ছাহিবাতু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, হাবীবাতুল্লাহ, ছাহিবায়ে নেয়ামত, ক্বায়িম মাক্বামে হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম  উনার মহাসম্মানিত ও মহাপবিত্র ই’জায শরীফ

সংখ্যা: ২৯৯তম সংখ্যা | বিভাগ:

খলিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার বিষয়গুলো মহাপবিত্র কুদরত মুবারক উনার অন্তার্ভূক্ত। সাইয়্যিদুল মুরসালীন ইমামুল মুরসালীন  নূরে মুজাসসাম হাবীবুল্লাহ  হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সংশ্লিষ্ট প্রতিটি বিষয় হচ্ছেন মহাপবিত্র মহাসম্মানিত মু’যিযা শরীফ। মু’যিযা শরীফ ব্যতীত তো সৃষ্টি জগৎ অক্ষম। আর মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের বিষয়গুলি ‘পবিত্র ইজায শরীফ’।

হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের দয়া দান ইহসান মুবারক অর্থাৎ উনাদের মহাপবিত্র ইজায শরীফ’ উনার মাধ্যমেই আসমান-জমিন নিরাপত্তা লাভ করছে, রহমত-বরকত-সাকিনা লাভ করছে। মহাপবিত্র ই’জায শরীফ’ ব্যতীত এক মুহুর্তও কায়িনাত স্থায়ী হবে না।

মহাসম্মানিত সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি মহাপবিত্র মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের অন্যতম। উনারই আখাছছুল খাছ বিশেষ শান মুবারক সম্পর্কে ধারাবাহিকভাবে আলোচনা করা হবে। ইনশাআল্লাহ!

(১৩) টাঙ্গাইলের একজন পীরবোন একবার মহাপবিত্র মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাসে পবিত্র দরবার শরীফ থেকে তিনটি কাঠের সুন্নতী থালা কিনেছিলেন। বাসায় যাওয়ার পরে একটি থালা উনার আহাল আর দুটি উনার দুই মেয়ে ব্যবহারের জন্য নিয়ে নেয়। একদিন শীতকালে উনি পানি গরম করতে দিয়েছিলেন, কিন্তু কোন ঢাকনা না পেয়ে একটি কাঠের প্লেট দিয়ে পাতিলটি ঢেকে দেন। আগুনের তাপের কারণে প্লেটটি এমনভাবে ফেটেছিল যে, ঐ প্লেটটি খাবার খাওয়ার মত ছিল না। উনি উনার মেয়েদেরকে বললেন, “তোমরা তোমাদের আব্বুকে বলো না। কারণ, নতুন থালা ভেঙ্গে গেছে শুনলে রাগ করবেন।” থালাটি ফেটে যাওয়ায় উনার মেয়েরা দোয়া করছিল যে, “আম্মাজী আলাইহাস সালাম! আমাদের থালাটি ভাল করে দিন।” উনি উনার মেয়েকে বললেন, “যে কক্ষে কেউ থাকেনা, সে কক্ষে রেখে আসো, তাহলে তোমার আব্বু দেখবেননা।” আর উনার বড় মেয়ে বলল, “ঐ কক্ষে রেখে দাও কয়েকদিন পরে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার উসীলায় ভালো হয়ে যাবে। সত্যিই কয়েকদিন পর দেখা গেল, থালাটি নিখুত ভাবে জোড়া লেগে গিয়েছে। সুবহানাল্লাহ! এমনকি এখনও পর্যন্ত উনারা ঐ থালা ব্যবহার করেন।

মহান আল্লাহ পাক উনার মনোনীত ওলীআল্লাহ উনাদের উসীলায় যেকোন দোয়া করলে মহান আল্লাহ পাক তিনি সে দোয়া অবশ্যই কবুল করে থাকেন। যার উজ্জ্বল দৃষ্টান্ত হলো, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম। মহান আল্লাহ পাক তিনি যেন আমাদের সকলকে উনার প্রতি হাক্বীক্বী হুসনে যন পোষণ করার এবং উনার হাক্বীক্বী শুকরিয়া আদায় করার তাওফীক্ব দান করেন। (আমীন)

-আহমদ ত্বলায়াল বুশরা

ছাহিবাতু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, হাবীবাতুল্লাহ, ছাহিবায়ে নেয়ামত, ক্বায়িম মাক্বামে হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম  উনার মহাসম্মানিত ও মহাপবিত্র ই’জায শরীফ

ছাহিবাতু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, হাবীবাতুল্লাহ, ছাহিবায়ে নেয়ামত, ক্বায়িম মাক্বামে হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম  উনার মহাসম্মানিত ও মহাপবিত্র ই’জায শরীফ

ছাহিবাতু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, হাবীবাতুল্লাহ, ছাহিবায়ে নেয়ামত, ক্বায়িম মাক্বামে হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র ই’জায শরীফখলিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার বিষয়গুলো মহাপবিত্র কুদরত মুবারক উনার অন্তার্ভূক্ত। সাইয়্যিদুল মুরসালীন ইমামুল মুরসালীন  নূরে মুজাসসাম হাবীবুল্লাহ  হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সংশ্লিষ্ট প্রতিটি বিষয় হচ্ছেন মহাপবিত্র মহাসম্মানিত মু’যিযা শরীফ। মু’যিযা শরীফ ব্যতীত তো সৃষ্টি জগৎ অক্ষম। আর মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের বিষয়গুলি ‘পবিত্র ইজায শরীফ’।

ছাহিবাতু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, হাবীবাতুল্লাহ, ছাহিবায়ে নেয়ামত, ক্বায়িম মাক্বামে হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম  উনার মহাসম্মানিত ও মহাপবিত্র ই’জায শরীফ

ছাহিবাতু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, হাবীবাতুল্লাহ, ছাহিবায়ে নেয়ামত, ক্বায়িম মাক্বামে হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র ই’জায শরীফ