তাফসীরুল কুরআন সুন্নতের পরিপূর্ণ আনুগত্য ব্যতীত ইস্তিক্বামতের উপর চলা অসম্ভব- ৪

সংখ্যা: ১৫১তম সংখ্যা | বিভাগ:

পীরে কামিল, হাফিয, ক্বারী, মুফতী, আলহাজ্ব হযরত মাওলানা মুহম্মদ শামসুদ্দোহা

وان كلا لما ليوفينهم ربك اعمالهم انه بما يعملون خبير. فاستقم كما امرت الخ.

তরজমাঃ আর যখন সময় আসবে, তখন আপনার প্রতিপালক তাদের প্রত্যেককে তাদের নিজ নিজ কর্মের প্রতিদান অবশ্যই পুরোপুরি দিবেন। নিশ্চয়ই তিনি, তারা যা করে সে বিষয়ে পূর্ণ খবর অবহিত আছেন। অতএব, (হে আমার অনিন্দ্য সুন্দর, হাবীব পেয়ারা রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!) আপনি স্থির থাকতে বলূন যেভাবে আপনি নির্দেশিত হয়েছেন ……।” (সূরা হুদ-১১১, ১১২, ১১৩ ও ১১৪) (ধারাবাহিক)

والرابع: غض البصر عن المحرمات لقوله تعالى قل للمؤمنين يغضوا من ابصارهم.

চতুর্থতঃ হারাম বিষয়াবলী দর্শন করা হতে চোখকে হিফাযত করা। যেমন আল্লাহ পাক ইরশাদ করেছেন, “আপনি ঈমানদারদেরকে বলে দিন তারা যেনো তাদের দৃষ্টিকে সংযত রাখে। (সূরা নূর-৩০)

والخامس: صدق اللسان لقو له تعالى واذا قلتم فاعد لوا.

পঞ্চমতঃ জীহ্বাকে সংযত করা। অর্থাৎ সদাসর্বদা সত্য কথায় অভ্যস্ত হওয়া। যেমন আল্লাহ পাক ইরশাদ করেছেন, “যখন তোমরা কথা বলবে তখন আদল-ইনছাফ বা ন্যায় পরায়ণতা বজায় রাখবে।” (সূরা আন’য়াম-১৫২)

والسا دس: الانفاق فى سبيل الله لقو له تعا لى انفقوا من طيبت ما كسبتم.

ষষ্ঠতঃ আল্লাহ পাক-এর মনোনীত রাস্তায় হালাল মাল ব্যয় করার ব্যাপারে তৎপর থাকা। যেমনটি আল্লাহ পাক ইরশাদ করেছেন, “হে ঈমানদারগণ! তোমরা যা উপার্জন করো ওগুলোর মধ্যে যা তইয়্যিব বা হালাল ও পছন্দনীয় তা থেকে ব্যয় করো।” (সূরা বাক্বারাহ-২৬৭)

والسا بع: ان لايسرف لقو له تعالى ولا تبذر تبذيرا.

সপ্তমতঃ “তাবযীর’ বা অপচয় না করা। যেমনটি ইরশাদ হয়েছে, এবং কিছুতেই অপচয় করোনা।” (সূরা বানী ইসরাইল-২৬)

والثا من: ان لايطلب العلو والكبر لبفسه لقوله تعا لى تلك الدار الاخرة نجعلها للذين لايربدون علوا فى الارض ولا فسادا والعا قبة للمتقين.

অষ্টমতঃ দাম্ভিকতা ও বড়ত্ব দাবি করা থেকে বিরত থাকা। যেমন ইরশাদ হয়েছে, “এটা আখিরাতের সেই আবাস, যা আমি তাদের জন্য নির্দিষ্ট করেছি। যারা পৃথিবীতে ঔদ্ধত্য প্রকাশ করতে ও ফ্যাসাদ সৃষ্টি করতে চায়না। আর শুভ পরিণামতো খোদাভীরুদের জন্য। (সূরা ক্বসাস-৮৩)

والتاسع: المحا فظة على الصلوات الخمس لقوله تعالى حافظوا على الصلوت والصلوة الوسطى.

নবমঃ পাঁচ ওয়াক্ত যথারীতি নামায আদায় করা। যেমন আল্লাহ পাক বলেছেন, “তোমরা সমস্ত নামাযের প্রতি যত্নবান হবে, বিশেষ করে মধ্যবর্তী নামাযের প্রতি।” (সূরা বাক্বারাহ-২৩৮)

والعاشر: الاستقا مة على اعتقاد اهل السنة والجماعة لقوله تعالى وان هذا صراطى مستقيما فاتبعوه ولاتتبعوا السبل.

দশমঃ আহলে সুন্নাত ওয়াল জামা’আত আক্বীদা বিশ্বাসে স্থির থাকা। যেমন, ইরশাদ হয়েছে, “আর এটিই আমার সরল সহজ পথ, অতএব তোমরা এপথেই চলো এবং অন্যান্য পথে চলো না।” (সূরা আন’আম-১৫৩)

 (অসমাপ্ত)

তাফসীরুল কুরআন: উলামায়ে ‘ছূ’রা শরীয়ত ও চরিত্র ধ্বংসের মূল হোতা

তাফসীরুল কুরআন: উলামায়ে ‘ছূ’রা গোমরাহীর মূল হোতা

তাফসীরুল কুরআন: উলামায়ে ‘ছূ’রা গোমরাহীর মূল হোতা

তাফসীরুল কুরআন: উলামায়ে ‘ছূ’রা গোমরাহীর মূল হোতা

তাফসীরুল কুরআন: উলামায়ে ‘ছূ’রা গোমরাহীর মূল হোতা