বিশ্ব সমাদৃত, হযরত আওলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিমগণের অনুপম মুবারক চরিত গ্রন্থ আখবারুল আখইয়ার-১১৬

সংখ্যা: ১৫৭তম সংখ্যা | বিভাগ:

মূলঃ হযরত শায়খ আব্দুল হক মুহাদ্দিছে দেহ্লবী রহমতুল্লাহি আলাইহি -ভাষান্তরঃ মাওলানা মুহম্মদ ফজলুল হক

হযরত খাজা তকিউদ্দীন নূহ রহমতুল্লাহি আলাইহি

(৬৬৬-৬৯৯ হিজরী)

হযরত খাজা তকিউদ্দীন নূহ রহমতুল্লাহি আলাইহি খাজা নিজামুদ্দীন আওলিয়া রহমতুল্লাহি আলাইহি-এর বোনের মেয়ের ছেলে ছিলেন। তিনি পবিত্র কুরআন শরীফ-এর হাফিযও ছিলেন।

বর্ণিত আছে যে, একদা শায়খ নিজামুদ্দীন আওলিয়া রহমতুল্লাহি আলাইহি তাকে অসুস্থতার সময় ডেকে খিলাফত দিলেন ও একথা বলে নছীহত করলেন যে, তোমার যা কিছুই থাকুক না কেন তাতেই সন্তুষ্ট থাকবে ও সর্বাবস্থায় শুকরিয়া আদায় করবে। তোমার যদি কোন সম্পদও না থাকে তাতেও তুমি পেরেশান হবে না। কেননা মহান আল্লাহ পাকই হচ্ছেন দাতা, তিনি সব জরুরত পুরাকারী। কারো অকল্যান চাইবে না। কারো জুলুম-অত্যাচারের প্রতিদান দয়া ও ইহসান দ্বারা দিবে। কারো কোন জায়গীর ও অযীফা কবুল করবে না। কারণ দরবেশদের (শুধু নিজের জন্য) উহা গ্রহন করা অনুচিত। যদি তুমি আমার এ সকল কথাগুলি সুন্দরভাবে বাস্তবায়ন কর তবে রাজত্ব তোমারই কাছে আসবে।

এ মুবারক নছীহতের সময় তিনি যুবক বয়সের ছিলেন। কিন্তু খাজা নিজামুদ্দীন আওলিয়া রহমতুল্লাহি আলাইহি হায়াত মুবারকে থাকতেই তিনি বিদায় নেন এবং মহান আল্লাহ পাক-এর রহমত প্রাপ্ত হন।

হযরত সাইয়্যিদ মুহম্মদ ইবনে সাইয়্যিদ মাহমুদ কিরমানী রহমতুল্লাহি আলাইহি

(৬২৯-৭১১ হিজরী)

হযরত সাইয়্যিদ মুহম্মদ ইবনে সাইয়্যিদ মাহমুদ কিরমানী রহমতুল্লাহি আলাইহি ব্যবসার উদ্দেশ্যে কিরমান থেকে লাহোর তাশরীফ নিয়েছিলেন। সেখানে পাক পাটানে তিনি ইমামুল আইম্মাহ হযরত শায়খ ফরীদুদ্দীন মাসউদ গঞ্জে শকর রহমতুল্লাহি আলাইহি-এর সাথে সাক্ষাত করেন। সেখান থেকে তার চাচা সাইয়্যিদ আহমদ কিরমানী রহমতুল্লাহি আলাইহি-এর অবস্থানস্থল মূলতানেও যেতেন। বারংবার আসা-যাওয়ায় হযরত শায়খ ফরীদুদ্দীন মাসউদ গঞ্জে শকর রহমতুল্লাহি আলাইহি-এর সাথে গভীর মুহব্বত পয়দা হয়। শুধু এ কারণেই কিরমান শহরে যত ব্যবসা ছিল তা ছেড়ে দিয়ে তাঁর চাচা সাইয়্যিদ আহমদ কিরমানী রহমতুল্লাহি আলাইহি-এর কাছে মুলতানে চলে আসেন। সেখান থেকেই তিনি ইমামুল আইম্মাহ হযরত শায়খ ফরীদুদ্দীন মাসউদ গঞ্জে শকর রহমতুল্লাহি আলাইহি-এর নিকট বাইয়াত গ্রহনের জন্য পাক পাটান রওয়ানা করেন। তখন তার চাচা তাঁকে বলেন, শায়খুল ইসলাম হযরত বাহাউদ্দীন যাকারিয়া রহমতুল্লাহি আলাইহিও অনেক বড় বুযুর্গ ওলীআল্লাহ। উত্তরে সাইয়্যিদ মুহম্মদ রহমতুল্লাহি আলাইহি বলেন, চাচাজান! সকলের সাথে আন্তরিক মুহব্বত তৈরি হয় না। অতঃপর তিনি পাক পাটানে এসে হযরত শায়খ ফরীদুদ্দীন মাসউদ গঞ্জে শকর রহমতুল্লাহি আলাইহি-এর নিকট বাইয়াত গ্রহন করেন এবং কঠিন রিয়াজত ও মুজাহিদায় মশগুল হয়ে যান। শায়খ ফরীদুদ্দীন রহমতুল্লাহি আলাইহি-এর বিদায়ের পরেও তিনি কুতুবুল আক্বতাব হযরত শায়খ নিজামুদ্দীন আওলিয়া রহমতুল্লাহি আলাইহি-এর ছোহবত অর্জন করে তাঁর থেকে ফয়েজ প্রাপ্ত হন। শেষ পর্যন্ত তিনি খাজা নিজামুদ্দীন আওলিয়া রহমতুল্লাহি আলাইহি-এর ঘনিষ্ঠ বন্ধুতে পরিনত হন। ৭১১ হিজরীর এক জুমুয়ার রাতে তিনি মহান আল্লাহ পাক-এর দিদারে চলে যান। এবং দিল্লির চবুতরাহ ইয়ারানে তাকে দাফন করা হয়। মহান আল্লাহ পাক তাঁর প্রতি রহমত বর্ষণ করুন। (আমীন)

