চাঁদ দেখা এবং নতুন চন্দ্রতারিখ শুরু নিয়ে প্রাসঙ্গিক আলোচনা- ১০

সংখ্যা: ১৬৯তম সংখ্যা | বিভাগ:

 (বর্তমান সংখ্যার আলোচনাঃ হিলাল বা বাঁকা চাঁদ দেখতে পাওয়ার শর্তসমূহের মধ্যে “চাঁদের  বয়স” একটি শর্ত- এ সংখ্যায় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা)

যখন অমাবস্যা সংঘটিত হয় তখন চাঁদের বয়স হয় শূন্য ঘন্টা শূন্য মিনিট। অমাবস্যার পর থেকেই চাঁদের বয়স বাড়তে থাকে এবং এক সময় দিগন্তরেখায় আমরা চাঁদকে দেখতে পাই। তাহলে চাঁদের সে বয়সটা কত? অবাক বিষয় হচ্ছে, বাইনোকুলার দিয়ে সর্বনিম্ন ১৩.৪৭ ঘণ্টার চাঁদ দেখার রিপোর্ট পাওয়া গেছে (যদিও বাইনোকুলার দিয়ে চাঁদ দেখা শরীয়তে শর্ত নয়) আর খালি চোখে দেখা গেছে সর্বনিম্ন ১৫.৫ ঘন্টার পুরনো চাঁদ। আবার কোন কোন ঋতুতে ২৪ ঘন্টার পুরনো চাঁদ পৃথিবীর কোথাও প্রথম দেখা গেছে।

এখান থেকে আমরা একটা বিষয় নিশ্চিত যে ২৪ ঘণ্টা বা ১ দিনের কম চাঁদের বয়স ঠিক কত হলে চাঁদ আকাশে প্রথম দেখা যাবে তা বলা মুশকিল। কেননা চাঁদ দেখতে পাওয়ার সর্বনিম্ন বয়স ১৫ ঘন্টা এবং সর্বোচ্চ ২৪ ঘণ্টা। আর সে কারণেই চাঁদ দেখতে পাবার জন্যে অন্যান্য অনেক শর্তসমূহের মধ্যে চাঁদের বয়স মাত্র একটি শর্ত। বিজ্ঞান চর্চার শুরু থেকে এ যাবৎ চাঁদ দেখতে পাওয়ার জন্য বৈজ্ঞানিকগণ যতগুলো পদ্ধতি উদ্ভাবন করেছেন তার মধ্যে ১২টি পদ্ধতি প্রসিদ্ধ। এই ১২টি পদ্ধতির মধ্যে সবচেয়ে পুরনো পদ্ধতিটি হচ্ছে বেবিলনিয়ান পদ্ধতি। এই বেবিলনিয়ান পদ্ধতিতেই শুধু চাঁদের বয়সের কথা বলা হয়েছে। এই পদ্ধতিতে চাঁদের বয়স ১২ ঘণ্টার পুরনো হলেই চাঁদ দেখতে পাবার কথা উল্লেখ থাকলেও বাস্তবে সে তথ্য সঠিক নয়। কেননা ২৩ ঘন্টার পুরনো চাঁদও অনেক সময় দেখা যায়নি। এর কারণ হচ্ছে, চাঁদ একটি উপবৃত্তাকার পথে পৃথিবীর চতুর্দিকে ঘুরছে। চাঁদ যখন পৃথিবীর খুব কাছ দিয়ে প্রদক্ষিণ করে, তখন তার গতি বৃদ্ধি পায় আবার যখন দূর দিয়ে প্রদক্ষিণ করে, তখন গতি থাকে মন্থর। যখন পৃথিবীর নিকট দিয়ে প্রদক্ষিণ করে তখন সর্বনিম্ন ১৫ ঘণ্টা  চাঁদের বয়স না হলে চাঁদ দেখা সম্ভব নয়। আর চাঁদ যখন পৃথিবীর দূর দিয়ে প্রদক্ষিণ করে তখন ২৩ ঘণ্টার পুরনো চাঁদও অনেক সময় দেখতে পাওয়া যায়না। এক্ষেত্রে, চাঁদ দেখার জন্য প্রধান যে বিষয়টি দায়ী তা হচ্ছে, অমাবস্যার পর চাঁদ ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকলে চাঁদ ও সূর্যের মধ্য একটি কৌণিক ব্যবধানের সৃষ্টি হয়, চাঁদ ও সুর্যের কৌণিক ব্যবধান ৯ ডিগ্রী উৎপন্ন হলে চাঁদ দেখা যাওয়ার আকৃতিতে আসে। এই ৯ ডিগ্রী কোণ উৎপন্ন করতে চাঁদের কত সময়ের বা বয়সের প্রয়োজন তা নির্ভর করে চাঁদের কক্ষপথে তার চলার গতির উপর। চাঁদ যখন সূর্য থেকে ৭ ডিগ্রী কোণে অবস্থান করে তখন চাঁদ থেকে সূর্যের কোন প্রতিফলিত আলো পৃথিবীতে এসে পৌঁছায় না। ৭.২ ডিগ্রী থেকে ৮.৫ ডিগ্রী কোণে চাঁদ অবস্থান করলে খালি চোখে দেখা যায় না। কেননা তখন দিগন্তের উজ্জলতার চেয়ে চাঁদের উজ্জলতা কম থাকে। চাঁদ সূর্যের কোণিক ব্যবধান ৭.৫ ডিগ্রীর কম হলে টেলিস্কোপেও চাঁদ দেখা যায় না। বর্তমান সময়ে বায়ুম-লের দূষণ, আলোর দূষণ এবং ধূলাবালির কারণে চাঁদ সূর্য থেকে ১০-১০.৫ ডিগ্রী পর্যন্ত সরে আসলে, তারপর চাঁদ দৃশ্যমান হয়। এই পরিমাণ কোণ করতে চাঁদের লাগে প্রায় ১৭ থেকে ২১ ঘণ্টা। তারপরেও এটা সবসময় সত্য নয় যে, ১৭ থেকে ২১ ঘণ্টার বয়সে চাঁদ পৌঁছলেই চাঁদ দেখা যাবে। এ পর্যন্ত আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম চাঁদ তার কক্ষপথে সবসময় সমান গতিতে ঘুরে না। পৃথিবীর কাছ দিয়ে যাওয়ার সময় তার গতি বৃদ্ধি পায় এবং পৃথিবীর দূরে থাকলে তার গতি হ্রাস পায়। চাঁদের এই অসমগতির জন্য অমাবস্যার পর থেকে চাঁদের দৃশ্যমান অবস্থায় সরে আসতে বিভিন্ন মাসে বিভিন্ন সময়ের প্রয়োজন হয়। বিভিন্ন সময়ে অর্থাৎ চাঁদের বিভিন্ন বয়সে সে সূর্যের সঙ্গে প্রতি মাসে চাঁদ দেখতে পাওয়ার সময় ১০-১০.৫ ডিগ্রী কোণ উপন্ন করে। তাই চাঁদের নির্দিষ্ট বয়স চাঁদ দেখতে পাবার শর্ত নয় বরং যে সময়ে বা যে বয়সে সে সূর্যের সঙ্গে ৯ থেকে ১০.৫ ডিগ্রী কোণ উৎপন্ন করবে তখনই চাঁদ দৃশ্যমান হবে। তাই চাঁদ-সূর্যের কৌণিক দূরত্ব আরও একটি চাঁদ দেখতে পাবার গুরুত্বপূর্ণ শর্ত যা আমরা পরবর্তী সংখ্যায় বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ।

