চাঁদ দেখা এবং নতুন চন্দ্রতারিখ শুরু নিয়ে প্রাসঙ্গিক আলোচনা-১৪

সংখ্যা: ১৭২তম সংখ্যা | বিভাগ:

-আল্লামা আবুল বাশার মুহম্মদ রুহুল হাসান

(বর্তমান সংখ্যার আলোচনা: হিলাল বা বাঁকা চাঁদ দেখতে পাওয়ার শর্তসমূহের মধ্যে “সূর্যাস্তের বিকিরণ” ও “হিলালের তীর্যক পথ ও খাড়া পথে অস্ত যাওয়া” আরও দু’টি শর্ত। এ সংখ্যায় এ দুটো বিষয়ে বিস্তারিত আলোচনা)

আমরা জানি সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই আকাশ অন্ধকার হয় না। সূর্যাস্তের পরেও বায়ুমণ্ডলের উপরিভাগ সূর্যের রশ্মিকে কিছুক্ষণ ধরে রাখতে সক্ষম হয় এবং আকাশ আলোকিত করে।

বায়ুমণ্ডলে অবস্থিত গ্যাস ঘনীভূত হয়ে থাকার ফলে, সূর্য প্রায় ১৮ ডিগ্রী দিগন্তের নীচে যাওয়া পর্যন্ত সূর্যরশ্মি বিকিরণ করতে সক্ষম হয়। বিষুবরেখায় অবস্থিত স্থানসমূহে সূর্য সোজাভাবে উদয় হয় এবং অস্ত যায়। ফলে এ সকল স্থানে সন্ধ্যার সময়কাল প্রায় এক ঘণ্টা সময়ব্যাপী থাকে। কিন্তু উত্তর-দক্ষিণ অক্ষাংশের স্থানসমূহে সূর্যাস্তের সময় কিছুটা হেলে থাকে অর্থাৎ সূর্য বাঁকাভাবে অস্ত যেতে থাকে বলে দিগন্তের নীচে ১৮ ডিগ্রী পরিমাণ অস্ত যেতে সূর্যের অনেক সময়ের প্রয়োজন হয় এবং সে কারণে সন্ধ্যার সময়কাল বৃদ্ধি পায়। উত্তরমেরুতে শীতকালে সুর্যদয়ের পূর্বে এবং সূর্যাস্তের পরে প্রায় ছয় সপ্তাহ ব্যাপী সন্ধ্যার আধো আলো, আধো ছায়া দেখা যায়। সূর্যাস্তের পর আলোর এই বিকিরণের জন্য পৃথিবীর বিভিন্নস্থানে চাঁদ দেখার সময়ের তারমত্য ঘটে থাকে। এ সংখ্যার পূর্বে আমরা চাঁদের ‘উন্নতি কোন’ অর্থাৎ দিগন্ত রেখার উপর চাঁদের উচ্চতা নিয়ে আলোচনা করেছিলাম। সূর্যাস্তের সময় চাঁদ দিগন্ত রেখা থেকে যথেষ্ট পরিমাণ (১০ ডিগ্রীর উপরে) উচ্চতায় না থাকলে চাঁদ দৃশ্যমান হয় না। দিগন্তের উজ্জলতার চেয়ে চাঁদের উজ্জলতা কম থাকলে খালি চোখে চাঁদ দৃশ্যমান হয় না। সে কারণেই দিগন্তরেখায় সূর্যের বিকিরণ চাঁদ দেখতে পাবার জন্য একটি শর্ত।

