হাদীছ শরীফ-এ ইরশাদ হয়েছে-
عن ابى امامة رضى الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اما شعرت ان الله عز وجل قد زوجنى فى الجنة مريم بنت عمران وكلثوم اخت موسى عليه السلام وامرأة فرعون
অর্থ: হযরত আবু উমামা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু হতে বর্ণিত। নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, “তুমি কি জান! মহান আল্লাহ পাক জান্নাতের মধ্যে হযরত মারইয়াম বিনতে ইমরান আলাইহাস সালাম উনাকে, হযরত মূসা কালীমুল্লাহ আলইহিস সালাম উনার বোন হযরত কুলসুম আলাইহাস সালাম উনাকে ও হযরত আছিয়া আলাইহাস সালাম উনাকে আমার আহলিয়া করে দিবেন।” (ত্ববরানী, কানযুল উম্মাল)
আলোচ্য হাদীছ শরীফ-এর ব্যাখ্যায় মুহাদ্দিছীনে কিরামগণ বর্ণনা করেছেন, আল্লাহ পাক উনার হাবীব, নবীদের নবী, রসূলদের রসূল, নূরে মুজাসসাম হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন যমীনে তাশরীফ আনেন তখন উনার খিদমত করার জন্য মহান আল্লাহ পাক পূর্ববর্তী কয়েকজন জান্নাতী রমনী আলাইহিন্নাস সালাম উনাদেরকে হযরত আমিনা আলাইহাস সালাম উনার নিকট প্রেরণ করেন। যখন মহান আল্লাহ পাক উনাদেরকে হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, উনার মুবারক খিদমতে আসার জন্য বললেন তখন হযরত মারইয়াম আলাইহাস সালাম, হযরত কুলসুম আলাইহাস সালাম ও হযরত আছিয়া আলাইহাস সালাম আরজু করে বলেছিলেন, হে আল্লাহ পাক রব্বুল আলামীন! দয়া করে আমাদেরকে জান্নাতেও আপনার হাবীব, নবীদের নবী, রসূলদের রসূল, সাইয়্যিদুল কাওনাইন ওয়া সাকালাইন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক ছোহবতে থাকার তাওফিক দিন। মহান আল্লাহ পাক উনাদের আরজু কবুল করলেন। ছাহিবে ইলমে গইব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উক্ত বিষয় জানার কারণেই বর্ণিত হাদীছ শরীফ বর্ণনা করেছেন।
উল্লেখ্য যে, দুনিয়াবী দৃষ্টিতে যাঁরা আল্লাহ পাক উনার হাবীব নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক আহলিয়া হিসেবে ছিলেন তথা হযরত উম্মাহাতুল মু’মিনীন রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুন্নাগণ উনারাও জান্নাতে আল্লাহ পাক উনার হাবীব নবীদের নবী, রসূলদের রসূল, নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক ছোহবতে থাকবেন।
মহান আল্লাহ পাক কুল-কায়িনাতের সকল মাখলূকাতকে উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সীমাহীন মুবারক শান, মান উপলব্ধি করার তাওফিক দান করুন ও আমাদেরকে জান্নাতে উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, উনার গোলামী করার তাওফিক দান করুন। আমীন।
মুসাম্মত উম্মু ইরফান