১৪২৮ হিজরীর পবিত্র রমাদ্বান

মাসের চাঁদের রিপোর্টঃ

নিউমুন সংঘটিত হবে ১১ই সেপ্টেম্বর, মঙ্গলবার ১২টা ৪৪ মিনিটে (আন্তর্জাতিক সময় অনুযায়ী) সেদিন পৃথিবীর কোথাও চাঁদ দৃশ্যমান হবে না। চাঁদ প্রথম দৃশ্যমান হতে পারে ১২ই সেপ্টেম্বর, বুধবার, অস্ট্রেলিয়ার পশ্চিম অংশে, সাউথ আফ্রিকা এবং নর্থ আমেরিকাতে।

চাঁদ না দেখে, নিউমুন তারিখ অনুযায়ী পবিত্র রমাদ্বান শুরু করা বর্তমান সৌদি শাসক গোষ্ঠীর পুরনো বদ অভ্যাস। আমরা পূর্বেই উল্লেখ করছি যে, ১৪২৮ হিজরীর পবিত্র রামাদ্বান মাস শুরুর পূর্বের নিউমুন তারিখে সৌদি আরব নয় পৃথিবীর কোথাও চাঁদ দৃশ্যমান হবে না। শুধু তাই নয় ১২ই সেপ্টেম্বর, বুধবারেও সৌদি আরবে চাঁদ দেখার ক্ষীন সম্ভাবনা রয়েছে। সৌদি আরবে চাঁদ দেখা যেতে পারে ১৩ই সেপ্টেম্বর বৃহস্পতিবার বাংলাদেশে চাঁদ দেখতে পাবার পর।

বাংলাদেশে ১৪২৮ হিজরীর রমাদ্বান

মাসের চাঁদ দেখার রিপোর্টঃ

বাংলাদেশে পবিত্র রমাদ্বান মাসের চাঁদ দেখা যেতে পারে ১৩ই সেপ্টেম্বর বৃহস্পতিবার। সেদিন সূর্যাস্ত ৬টা ৪ মিনিটে এবং চন্দ্রাস্ত ৬টা ৫৭ মিনিটে। অর্থাৎ সূর্যাস্ত থেকে মোট ৫৩ মিনিট সময় চাঁদ আকাশে অবস্থান করবে। সূর্যাস্তের সময় চাঁদ ১০.৮ ডিগ্রী উচ্চতায় থাকবে এবং সেদিন চাঁদের বয়স হবে ৪৭ ঘণ্টারও বেশী। চাঁদ দেখার উপযুক্ত সময় ৬টা ২৮ মিনিটের দিকে।

ব্রিটিশ গুপ্তচরের স্বীকারোক্তি এবং ওহাবী মতবাদের নেপথ্যে ব্রিটিশ ভূমিকা-৩২

কোকাকোলা ও অন্যান্য কোমল পানীয় সম্পর্কে উন্মোচিত সত্য-১৮

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’- একটি সূক্ষ্ম ও গভীর ষড়যন্ত্রের প্রক্রিয়া অথচ নিশ্চুপ তথাকথিত খতীব, মহিউদ্দীন, আমিনী ও শাইখুল হাদীছ গং তথা তাবত ধর্মব্যবসায়ীরা- (১)

মওদুদীর নীতি থেকেও যারা পথভ্রষ্ট সেই জামাত- জামাতীদের জন্যও ভয়ঙ্কর মুনাফিক॥ আর সাধারণের জন্য তো বলারই অপেক্ষা রাখেনা

প্রসঙ্গঃ আমেরিকায় ইহুদী প্রভাব ও নিয়ন্ত্রণ- ২