বিশ্ব সমাদৃত, হযরত আউলিয়া-ই-কিরাম রহমতুল্লাহি  আলাইহিমগণের অনুপম মুবারক চরিত গ্রন্থ আখবারুল আখইয়ার- (৯৫)

সংখ্যা: ১৩৫তম সংখ্যা | বিভাগ:

মূলঃ হযরত শায়খ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী,

রহমতুল্লাহি আলাইহি, ভাষান্তরঃ মুহম্মদ শামসুল আলম

(ধারাবাহিক) মানুষের মধ্যে আরও (একটি) ওয়াকেয়া মশহুর আছে, আর তা হলো হযরত খাজা কুতুবুদ্দীন বখতিয়ার কাকী রহমতুল্লাহি আলাইহি এবং হযরত ছূফী বদনী রহমতুল্লাহি আলাইহি দু’জনেই সম্রাট চেঙ্গিস খানের হাতে গ্রেফতার হয়ে তার কয়েদ খানায় চলে গেলেন। একদিন কয়েদখানার সমস্ত কয়েদী ক্ষুধার তাড়না এবং পানির পিপাসায় কাতরাচ্ছিলেন। তখন খাজা ছাহেব রহমতুল্লাহি আলাইহি’র কারামতের বদৌলতে স্বীয় বগল থেকে রুটি বের করে আনলেন এবং সকল বন্দীদের মধ্যে বন্টন করে দিলেন এবং হযরত বদনী রহমতুল্লাহি আলাইহি এক লোটা (বদনা) পানি দিয়েই সমস্ত বন্দীদের পানির পিপাসা মিটালেন।  এই ঘটনার পর হতেই হযরত খাজা ছাহেব রহমতুল্লাহি আলাইহি ‘ক্বাকী’ এবং ছূফী ছাহেব রহমতুল্লাহি আলাইহি ‘বদনী’ লক্বব হিসেবে মশহুর হয়ে গেলেন। হিন্দি ভাষায় নলযুক্ত লোটাকে বদনা বলা হয়।  এরকমভাবে হযরত খাজা কুতুবুদ্দীন বখতিয়ার ক্বাকী রহমতুল্লাহি আলাইহি-এর সম্পর্কেও জানা যায় যে, তাঁর নামের সাথে সংযুক্ত ‘ক্বাকী’ লক্ববটিও এইভাবে এসেছে।  ‘কাক’ আফগানী ভাষা। আফগান ভাষায় ‘কাক’ শব্দের অর্থ ‘রুটি।’ মহান আল্লাহ পাক তাঁর প্রতি রহমত নাযিল করুন।

