তাফসীরুল কুরআন: পুরুষদেরকে নারীদের উপর শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে

সংখ্যা: ১৩৩তম সংখ্যা | বিভাগ:

 পীরে কামিল, হাফিয, ক্বারী, মুফতী, আলহাজ্ব হযরত মাওলানা মুহম্মদ শামসুদ্দোহা

(ধারাবাহিক)    হাদীছ শরীফের কিতাব ‘মিশকাত শরীফে’ বর্ণিত রয়েছে, সাইয়্যিদুনা হযরত হুযাইফা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত। তিনি বলেছেন,

سمعت رسول الله صلى الله عليه وسلم يقول فى خطبته الخمر جماع الاثم والنساء حبائل الشيطان وحب الدنيا رأس كل خطيئة قال سمعته يقول اخروا النساء حيث اخرهن الله.

অর্থঃ- “আমি রসূলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, একদা তিনি এক ভাষণে বলেন, শরাব বা মদ হলো পাপের সমষ্টি। নারী সম্প্রদায় শয়তানের রশি বা ফাঁদ। দুনিয়ার মুহব্বত সকল পাপের মূল। বর্ণনাকারী বলেন, আমি তাঁকে এটাও বলতে শুনেছি যে, তোমরা নারীদেরকে পিছনে সরিয়ে রাখ যেভাবে আল্লাহ পাক তাদেরকে পিছনে রেখেছেন।”     ‘শরাব বা মদ হলো পাপের সমষ্টি।’ অর্থাৎ শরাব পান করলে আক্বল-বুদ্ধি লোপ পায়। যখন আক্বল-বুদ্ধিই চলে যায় তখন আর পাপ থেকে কিসে বাধা দিবে? ফলে, শরাব পানে মত্ত-মাতাল ব্যক্তি মানুষ হত্যা এমনকি স্বীয় মা-ভগ্নির সাথে ব্যভিচার পর্যন্ত করতে পারে।     ‘নারী সম্প্রদায় শয়তানের রশি বা ফাঁদ।’ অর্থাৎ জাহান্নামী শয়তান নারীর মাধ্যমে বড় বড় মুত্তাক্বীকে শিকার করে থাকে। বালআম ইবনে বাউর-এর ন্যায় মুত্তাক্বী ব্যক্তিকেও নারীর কারণেই ধ্বংস করা হয়েছে। দুনিয়ার প্রথম হত্যাকা- অর্থাৎ হাবীলের নিহত হওয়ার কারণও ঐ নারীই। ‘বুস্তানুল আরিফীন’ কিতাবের ৩৮ পৃষ্ঠায় হযরত আ’তা রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত আছে, ইবলিস বলেছিল, আয় আল্লাহ পাক! আপনি আমাকে হযরত আদম আলাইহিস্ সালাম-এর কারণে জান্নাত থেকে বের করে দিলেন। এখন আমার ঘর কোথায় হবে? আল্লাহ পাক বললেন, গোসলখানায়। ইবলিস বললো, আমার বৈঠকখানা কোথায় হবে? আল্লাহ পাক বললেন, বাজারে। সে আবার বললো, আমি কি পাঠ করবো? আল্লাহ পাক বললেন, কবিতা। সে পুনরায় বললো, আমার রশি কি হবে? আল্লাহ পাক বললেন, নারী। সে আবার বললো, আমি কি কথা বলবো? আল্লাহ পাক বললেন, গীবত ও মিথ্যা। সে পুনরায় বললো, আমি লিখবো কোথায়? আল্লাহ পাক বললেন, স্ত্রীলোকের চেহারায়।”  হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,

من بعدى فتنة اضر على الرجال من النساء.

অর্থঃ- “আমার পরে পুরুষদের জন্য সবচেয়ে বড় ফিৎনার বস্তু হলো মহিলা।” (বুখারী শরীফ)    ‘দুনিয়ার মুহব্বত সকল পাপের মূল।’ অর্থাৎ দুনিয়ার প্রতি আসক্তির কারণেই মানুষ পদে পদে প্রতিটি মাধ্যম দ্বারাই দুনিয়ার বৈভব অর্জনের চেষ্টা চালায়, প্রয়োজনে দ্বীনকেও দুনিয়ার জন্য কুরবান করে দেয়। এমনকি এ ধরণের মানুষ শুধুমাত্র দুনিয়া হাছিলের জন্য সব ধরণের গুণাহ্, খুন-খারাবী, হত্যাযজ্ঞ পর্যন্ত ঘটাতে দ্বিধা করে না। ফিরআউন, সাদ্দাদ, নমরূদ, ইয়াযিদের মতো কুলাঙ্গার ব্যক্তিরা দুনিয়া আসক্তির কারণেই নিকৃষ্ট ঐসব গুণাহ্ করে বিদায় নিয়েছে। ‘বর্ণনাকারী বলেন, আমি এটাও বলতে শুনেছি, তোমরা নারীদেরকে পিছনে সরিয়ে রাখ- যেভাবে আল্লাহ পাক তাদেরকে পিছনে রেখেছেন।’ অর্থাৎ নামাযে, যিকিরে, হুকুমে, দরজা বা মর্তবায় মহিলাদেরকে পুরুষদের পিছনে রাখ, তাদের ইমাম বানিও না। স্বামী-স্ত্রী একত্রে জামায়াতে নামায পড়া কালেও স্ত্রীকে স্বামীর পিছনের কাতারে দাঁড়াতে হবে। তাদেরকে বাদশাহ বা বিচারক বানিও না।

  (অসমাপ্ত)

তাফসীরুল কুরআন: মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালনই সর্বশ্রেষ্ঠ আমল

তাফসীরুল কুআন পুরুষদেরকে নারীদের উপর শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে -মাওলানা শামসুদ্দোহা

তাফসীরুল কুআন: পুরুষদেরকে নারীদের উপর শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে

তাফসীরুল কুরআন পুরুষদেরকে নারীদের উপর শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে

তাফসীরুল কুরআন পুরুষদেরকে নারীদের উপর শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে