কাদিয়ানী রদ!
(ষষ্ঠ ভাগ)
(কুতুবুর ইরশাদ, মুবাহিছে আয’ম, বাহরুল উলূম, ফখরুল ফুক্বাহা, রঈসুল মুহাদ্দিছীন, তাজুর মুফাসসিরীন, হাফিযুল হাদীছ, মুফতিউল আ’যম, পীরে কামিল, মুর্শিদে মুকাম্মিল হযরতুল আল্লামা মাোলানা শাহ ছূফী শায়খ মুহম্মদ রুহুল আমিন রহমতুল্লাহি আলাইহি কর্তৃক প্রণীত “কাদিয়ানী রদ” কিতাবখানা (৬ষ্ঠ খণ্ডে সমাপ্ত) আমরা মাসিক আল বাইয়্যিনাত পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশ করছি। যাতে কাদিয়ানীদের সম্পর্কে সঠিক ধারণাসহ সমস্ত বাতিল ফিরক্বা থেকে আহরে সুন্নত ওয়াল জামায়াতের অনুসারীদের ঈমান-আক্বীদার হিফাযত হয়। আল্লাহ পাক আমাদের প্রচেষ্টায় কামিয়াবী দান করুন (আমীন) এক্ষেত্রে তাঁর কিতাব থেকে হুবহু উদ্ধৃত করা হলো, তবে তখনকার ভাষার সাথে বর্তমানে প্রচলিত ভাষার কিছুটা পার্থক্য লক্ষণীয়)।
(ধারাবাহিক)
আইনায়-কামালাতে-ইছলাম, ৪৫৬ পৃষ্ঠা;-
فاوحى الله الى ان اخطب صبيته الكبيرة لنفس (الى) وان لم تقبل فاعلم ان الله قد اخبرنى ان انكا حها رجلا اخرلا يبارك لها ولا لك فان لم تزر جو فيصب عليك مصائب واخر المصاكب الموت فتموت بعد النكاح الى ثلاث سنين و كذا لك يموت بعلمها الذى مصير اوجها الى حولين وستة اشهد قضاء من الله.
“আল্লাহ আমার উপর অহি প্রেরণ করিয়াছেন যে, তুমি তাহার বড় কন্যার সহিত তোমার নিজের বিবাহের জন্য প্রস্তাব উত্থাপন কর, আর তাহাকে বল, যদি তুমি ইহা কবুল না কর, তবে তুমি জানিয়া রাখ যে, নিশ্চয় আল্লাহ আমাকে সঙবাদ দিয়াছেন যে, তাহাকে অন্য ব্যক্তি সহিত নেকাহ দিলে তাহার ও তোমার পক্ষে বরকত হইবেনা, আর যদি নিজের মত ত্যাগ না কর, তবে তোমার উপর বিবিধ বিপদ উপস্থিত হইবে, শেষ বিপদ মৃত্যু, অতএব তুমি নেকাহর পরে তিন বৎসরের মধ্যে মরিয়া যাইবে। …. এইরূপ যে স্বামী তাহার সহিত নেকাহ করিয়াছে, সেই ব্যক্তিও আড়াই বৎসরের মধ্যে মরিয়া যাইবে, ইহা আল্লাহতায়ালার পক্ষ হইতে নির্ধারিত হুকুম।
এজালায়-আওহাম, ১/২৩৫ পৃষ্ঠা-
خدا نعا لی نے پیشگونی کے طورپراس عاجز پو ظاھر فر مایاکہ مرزا احمد بیگ ولد مرزا گامان بیگ ھوشیارپوری کی دختر کلا ن انجام کار تمھاری نکاح مں ایگی. اوروہ لوگ بھت عداوت کرینگے. اور بھت مانع اننگی اور کوشش کرینگی کہ ایسا نہ ھو لیکن اخر کار ایسا ھی ھو گا. اور فر مایا کہ خداے تعالی ھو طوح سے اسکو تمھا ری طرف لا نیگا. باکرہ ھو نے کی حالت میں یا بیوہ کر کے اور ھو ایک روک کو درمیان سے تھاریگا اور اس کام کو ضرورپورا کریگا نھیں جو اسکو ررک سکے.
“খোদাতায়ালা ভবিষ্যদ্বাণী স্বরূপ এই অক্ষমের উপর প্রকাশ করিয়াছেন যে, মির্জা গামান বেগ হুশইয়ার-পুরীর পুত্র মির্জা আহমদ বেগের বড় কন্যা পরিণামে তোমার সহিত বিবাহিতা হইবে, উক্ত লোকেরা অতিশয় শত্রতা করিবে, অতিশয় প্রতিরোধক হইবে এবঙ চেষ্টা করিবে যে, যেন উহা না হয়, কিন্তু পরিণামে এইরূপ হইবে। আর এরশাদ করিয়েন যে, খোদাতায়ালা প্রত্যেক অবস্থাতে কুমারী অবস্থায় হউক, আর বিধবা অবস্থায় হউক, তাহাকে তোমার নিকট আনিবে, আর প্রত্যেক প্রতিবন্ধকতা মধ্য হইতে দূর করিবেন এবঙ এই কর্য্যটী নিশ্চয় পূর্ণ করিবেন, এমন কেহ নাই যে, ইহা বাধা প্রদান করে। (অসমাপ্ত)