হযরত শায়খ শিহাবুদ্দীন খতীব  হাসুবী রহমতুল্লাহি আলাইহি জন্ম ৬২৯ হিজরী ওফাত ৭১৯ হিজরী হযরত শায়খ শিহাবুদ্দীন খতীব হাঁসুবী রহমতুল্লাহি আলাইহি সম্পর্কে হযরত নিযামুদ্দীন আওলিয়া রহমতুল্লাহি আলাইহি বলেন, তিনি সকলের প্রিয় ছিলেন এবং সকল সময় রাত্রে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা বাক্বারা তিলাওয়াত করে শয়ন করতেন।  এ সম্পর্কে তাঁরই জবান মুবারকে একটি হেকায়েত এইভাবে বর্ণিত  আছে, তিনি বলেন, এক রাত্রিতে আমি সূরা বাক্বারা তিলাওয়াত করছিলাম। এমন সময় ঘরের এক কোন থেকে এই আওয়াজ ভেসে আসলো- তুমি আমার গুপ্তভেদ হাছিল করার জন্য আগমন করছো অন্যথায় তুমি আমার থেকে দূরেই অবস্থান করতে। আমি তো তোমার সাথে দোস্তী, মুহব্বত রাখি এবং তুমি আমার রহস্য, গুপ্তভেদের রাস্তা থেকে দূরে নও। যেই সময় এই আওয়াজ ভেসে আসলো তখন ঘরের সকলেই নিদ্রামগ্ন ছিলো। আমি তো ভীষণ চিন্তা-পেরেশানীর মধ্যে রয়ে গেলাম। এই নেদাটা কোত্থেকে আসছে? এবং ঘরের লোকদের মধ্যে কেউই এটা ভাবতে পারেনি।  হযরত শায়খ রহমতুল্লাহি আলাইহি দ্বিতীয়বার আবার এই আওয়াজ শ্রবণ করলেন। এবার তিনি আল্লাহ পাক-এর নিকট আরজ করলেন, আয় আমার আল্লাহ! আমি আপনার সকল এবং অধিকাংশ হুকুম-আহকাম পালন করার (সাধ্যমত চেষ্টা) করতেছি। আশা রাখি আপনিও আমার মনস্কামনা পুরনার্থে আপনার রহমতের হাত বাড়িয়ে দিবেন। যখন আমার ইন্তেকাল হবে তখন হযরত আজরাঈল আলাইহিস্ সালাম এবং অন্য যে কোন ফেরেশ্তা যাতে আমার পাশে না থাকে। আপনার জাত এবং আপনিই শুধু আমার নিকটে থাকবেন এটাই আমার বাসনা। পরিশেষে হযরত শায়খ রহমতুল্লাহি আলাইহি-এর দিলের কামনা-বাসনা অনুযায়ীই তাঁর বেছাল হয়েছে। আল্লাহ রব্বুল আলামীন তাঁর উপর রহমত নাযিল করুন। হযরত শায়খ আহমদ বাদায়ূনী  রহমতুল্লাহি আলাইহি জন্ম ৭০১ হিজরী ওফাত ৭৬৯ হিজরী হযরত শায়খ আহমদ বাদায়ূনী রহমতুল্লাহি আলাইহি সম্পর্কে হযরত নিজামুদ্দীন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি বলেন, হযরত শায়খ আহমদ রহমতুল্লাহি আলাইহি আমার বন্ধুদের মধ্যে গণ্য ছিলেন। অত্যন্ত নেক্কার, ছালেহ এবং দরবেশদের মুহব্বতকারী ও আবদাল শ্রেণীর বুযূর্গ ছিলেন। যদিও তিনি জাহিরী কোন পড়াশোনা করেননি। কিন্তু দিনরাত তাঁর কাজ ছিল শরয়ী মাসয়ালা-মাসায়িল সম্পর্কে আলোচনা করা। ইন্তিকালের পর আমি তাঁকে স্বপ্নে দর্শন করলাম এবং তাঁর সাথে আমার সাক্ষাত হলো। তিনি তাঁর হায়াতে জিন্দিগীর অভ্যাস অনুযায়ী আমাকে শরয়ী মাসয়ালা জিজ্ঞাসা করলেন। আমি তাকে আরজ করলাম যা আপনি আমাকে সুওয়াল করছেন সেতো দুনিয়াবী জিন্দিগীর রীতিনীতির মধ্যে আবদ্ধ এবং সেটা আপনার উপস্থিতির মধ্যে। এখন তো আপনি মুর্দাদের মধ্যে শামীল। (এইজন্য আপনার এখন মাসয়ালার জবাবের জরুরত নেই।) তিনি আমার এ ধরণের উত্তর শুনে বললেন, কি? আপনিও তাহলে ওলী আল্লাহদের মুর্দা, মৃত বলে থাকেন?’ আল্লাহ পাক তাঁর প্রতি রহমত নাযিল করুন।

বিশ্ব সমাদৃত, হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিমগণের অনুপম মুবারক চরিত গ্রস্থ আখবারুল আখইয়ার- (৯০)

বিশ্ব সমাদৃত, হযরত আউলিয়া-ই-কিরাম রহমতুল্লাহি আলাইহিমগণের অনুপম মুবারক চরিত গ্রন্থ আখবারুল আখইয়ার-৯১ 

বিশ্ব সমাদৃত, হযরত আউলিয়া-ই-কিরাম রহমতুল্লাহি আলাইহিমগণের অনুপম মুবারক চরিত গ্রন্থ আখবারুল আখইয়ার-৯২  মুলঃ হযরত শায়খ আবউদল হক মুহাদ্দিসে দেহলবী রহমতুল্লাহি আলাইহি,

 বিশ্ব সমাদৃত, হযরত আউলিয়া-ই-কিরাম রহমতুল্লাহি আলাইহিমগণের অনুপম মুবারক চরিত গ্রন্থ আখবারুল আখইয়ার-৮৮ 

বিশ্ব সমাদৃত, হযরত আউলিয়া-ই-কিরাম রহমতুল্লাহি আলাইহিমগণের অনুপম মুবারক চরিত গ্রন্থ আখবারুল আখইয়ার-৯৪