্বওল শরীফ

ক্বওল শরীফ

ক্বওল শরীফ