খতমে নুবুওওয়াত প্রচার কেন্দ্র খতমে নুবুওওয়াত অস্বীকারকারীরা কাফির “ইসলামী শরীয়তের হুকুম মুতাবিক যারা মুসলমান থেকে খতমে নুবুওওয়াত অস্বীকারকারী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয় যেমন- কাদিয়ানী, বাহাই ইত্যাদি তাদের তওবার জন্য নির্ধারিত সময় ৩ দিন এরপর তওবা না করলে তাদের শাস্তি মৃত্যুদণ্ড।”

সংখ্যা: ১৪৩তম সংখ্যা | বিভাগ:

কাদিয়ানী রদ!

(ষষ্ঠ ভাগ)

(কুতুবুল ইরশাদ, মুবাহিছে আ’যম, বাহরুল উলূম ফখরুল ফুক্বাহা, রঈসুল মুহাদ্দিছীন, তাজুল মুফাসসিরীন, হাফিযুল হাদীছ, মুফতিউল আ’যম, পীরে কামিল, মুর্শিদে মুকাম্মিল হযরতুল আল্লামা মাওলানা শাহ ছূফী শায়খ মুহম্মদ রুহুল আমিন রহমতুল্লাহি আলাইহি উনার কর্তৃক প্রণীত “কাদিয়ানী রদ” কিতাবখানা (৬ষ্ঠ খণ্ডে সমাপ্ত) আমরা মাসিক আল বাইয়্যিনাত পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশ করছি। যাতে কাদিয়ানীদের সম্পর্কে সঠিক ধারণাসহ সমস্ত বাতিল ফিরক্বা থেকে আহলে সুন্নত ওয়াল জামায়াতের অনুসারীদের ঈমান-আক্বীদার হিফাযত হয়। মহান আল্লাহ পাক তিনি আমাদের প্রচেষ্টায় কামিয়াবী দান করুন (আমীন)। এক্ষেত্রে উনার কিতাব থেকে হুবহু উদ্ধৃত করা হলো, তবে তখনকার ভাষার সাথে বর্তমানে প্রচলিত ভাষার কিছুটা পার্থক্য লক্ষণীয়)।

(ধারাবাহিক)

(৪) সে বারাহিনে আহমদীয়ার ১/২৩৯/৪৯৮ পৃষ্ঠায় ও হকিকাতোল অহির ৭১ পৃষ্ঠার নিম্নোক্ত এলহামটি নিজের জন্য নাজেল হওয়ার দাবি করিয়াছে-

هو الذى ارسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله.

“তিনিই (মহান আল্লাহ পাক) উনার রসূল উনাকে হেদায়াত ও দ্বীনে হকসহ প্রেরণ করিয়াছেন, যেন উহা সমস্ত দীনের উপর প্রবল করেন।”

ইহা হযরত মুহম্মদ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মন্ধে কথিত হইয়াছে, উনাকে মহান আল্লাহ পাক তিনি সত্য দীন ইসলাম প্রদান করিয়াছেন। মির্জা সাহেবের উপর কি কোন দীন শরীয়ত নাজেল হইয়াছে? কাজেই্ ইহা মির্জা সাহেবের নির্জ্জলা শয়তানি এলহাম।

(৫) সে হকিকাতোল অহির ৭৯ পৃষ্ঠায় বারাহিনে আহমদীয়ার ১/২৩৯ পৃষ্ঠায় নিম্নোক্ত এলহামটি নিজের জন্য নাজেল হওয়ার দাবী করিয়াছে-

قل ان كنتم تحبون الله فاتبعونى يحببكم الله.

“আপনি বলুন, যদি তোমরা মহান আল্লাহ পাক উনার সহিত মিত্রতা করিতে চাহ, তবে আমার তাবেদারি কর, মহান আল্লাহ পাক তিনি তোমাদিগকে মিত্ররূপে গ্রহণ করিবেন।”

ইহা কুরআন শরীফ উনার একটি আয়াত শরীফ, ইহাতে হযরত নবী করীম ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তাবেদারি করা ফরয সাব্যস্ত হইয়াছে। মির্জা সাহেব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তাবেদারি বাদ দিয়া নিজের তাবেদারি করা ফরয হওয়ার দাবি করিল। এই হেতু হযরত রসূল পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি দাজ্জাল, ইয়াজুজ, মাজুজ, দাব্বাতোল-আরদ্ব, মাহদী, মছিহে, খাতামুন্নবিয়্যীন ইত্যাদির যেরূপ মর্ম প্রকাশ করিয়াছেন, মির্জা সাহেব উহা বাদ দিয়া ও পরিবর্তন করিয়া নিজের মনগড়া কল্পিত মতের তাবেদারি করা ফরয বলিয়া দাবি করিতেছে, কাজেই তাহার উক্ত এলহাম শয়তানি এলহাম।

