পূর্ব প্রকাশিতের পর
মুবারক জীবন সায়াহ্নে এসে সার্বিক ক্ষেত্রে ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মামদূহ মুর্শিদ ক্বিবলা কা’বা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার অতুলনীয় কামিয়াবী প্রত্যক্ষ করে সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কা’বা আলাইহিস সালাম তিনি পরম ইতমিনান
মূলত আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আবূ সুলত্বানিন নাছীর সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কা’বা আলাইহিস সালাম তিনি হচ্ছেন, ক্বায়িম -মাক্বামে আবূ রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তিনি শুধু মহান আল্লাহ পাক এবং মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নন। এছাড়া সমস্ত শান-মান, মর্যাদা-মাক্বাম উনাদের মালিক হচ্ছেন- সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কা’বা আলাইহিস সালাম তিনি। তাই উনার জীবনী মুবারক সম্পর্কে জানা এবং উনার তাযীম-তাকরীম, ছানা-ছিফত করা, গোলামীর আঞ্জাম দেয়া সকল জিন-ইনসান, তামাম কায়িনাতবাসী সকলের জন্যই ফরযে আইন। সুবহানাল্লাহ!
মহান আল্লাহ পাক তিনি আমাদের সকলকে আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে আবূ রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ছাহিবে নিয়ামত, আবূ সুলত্বানিন নাছীর আলাইহিস সালাম, রহমাতুল্লিল আলামীন, মালিকুল জান্নাহ, মালিকুত তামাম সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কা’বা আলাইহিস সালাম উনার প্রতি বিশুদ্ধতম আক্বীদা ও হুসনে যন মুবারক পোষণ করার, উনার যথাযথ তাযীম-তাকরীম করার, ছানা-ছিফত করার এবং মুবারক গোলামীর আঞ্জাম দেয়ার তাওফীক্ব দান করুন। আমীন।
পবিত্র হাদীছে কুদসী শরীফ উনার মধ্যে বর্ণিত হয়েছে- নুরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, মহান আল্লাহ পাক তিনি বলেন:
اِنَّ اَوْلِيَائِىْ تَـحْتَ قَـبَائِيْ لَايَـعْرِفُـهُمْ غَيْرِيْ اِلَّا اَوْلِيَائِىْ
অর্থ: “নিশ্চয়ই আমার ওলীগণ উনারা আমার কুদরতী জুব্বাহ মুবারক উনার ভিতরে অবস্থান মুবারক করেন। উনাদের হাক্বীক্বী শান-মান, ফাযায়িল-ফযীলত, বুযুর্গী-সম্মান, মর্যাদা-মাক্বাম মুবারক একমাত্র আমি মহান আল্লাহ পাক এবং আমার ওলীগণ ব্যতীত আর কেউই উপলব্ধি করতে পারে না।” সুবহানাল্লাহ!
এই পবিত্র হাদীছে কুদসী শরীফ উনার পরিপূর্ণ মিছদাক্ব হচ্ছেন সাইয়্যিদুনা হযরত আবূ সুলত্বানিন নাছীর, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে সাইয়্যিদুনা হযরত আবূ রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ছাহিবে নিয়ামত সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কা’বা আলাইহিস সালাম তিনি। সুবহানাল্লাহ!
কুল কায়িনাত পরিচালনায় মহান আল্লাহ পাক উনার আখাছছুল খাছ, নিগূঢ় নৈকট্যধন্য কিছু বান্দা-বান্দী থাকেন, উনাদের মাধ্যমে মহান আল্লাহ পাক তিনি যাবতীয় বিষয়াবলী পরিচালনা ও নিয়ন্ত্রণ করেন। এই সম্পর্কে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন:
فَالْـمُدَبِّرَاتِ اَمْرًا
অর্থ: “অতঃপর কার্যনির্বাহীগণ।” (সম্মানিত ও পবিত্র সূরা আন নাজিয়াত শরীফ: সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ ০৫)