মাহমুদা খাতুন, জয়পুরহাট
সুওয়াল: ধর্ম ভাই, ধর্ম বাপ, ধর্ম মামা, ধর্ম চাচা এদের সাথে দেখা সাক্ষাত করা জায়িয আছে কি?
জাওয়াব: কোন বেগানা মহিলার জন্য উল্লেখিত ব্যক্তিরা বেগানা পুরুষ হিসেবে ধর্তব্য। তাই তাদেরকে দেখা দেয়া জায়িয নয়, বরং হারাম।
(কুরআন শরীফ-এর অনেক আয়াত শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিযী শরীফ, মিশকাত শরীফ, কুদুরী, হিদায়া, হিদায়া, শরহুল বিক্বায়াহ ইত্যাদি)