(৬) সে বারাহিনে আহমদীয়ার ১/২৩৮ পৃষ্ঠার ও হকিকাতোল অহির ৭০ পৃষ্ঠার এই এলহামটি লিখিয়াছে-

ما رميت اذ رميت ولكن الله رمى.

ইহা হযরত নবী করীম ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মু’জিযার কথা কুরআন শরীফ-এ বর্ণিত হইয়াছে।

ছহিহ বুখারি ও মুসলিম শরীফ-এ আছে, হযরত নবী পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হুনাইন যুদ্ধে একমুষ্টি কঙ্কর লইয়া শত্রুদের উপর নিক্ষেপ করিয়াছিলেন, মহান আল্লাহ পাক উনার আদেশে প্রত্যেক কাফিরের চক্ষের মধ্যে উক্ত কঙ্কর প্রবেশ করিয়াছিল, ইহাতে তাহারা পলায়ন করে এবং পরাজিত হয়।”

উক্ত আয়াত শরীফ-এ তাহাই বর্ণিত হইয়াছে, মহান তায়ালা তিনি বলেন, “যখন আপনি কঙ্কর নিক্ষেপ করিয়াছিলেন, আপনি উহা নিক্ষেপ করেন নাই, প্রকৃতপক্ষে মহান আল্লাহ পাক উহা নিক্ষেপ করিয়াছেন।” মির্জা সাহেব কোন যুদ্ধে যোগদান করে নাই, কাহারও চক্ষে কঙ্কর নিক্ষেপ করে নাই, তাহার দ্বারা এইরূপ কারামত প্রকাশিত হয় নাই, কাজেই সে যে ইহা এলহাম বলিয়া প্রকাশ করিয়াছে, ইহা নিশ্চয়ই শয়তানি এলহাম। (অসমাপ্ত)

খতমে নুবুওওয়াত প্রচার কেন্দ্র খতমে নুবুওওয়াত অস্বীকারকারীরা কাফির “ইসলামী শরীয়তের হুকুম মুতাবিক যারা মুসলমান থেকে খতমে নুবুওওয়াত অস্বীকারকারী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয় যেমন- কাদিয়ানী, বাহাই ইত্যাদি তাদের তওবার জন্য নির্ধারিত সময় ৩ দিন এরপর তওবা না করলে তাদের শাস্তি মৃত্যুদণ্ড।”

খতমে নুবুওওয়াত প্রচার কেন্দ্র খতমে নুবুওওয়াত অস্বীকারকারীরা কাফির “ইসলামী শরীয়তের হুকুম মুতাবিক যারা মুসলমান থেকে খতমে নুবুওওয়াত অস্বীকারকারী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয় যেমন- কাদিয়ানী, বাহাই ইত্যাদি তাদের তওবার জন্য নির্ধারিত সময় ৩ দিন এরপর তওবা না করলে তাদের শাস্তি মৃত্যুদণ্ড।”

খতমে নুবুওওয়াত প্রচার কেন্দ্র খতমে নুবুওওয়াত অস্বীকারকারীরা কাফির ইসলামী শরীয়তের হুকুম মুতাবিক যারা মুসলমান থেকে খতমে নুবুওওয়াত অস্বীকারকারী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয় (যেনম কাদিয়ানী, বাহাই ইত্যাদি) (তাদের তওবার জন্য নির্ধারিত সময় ৩ দিন। এরপর তওবা না করলে তাদের শাস্তি মৃত্যুদণ্ড)

খতমে নুবুওওয়াত প্রচার কেন্দ্র খতমে নুবুওওয়াত অস্বীকারকারীরা কাফির “ইসলামী শরীয়তের হুকুম মুতাবিক যারা মুসলমান থেকে খতমে নুবুওওয়াত অস্বীকারকারী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয় যেমন- কাদিয়ানী, বাহাই ইত্যাদি তাদের তওবার জন্য নির্ধারিত সময় ৩ দিন এরপর তওবা না করলে তাদের শাস্তি মৃত্যুদণ্ড।”

কাদিয়ানী