মুহইস্ সুন্নাহ-এর ফযীলতঃ
যিনি প্রত্যেকটি আমলে প্রতিটি ক্ষেত্রে আখিরী রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর পরিপূর্ণ ইতায়াত করেন এবং বিলুপ্ত সুন্নতকে জারী (চালু) করেন তাঁকে মুহইস্ সুন্নাহ বলে।
মুহইস্ সুন্নাহ-এর ফযীলত, মর্যাদা-মর্তবা উপলব্ধির পূর্বে সুন্নত তথা আল্লাহ পাক-এর হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর ইতায়াত (অনুসরণ-অনুকরণ) এর ফাযায়িল-ফযীলত সম্পর্কে জানা আবশ্যক। তাহলেই মুহইস্ সুন্নাহ ব্যক্তিত্বের ফযীলত-মর্তবা জানা যাবে। সাথে সাথে হাল যামানার ইমাম ও মুজতাহিদ, খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ ইমামুল আইম্মাহ, মুহ্ইস্ সুন্নাহ, কুতুবুল আলম, মুজাদ্দিদে আ’যম, আওলাদে রসূল, সাইয়্যিদুনা ইমাম, রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী-এর সীমাহীন মর্যাদা-মর্তবার বিষয়টি সম্পর্কে কিছুটা অবগত হওয়া যাবে।
আল্লাহ পাক-এর হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন,
من تمسكى بسنتى عند فساد امتى فله اجر مائة شهيد.
অর্থঃ “যে ব্যক্তি আমার সুন্নতকে মুহব্বত করলো সে যেন আমাকেই মুহব্বত করলো। যে ব্যক্তি আমাকে মুহব্বত করবে সে আমার সাথে জান্নাতে থাকবে।
তিনি আরো ইরশাদ করেন,
من تمسكى بسنتى عند فساد امتى فله اجر مائة شهيد.
অর্থঃ “যে ব্যক্তি আমার উম্মতের ফিৎনা ফাসাদের যুগে আমার একটি সুন্নতকে আঁকড়িয়ে থাকবে সে একশত শহীদের প্রতিদান পাবে।”
তিনি আরো বলেছেন,
كل امتتى يدخلون الجنة الا من ابى قيل ومن ابى يا رسول الله صلى الله عليه وسلم قال من اطاعنى دخل الجنة ومن عصانى فقد ابى.
অর্থঃ “আমার প্রত্যেক উম্মতই জান্নাতে প্রবেশ করবে। তবে যে ব্যক্তি আমাকে অস্বীকার করবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহ পাক-এর হাবীব, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! কোন ব্যক্তি আপনাকে অস্বীকার করলো? তিনি বললেন, যে আমার ইতায়াত (অনুসরণ) করবে সে জান্নাতে প্রবেশ করবে। আর যে ব্যক্তি ইতায়াত (অনুসরণ) করবে না সে মূলতঃ আমাকে অস্বীকার করলো।”
তিনি আরো ইরশাদ করেন,
من احيا سنتى فقد احيانى ومن احيانى كان معى فى الجنة.
অর্থঃ “যে ব্যক্তি আমার সুন্নতকে জিন্দা করলো সে যেন আমাকেই জিন্দা করলো। আর যে আমাকে জিন্দা করলো সে আমার সাথে জান্নাতে অবস্থান করবে।”
আল্লাহ পাক ইরশাদ করেন,
لقد كان لكم فى رسول الله اسوة حسنة.
অর্থঃ “তোমাদের জন্য তোমাদের রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর মধ্যে উত্তম আদর্শ রয়েছে। ” (সূরা আহযাব-২১)
আল্লাহ পাক আরো বলেন,
من يطع الله رسوله فقد فاز فوزا عظيما.
অর্থঃ যে ব্যক্তি আল্লাহ পাক এবং তাঁর রসূল হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর ইতায়াত করলো সে বিরাট সফলতা লাভ করলো। (সূরা আহযান-৭১)
(চলবে)