খতমে নুবুওওয়াত প্রচার কেন্দ্র খতমে নুবুওওয়াত অস্বীকারকারীরা কাফির “ইসলামী শরীয়তের হুকুম মুতাবিক যারা মুসলমান থেকে খতমে নুবুওওয়াত অস্বীকারকারী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয় যেমন- কাদিয়ানী, বাহাই ইত্যাদি তাদের তওবার জন্য নির্ধারিত সময় ৩ দিন এরপর তওবা না করলে তাদের শাস্তি মৃত্যুদণ্ড।”

সংখ্যা: ১৫৪তম সংখ্যা | বিভাগ:

কাদিয়ানী রদ!

(ষষ্ঠ ভাগ)

(কুতুবুল ইরশাদ, মুবাহিছে আয’ম, বাহরুল উলূম, ফখরুল ফুক্বাহা, রঈসুল মুহাদ্দিছীন, তাজুল মুফাসসিরীন, হাফিযুল হাদীছ, মুফতিউল আ’যম, পীরে কামিল, মুর্শিদে মুকাম্মিল হযরতুল আল্লামা মাওলানা শাহ ছূফী শায়খ মুহম্মদ রুহুল আমিন রহমতুল্লাহি আলাইহি কর্তৃক প্রণীত “কাদিয়ানী রদ” কিতাবখানা (৬ষ্ঠ খণ্ডে সমাপ্ত) আমরা মাসিক আল বাইয়্যিনাত পত্রিকায় ধারাবাহিক ভাবে প্রকাশ করছি। যাতে কাদিয়ানীদের সম্পর্কে সঠিক ধারণাসহ সমস্ত বাতিল ফিরক্বা থেকে আহলে সুন্নত ওয়াল জামায়াতের অনুসারীদের ঈমান-আক্বীদার হিফাযত হয়। আল্লাহ পাক আমাদের প্রচেষ্টায় কামিয়াবী দান করুন (আমীন)।

এক্ষেত্রে তাঁর কিতাব থেকে হুবহু উদ্ধৃত করা হলো, তবে তখনকার ভাষার সাথে বর্তমানে প্রচলিত ভাষার কিছুটা পার্থক্য লক্ষণীয়)।

(ধারাবাহিক)

(৬) হরিকাতোল অহি ৯৭/৯৮ পৃষ্ঠা;

وہ سلا متی کے شھز ادے کھلا تے ھیں فر شنو ر کی کھینچی ھو نی تلو ار تیر ے اگنے ھے پر تو نے و فت کو نہ پھچا نا نہ دیکھا نہ جا نا. بر ھھمن اوتار سے متا بلہ کر نا اچھا نھیں رب فر ق بین صا دف و کاذب. رب کل شی خاد مک رب ما حفظنی وانصر نی وار حمنی. خدا قا تل تو بادو مرا از شر تو محفو ظ داراد.

“তিনি শান্তির বাদশাহজাদা নামে অভিহিত হইয়া থাকেন,  ফেরেশতাদিগের নিষ্কোষিত তরবারী তোমার সম্মুখে রহিয়াছি, কিন্তু তুমি সময় চিনিলে না, দেখিলে না এবং জানিলে ব্রাহমণ অবতারের সহিত প্রতিযোগিতা করা ভাল নহে। হে আমার প্রতিপালক, তুমি সত্যবাদী  ও মিথ্যাবাদীর মধ্যে প্রভেদ করিয়া দেখাও। হে আমার প্রতিপালক, প্রত্যেক বস্তু তোমার সেবক, হে আমার প্রতিপালক, তুমি আমার রক্ষণাবেক্ষণ কর, আমার সহায়তা কর এবং আমার উপর দয়া কর। খোদা তোমার হত্যাকারী হউন এবং আমাকে তোমার ক্ষতি হইতে রক্ষা করুন।” ডাক্তার আব্দুল হাকিম খাঁ ছাহেবের সম্মন্ধে মির্জা ছাহেবের এই এলহাম একেবারে মিথ্যা হইয়া গেল এবং তাহার এত করুণ ক্রন্দনের দোয়া অরণ্যে রোদনের ন্যায় বৃথা হইল।

(৭) মির্জা ছাহেবের পুত্র মোবারক আহমদ কঠিন পীড়িত হইয়াছিলেন, তিনি তাহার আরোগ্যের জন্য বহু দোয়া করেন, অবশেষে তাঁহার উপর এলহাম হয়;

قبول ھو گئی نو دن کا بخا ( ٹوٹ) دربا رہ صا حزادہ مبارک احمد جو کہ بخار سے علیل تھا. حسب وعدہ الھی دسویں یوم ر اضی وبندر ست ھو گیا. بدر

“দোয়া কবুল হইয়া গেল, নয় দিবসে জর আরোগ্য হইল।”  নোট)  ইহা মির্জা ছাহেবের পুত্র মোবারক আহমদ ছাহেবের সম্মন্ধে কথিত হইয়াছে, সে জ্বরাক্রান্ত ছিল, খোদার ওয়াদা অনুযায়ী দশ দিবসে আনন্দিত ও সুস্থ হইয়া গেল। (বদর), বোশরা ২/১৩৩ পৃষ্ঠা। কিন্তু ইংরেজি ১৯০৭ সালের ১ম অক্টোবরের মেগাজিনে প্রকাশিত হইয়াছিল:

میاں مبارک احمد کا اا دسمبر ع  ১৯০৭ کو انئقال ھو گیا.

