তাফসীরুল কুরআন যে কোনো ধরণের যুলূম বা অত্যাচার ছারাছার হারাম এবং কঠোর শাস্তিযোগ্য- ৪

সংখ্যা: ১৫৯তম সংখ্যা | বিভাগ:

পীরে কামিল, হাফিয, ক্বারী, মুফতী, আলহাজ্ব হযরত মাওলানা মুহম্মদ শামসুদ্দোহা

(পূর্ব প্রকাশিতের পর)

“বুখারী শরীফে” বর্ণিত রয়েছে,

عن عبد الله بن عمرو بن العاص رضى الله تعالى عنه قال كان على تقل النبى صلى الله عليه وسلم رجل يقال له كر كرة فمات فقال رسول الله صلى الله عليه وسلم هو فى النار فذ هبوا ينظرون اليه فوجدوا عباءة قد غلها.

অর্থঃ- “সাইয়্যিদুনা হযরত আব্দুল্লাহ ইবনে আমর রদ্বিয়াল্লাহু তায়ালা হতে বর্ণিত। তিনি বলেন, কিরকিরা নামক এক ব্যক্তি নবী করীম ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সামানপত্রের দায়িত্বে ছিল। তিনি ইন্তিকাল করলে রসূলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, সে দোযখে যাবে। তাঁরা (ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমগণ) তার বাড়িতে খোজ খবর নিতে গেলেন (কেন সে দোযখী হলো)  তাঁরা তার ঘরে একটি আবা (এক প্রকারের পোশাক) পেলেন। সে এটা আত্মসাৎ করেছিলো।”

عن ابى هريرة رضى الله تعالى عنه عن النبى صلى الله عليه وسلم قال من كانت عنده مظلمة لاخيه من عر ضه او من شيئ فليتحلله منه اليوم قبل ان لا يكون دينار  ولا درهم ان كان له عمل صالح اخذمنه بقدر مظلمته وان لم تكن له حسنات اخذ من سيئا ت صاحبه فحمل عليه.

অর্থঃ সাইয়্যিদুনা হযরত আবু হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়লা হতে বর্ণিত। নবী করীম ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি তার অপর ভাইয়ের মান-ইজ্জতের উপর অথবা অন্য কিছুর উপর যুলুম করে তাহলে সে যেন আজই টাকা- পয়সা শেষ হওয়ার পূর্বেই (অর্থাৎ মৃত্যুর পূর্বেই) তার কাছে ক্ষমা চেয়ে নেয়। অন্যথায় (ক্বিয়ামতের দিন) তার যুলুমের সমপরিমাণ নেকী তার কাছ থেকে নিয়ে নেয়া হবে। যদি তার নেকী না থাকে তবে প্রতিপক্ষের প্রতি যুলুমের সমপরিমাণ গুনাহ তাকে বহন করতে হবে।” (বুখারী শরীফ)

عن ابى حميد عبد الرحمن بن سعد السا عدى رضى الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والله لا يأخذ احد منكم شيئا بغير حقه الا لقى الله تعالى يحمله يوم القيا مة فلا اعر فن احدا منكم لقى الله يحمل بعيرا له ر غاء او بقرة لها خوار اوشاة تعير.

অর্থঃ সাইয়্যিদুনা হযরত আবু হুমাইদ আব্দুর রহমান ইবনে সাদ আস সাইদী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু হতে বর্ণিত রয়েছে। হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, আল্লাহ পাক-এর শপথ! তোমাদের কোন ব্যক্তি অবৈধভাবে কোন কিছু গ্রহণ করলে, ক্বিয়ামতের দিন সে তা বহন করে আল্লাহ পাক-এর সামনে হাযির হবে। । অতএব আমি তোমাদের কাউকে আল্লাহ পাক এর- দরবারে এই অবস্থায় উপস্থিত হতে দেখতে চাইনা যে, সে উট বহন করবে আর তা আওয়াজ করতে থাকবে অথবা গাভী বহন করে নিয়ে আসবে আর তা হাম্বা হাম্বা করতে থাকবে অথবা বকরী বহন করে নিয়ে আসবে আর তা ভ্যাঁ ভ্যাঁ করতে থাকবে। (বুখারী ও মুসলিম)

(চলবে)

তাফসীরুল কুরআন: উলামায়ে ‘ছূ’রা শরীয়ত ও চরিত্র ধ্বংসের মূল হোতা

তাফসীরুল কুরআন: উলামায়ে ‘ছূ’রা গোমরাহীর মূল হোতা

তাফসীরুল কুরআন: উলামায়ে ‘ছূ’রা গোমরাহীর মূল হোতা

তাফসীরুল কুরআন: উলামায়ে ‘ছূ’রা গোমরাহীর মূল হোতা

তাফসীরুল কুরআন: উলামায়ে ‘ছূ’রা গোমরাহীর মূল হোতা