পূর্ব প্রকাশিতের পর
মুবারক শৈশব ও কৈশোর থেকেই সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম উনার সুন্নত মুবারক এবং শরয়ী পর্দা পালনেরএকনিষ্ঠ অভ্যস্ততা:
পূর্ব প্রকাশিত পবিত্র হাদীছ শরীফ উনার সম্মানিত আমল মুবারক জীবনে বাস্তবায়ন করতে গিয়ে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম, আখাছছুল খাছ হযরত আউলিয়া কিরাম রহমতুল্লাহি আলাইহিম, মহান মুজাদ্দিদ রহমতুল্লাহি আলাইহিম, গউস, কুতুব-আবদাল, নজীব-নুজাবা, নক্বীব-নুক্বাবা, ইমাম-মুজতাহিদ রহমতুল্লাহি আলাইহিম উনারা প্রত্যেকেই আপন আপন অবস্থান অনুযায়ী পবিত্রতম দরূদ শরীফ পাঠ, পবিত্রতম ক্বিয়াম শরীফ, পবিত্রতম মীলাদ শরীফ পাঠ এবং সম্মানিত সুন্নত শরীফ উনাদের সূক্ষ্মাতিসূক্ষ্ম ও পুঙ্খানুপুঙ্খ অনুসরণসহ মুবারক জীবনব্যাপী সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাপবিত্রতম ছানা-ছিফত মুবারক করেছেন, শান-মান, মর্যাদা-মাক্বাম বর্ণনা করেছেন এবং হাক্বীক্বীভাবে পালন করার আপ্রাণ কোশেশ করেছেন। সুবহানাল্লাহ!
ওলীয়ে মাদারযাদ, আওলাদে রসূল, ক্বায়িম-মাক্বাম উম্মু রসূলিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, উম্মু সাইয়্যিদে মুজাদ্দিদিদিল আ’যম আলাইহিস সালাম, জাদ্দাতু হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম, আখাছছুল খাছ আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম তিনি উপরোক্ত মুবারক সকল বিষয় মুবারক মন ও মননে ধারণ, অনুধাবন, করেছেন এবং পবিত্রতম বিছাল শরীফ অবধি দায়িমীভাবে আমল করেছেন। সুবহানাল্লাহ!
অর্থাৎ সাইয্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম তিনি উনার সমগ্র মুবারক জীবন নির্বাহে যাবতীয় কার্যাদি পরিপূর্ণরূপে শরয়ী পর্দাপালনসহ পবিত্র সুন্নাহ শরীফ তথা সম্মানিত শরীয়ত অনুযায়ী পবিত্রতম হায়াতে যিন্দেগী মুবারক উনার প্রতিটি মুহূর্ত অতিক্রম করেছেন। এ কারণেই তিনি উপরোক্ত পবিত্র হাদীছ শরীফ উনার পরিপূর্ণ মিছদাক্ব। সুবহানাল্লাহ! (চলবে)
হযরত মুর্শিদ ক্বিবলা ও মুরীদের সম্পর্ক প্রসঙ্গে (২৫৪) ছবর উনার মাক্বাম এবং তা হাছিলের পন্থা-পদ্ধতি