“মিয়া মোবারক আহমদ ইংরাজি ১৯০৭ সালের ১৬ই ডিসেম্বর এন্তেকাল হইয়া গিয়াছে।” মির্জা ছাহেবের এই দোয়া মরদুদ হইল এবং এলহাম বাতীল সাব্যস্ত হইল।

উপরোক্ত প্রমাণে বেশ বুঝা যাইতেছে যে, মির্জা ছাহেবের দোয়া কবুল হওয়ার এলহাম খোদায়ি এলহাম নহে, উহা তাঁহার নফছের প্ররোচনা।

(৮) মির্জা ছাহেব মৌলবি ছানাউল্লাহ ছাহেবকে মারিয়া ফেলিবার জন্য এই দোয়া করিয়াছিলেন, “হে খোদা, আমার ও ছানাউল্লাহর মধ্যে সত্য মীমাংসা করিয়া দাও যে ব্যক্তি তোমার দৃষ্টিতে ফাছাদি ও মিথ্যাবাদী হয়, তাহাকে সত্যবাদীর সাক্ষাতে দুনইয়া হইতে উঠাইয়া লও।”

কিন্তু ফল এই হইলো যে, মির্জা চাহেব উক্ত মৌলবি ছাহেবের সাক্ষাতে মরিয়া গেলেন। যদি তাহার দোয়া কবুল হইত, তবে মৌলবি ছানাউল্লাহ ছাহেব তৎক্ষনাৎ মরিয়া যাইতেন। (অসমাপ্ত)

খতমে নুবুওওয়াত প্রচার কেন্দ্র খতমে নুবুওওয়াত অস্বীকারকারীরা কাফির “ইসলামী শরীয়তের হুকুম মুতাবিক যারা মুসলমান থেকে খতমে নুবুওওয়াত অস্বীকারকারী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয় যেমন- কাদিয়ানী, বাহাই ইত্যাদি তাদের তওবার জন্য নির্ধারিত সময় ৩ দিন এরপর তওবা না করলে তাদের শাস্তি মৃত্যুদণ্ড।”

খতমে নুবুওওয়াত প্রচার কেন্দ্র খতমে নুবুওওয়াত অস্বীকারকারীরা কাফির “ইসলামী শরীয়তের হুকুম মুতাবিক যারা মুসলমান থেকে খতমে নুবুওওয়াত অস্বীকারকারী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয় যেমন- কাদিয়ানী, বাহাই ইত্যাদি তাদের তওবার জন্য নির্ধারিত সময় ৩ দিন এরপর তওবা না করলে তাদের শাস্তি মৃত্যুদণ্ড।”

খতমে নুবুওওয়াত প্রচার কেন্দ্র খতমে নুবুওওয়াত অস্বীকারকারীরা কাফির ইসলামী শরীয়তের হুকুম মুতাবিক যারা মুসলমান থেকে খতমে নুবুওওয়াত অস্বীকারকারী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয় (যেনম কাদিয়ানী, বাহাই ইত্যাদি) (তাদের তওবার জন্য নির্ধারিত সময় ৩ দিন। এরপর তওবা না করলে তাদের শাস্তি মৃত্যুদণ্ড)

খতমে নুবুওওয়াত প্রচার কেন্দ্র খতমে নুবুওওয়াত অস্বীকারকারীরা কাফির “ইসলামী শরীয়তের হুকুম মুতাবিক যারা মুসলমান থেকে খতমে নুবুওওয়াত অস্বীকারকারী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয় যেমন- কাদিয়ানী, বাহাই ইত্যাদি তাদের তওবার জন্য নির্ধারিত সময় ৩ দিন এরপর তওবা না করলে তাদের শাস্তি মৃত্যুদণ্ড।”

খতমে নুবুওওয়াত প্রচার কেন্দ্র খতমে নুবুওওয়াত অস্বীকারকারীরা কাফির “ইসলামী শরীয়তের হুকুম মুতাবিক যারা মুসলমান থেকে খতমে নুবুওওয়াত অস্বীকারকারী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয় যেমন- কাদিয়ানী, বাহাই ইত্যাদি তাদের তওবার জন্য নির্ধারিত সময় ৩ দিন এরপর তওবা না করলে তাদের শাস্তি মৃত্যুদণ্ড।”