হযরত সাইয়্যিদ মুহম্মদ রহমতুল্লাহি আলাইহি

(৭১৯-৭৭১ হিজরী)

তিনি সাইয়্যিদ মুহম্মদ ইবনে সাইয়্যিদ মুবারক ইবনে সাইয়্যিদ মাহমুদ কিরমানী রহমতুল্লাহি আলাইহি, তিনি সিয়ারুল আওলিয়া নামে একখানা কিতাব লিখেন। যাতে চীশতিয়া তরীকার মাশায়িখগণের জীবনী মুবারক বর্ণনা করা হয়েছে। তিনি বাল্যকালেই হযরত খাজা নিজামুদ্দীন আওলিয়া রহমতুল্লাহি আলাইহি-এর নিকট বাইয়াত গ্রহন করেন। এবং শায়খের অনেক গুরুত্বপূর্ণ মজলিসেও হাযির থাকার সৌভাগ্য অর্জন করেন।

স্বীয় শায়খ রহমতুল্লাহি আলাইহি-এর বিদায়ের পরে শায়খের বিভিন্ন খলীফাগণের কাছ থেকে ফয়েজ লাভ করেন। বিশেষ করে শায়খ নাছিরুদ্দীন মাহমুদ চেরাগে দেহলভী রহমতুল্লাহি আলাইহি-এর থেকে ফয়েজ লাভ করেন। তিনি অধিকাংশ সময়ই স্বীয় শায়খ হযরত খাজা নিজামুদ্দীন আওলিয়া রহমতুল্লাহি আলাইহিকে স্বপ্ন দেখে তাঁর কাছে নতুন করে বাইয়াত হতেন। তাঁর পিতা, দাদা, সকলেই হযরত খাজা নিজামুদ্দীন আওলিয়া রহমতুল্লাহি আলাইহি-এর নিকটাত্মীয় ছিলেন। তিনি তাঁর সিয়ারুল আওলিয়া কিতাবের মধ্যে যা কিছুই লিখেছেন তা তাঁর পিতা ও দাদাগণের মাধ্যমেই লিখেছেন। মহান আল্লাহ পাক তাঁর প্রতি রহমত বর্ষণ করুন। (আমীন)

বিশ্ব সমাদৃত, হযরত আউলিয়া-ই-কিরাম রহমতুল্লাহি  আলাইহিমগণের অনুপম মুবারক চরিত গ্রন্থ আখবারুল আখইয়ার- (৯৯)

বিশ্ব সমাদৃত, হযরত আউলিয়া-ই-কিরাম রহমতুল্লাহি  আলাইহিমগণের অনুপম মুবারক চরিত গ্রন্থ আখবারুল আখইয়ার-১০১

বিশ্ব সমাদৃত, হযরত আউলিয়া-ই-কিরাম রহমতুল্লাহি  আলাইহিমগণের অনুপম মুবারক চরিত গ্রন্থ আখবারুল আখইয়ার-১০

বিশ্ব সমাদৃত, হযরত আউলিয়া-ই-কিরাম রহমতুল্লাহি  আলাইহিমগণের অনুপম মুবারক চরিত গ্রন্থ আখবারুল আখইয়ার-১০৩

বিশ্ব সমাদৃত, হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিমগণ উনাদের অনুপম মুবারক চরিত গ্রন্থ আখবারুল আখইয়ার-১০৪