হিলালের তীর্যক পথ ও খাড়াপথে অস্ত যাওয়াঃ আমরা পূর্বেই বলেছি, বিষুব রেখার কাছাকাছি দেশগুলোতে সূর্য খাড়াভাবে উদয় হয় এবং অস্ত যায়। কিন্তু উচূ অক্ষাংশের দেশসমূহে সূর্য তীর্যক পথে অস্ত যায়। সে কারণে বিষুবরেখার কাছাকাছি অবস্থিত দেশগুলোতে চাঁদ বেশীরভাগ সময় প্রথম দৃশ্যমান হয়, কেননা দিগন্তরেখায় সূর্যের বিকিরণ চাঁদ দেখতে পাবার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় না। অনেক সময় চাঁদের ৪০ ঘণ্টা বয়স না হলে  দেখা যায় না এর কারণ হচ্ছে, হিলালের পথ পশ্চিমাকাশে তীর্যকভাবে থাকে, খাড়াভাবে থাকে না। হেলানো বা তীর্যকপথে হিলালের অস্ত যেতে সময় লাগে অনেক। কিন্তু সূর্যের মধ্যে ডুবে থাকার কারণে দেখা যায় না। এ অবস্থায় উচূ অক্ষাংশের দেশসমূহে সূর্যাস্তের সময় চাঁদের বয়স ২৪ ঘণ্টা হলেও দৃশ্যমান হয় না। পরের দিন সন্ধ্যা আসতে আসতে এর বয়স ৪৮ ঘণ্টা হয়ে যায় এবং দৃশ্যমান হয়। অবশ্য এ কারণে সে সকল এলাকায় মাসের গণনায় কোন সমস্যাই হয় না। মাস ২৯ বা ৩০ দিনেই পূর্ণ হয়।

১৪২৮ হিজরীর পবিত্র যিলহজ্জ

 মাসের চাঁদের রিপোর্টঃ

নিউমুন সংঘটিত হবে ৯ই ডিসেম্বর, রবিবার, ১৭টা ৪১ মিনিটে (আন্তর্জাতিক সময় অনুযায়ী)। চাঁদ প্রথম দেখা যেতে পারে মাদাগাস্কার অথবা দক্ষিণ আফ্রিকাতে।

সৌদি আরবে চাঁদ প্রথম দৃম্যমান হতেপারে ১১ই ডিসেম্বর, মঙ্গলবার বাংলাদেশে চাঁদ দেখতে পাবার পর।

বাংলাদেশ ও ১৪২৮ হিজরীর পবিত্র যিলহজ্জ মাসের চাঁদের রিপোর্ট

বাংলাদেশে জিলহজ্জ মাসের চাঁদ তালাশ করতে হবে ১১ই ডিসেম্বর, মঙ্গলবার। বাংলাদেশে চাঁদ দেখতে পাবার সম্ভাবনা রয়েছে ১১ই ডিসেম্বর মঙ্গলবার। সূর্যাস্তের সময় চাঁদ দিগন্তরেখা থেকে প্রায় ১২ ডিগ্রী উচ্চতায় অবস্থান করবে এবং সেদিন চাঁদের বয়স হবে ৪১ ঘণ্টা প্রায়। ১১ই ডিসেম্বর চাঁদ দেখতে পেলে ১২ই ডিসেম্বর, বুধবার হবে পবিত্র জিলহজ্জ মাসের প্রথম তারিখ।

ব্রিটিশ গুপ্তচরের স্বীকারোক্তি এবং ওহাবী মতবাদের নেপথ্যে ব্রিটিশ ভূমিকা-৩২

কোকাকোলা ও অন্যান্য কোমল পানীয় সম্পর্কে উন্মোচিত সত্য-১৮

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’- একটি সূক্ষ্ম ও গভীর ষড়যন্ত্রের প্রক্রিয়া অথচ নিশ্চুপ তথাকথিত খতীব, মহিউদ্দীন, আমিনী ও শাইখুল হাদীছ গং তথা তাবত ধর্মব্যবসায়ীরা- (১)

মওদুদীর নীতি থেকেও যারা পথভ্রষ্ট সেই জামাত- জামাতীদের জন্যও ভয়ঙ্কর মুনাফিক॥ আর সাধারণের জন্য তো বলারই অপেক্ষা রাখেনা

প্রসঙ্গঃ আমেরিকায় ইহুদী প্রভাব ও নিয়ন্ত্রণ- ২