হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের দয়া দান ইহসান মুবারক অর্থাৎ উনাদের মহাপবিত্র ইজায শরীফ’ উনার মাধ্যমেই আসমান-জমিন নিরাপত্তা লাভ করছে, রহমত-বরকত-সাকিনা লাভ করছে। মহাপবিত্র ই’জায শরীফ’ ব্যতীত এক মুহুর্তও কায়িনাত স্থায়ী হবে না।
মহাসম্মানিত সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি মহাপবিত্র মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের অন্যতম। তিনি মহান আল্লাহ পাক উনার এবং উনার হাবীব ও মাহবুব সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার হাক্বীক্বী ক্বায়িম-মাক্বাম। উনারই আখাছছুল খাছ বিশেষ শান মুবারক সম্পর্কে ধারাবাহিকভাবে আলোচনা করা হবে। ইনশাআল্লাহ!
(১০) আমাদের একজন ছূফী পীরবোন, যিনি সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার খাছ মুরিদা। সেই পীরবোনের শরীরের একটি অংশে একদা প্রচন্ড ব্যাথা অনুভূত হলো। দিন দিন ক্রমান্বয়ে ব্যাথা বৃদ্ধি পেল।
ব্যাথা যখন সহ্যের সীমা অতিক্রমের উপক্রম হলো, তখন সেই পীরবোন ঘুমে একটি মুবারক স্বপ্ন অবলোকন করলেন। তিনি দেখলেন, একটি স্থানে সাইয়্যিদাতুনা উম্মুল উমাম হযরত আম্মা হুযূর ক্বিবলা আলাইহাস সালাম তিনি এবং সাইয়্যিদুনা মামদূহ হযরত মুরশিদ ক্বিবলা আলাইহিস সালাম উনারা অবস্থান করছেন।
স্বপ্নেই আমাদের ছূফী পীরবোন সাইয়্যিদাতুনা উম্মুল উমাম হযরত আম্মা হুযূর ক্বিবলা আলাইহাস সালাম উনার খিদমতে ব্যাথার বিষয়টি জানালেন এবং সুস্থতা আরজু করলেন। আরজু শ্রবনে সাইয়্যিদাতুনা উম্মুল উমাম হযরত আম্মা হুযূর ক্বিবলা আলাইহাস সালাম তিনি পীরবোনের ব্যাথার স্থানটি থেকে কিছু পোকা জাতীয় জিনিস বের করে ফেলে দিলেন। সাথে সাথেই পীরবোনের ব্যাথা দূর হয়ে গেল। আর কখনো পীরবোন ব্যাথা অনুভব করেননি। সুবহানাল্লাহ!
মহান বারে ইলাহী আল্লাহ পাক রাব্বুল আলামীন আমাদের সবাইকে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার পবিত্র শান মান উপলব্ধি করার তাওফিক দান করুন।
-আহমদ ত্বলায়াল বুশরা