(ধারাবাহিক)
এই ধরনের লোকদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন,
ويحسبون انهم على شئ الا انهم هم الكذبون استحوذ عليهم الشيطن فانسهم ذكر الله اولئك حزب الشيطن الا ان حزب الشيطن هم الخسرون.
“তারা মনে করে যে, তারা কিছু একটা হয়েছে। বড় কিছু একটা সম্পদ অর্জন করেছে, কিন্তু প্রকৃত কথা এই যে, এই ধারণা ও বিশ্বাস সম্পূর্ণ মিথ্যা। তারা শয়তানের প্রভাবে পড়েছে। শয়তান তাদেরকে আল্লাহ পাক-এর যিকির ও কথা ভুলিয়ে দিয়েছে। ফলে তারা শয়তানের দলভুক্ত হয়েছে। নিশ্চয়ই জেনে রাখ, যারা শয়তানের দলভুক্ত হয়েছে, তাদের জীবন ব্যর্থ, ধ্বংস ও ক্ষতিগ্রস্থ হয়েছে।” (সূরা মুজাদালাহঃ ১৮ ও ১৯)
উর্দূ কম্পোজ করতে হবে
অর্থাৎ- “সাইয়্যিদুনা হযরত মুজাদ্দিদে আলফে ছানী রহমতুল্লাহি আলাইহি বলেছেন, আমার একজন দোস্ত (মুরীদ) দেখতে পেয়েছিলেন যে, শয়তান মানুষকে গোমরাহ ও পাপ পথে চলবার জন্যে কুমন্ত্রণা দেয়া থেকে বিরত হয়ে নিশ্চিন্ত হয়ে বসে আছে। এর কারণ জিজ্ঞাসা করায় শয়তান উত্তরে বলেছে, এই যামানার উলামায়ে ‘ছূ’ এই কাজে আমাকে খুব বেশী সাহায্য করেছে। কাজেই আমি নিশ্চিন্ত বসে আছি।”
হযরত মুজাদ্দিদে আলছে ছানী রহমতুল্লাহি বলেছেন,
উর্দূ কম্পোজ করতে হবে
অর্থাৎ- “সত্য বলতে কি, এই যামানায় যত খারাবী পয়দা হয়েছে, শরীয়ত জারীর কাজে ত্রুটি হচ্ছে, শরীয়তকে পরিবর্তন করা হচ্ছে, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর তরীক্বা জারী হচ্ছেনা বরং তাকে অচল অথর্ব বলে বাদ দেয়া হচ্ছে এসবই হচ্ছে উলামায়ে ‘ছূ’ যারা তাদেরই কারণে, তাদের নিয়ত ও দিল খারাপ হয়ে যাওয়ার কারণে।”
স্মর্তব্য যে, দিল যখন নষ্ট, তখন ইল্ম দেহের উপর ক্রিয়া করবে। আর দেহের উপর ইলমের ক্রিয়া মানেই- দিলের জন্য বিক্রিয়া, ফলে ঐ ইল্ম তখন يار شود বা উপকারী বন্ধু না হয়ে مار شود বা বিষধর সাপে পরিণত হবে।
সাইয়্যিদুনা হযরত মুজাদ্দিদে আলফে ছানী রহমতুল্লাহি আলাইহি বলেন,
উর্দূ কম্পোজ করতে হবে
অর্থঃ- “অবশ্য যেসব আলিমের দুনিয়ার প্রতি কোন লালসা নেই এবং তাঁরা মালের মুহব্বত, নেতৃত্ব ও কর্তৃত্বের মুহব্বত এবং পদ গৌরবের মোহ হতে ঊর্ধ্বে উঠতে পেরেছেন, তাঁরা দুনিয়াদার আলিম নন। তাঁরা দ্বীনদার আলিম। প্রকৃত প্রস্তাবে তাঁরাই উলামায়ে আখিরাত এবং উলামায়ে দ্বীন। তাঁরাই প্রকৃত নায়িবে নবী এবং ওয়ারাছাতুল আম্বিয়া এবং তাঁরাই নবীদের পরে শ্রেষ্ঠতম মানুষ। নবীদের মধ্যে এবং তাঁদের মধ্যে মাত্র একটি দরজার পার্থক্য। কাল ক্বিয়ামতের মাঠে তাঁদের দোয়াতের কালি শহীদগণের বুকের রক্তের সঙ্গে ওজন করা হবে এবং তাদের কালির পাল্লা শহীদদের রক্তের চেয়ে ভারী প্রমাণিত হবে। (অসমাপ্ত)
তাফসীরুল কুরআন: পুরুষ জাতিকে নারী জাতির উপর প্রাধান্য দেয়া হয়েছে
তাফসীরুল কুরআন: পুরুষ জাতিকে নারী জাতির উপর প্রাধান্য দেয়া হয়েছে
তাফসীরুল কুরআন- পুরুষ জাতিকে নারী জাতির উপর প্রাধান্য দেয়া হয়েছে
তাফসীরুল কুরআন: উলামায়ে ‘ছূ’রা শরীয়ত ও চরিত্র ধ্বংসের মূল হোতা
তাফসীরুল কুরআন: উলামায়ে ‘ছূ’রা শরীয়ত ও চরিত্র ধ্বংসের মূল হোতা