বিশ্ব সমাদৃত, হযরত আওলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিমগণের অনুপম মুবারক চরিত গ্রন্থ আখবারুল আখইয়ার-১১৫

সংখ্যা: ১৫৬তম সংখ্যা | বিভাগ:

মূলঃ হযরত শায়খ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি, ভাষান্তরঃ মাওলানা ফজলুল হক

হযরত খাঁজা মুহম্মদ রহমতুল্লাহি আলাইহি

(৬৩২-৬৮০ হিঃ)

হযরত খাজা মুহম্মদ রহমতুল্লাহি আলাইহি হযরত মাওলানা বদরুদ্দীন ইসহাক রহমতুল্লাহি আলাইহি এর ছেলে এবং শায়খ ফরীদুদ্দীন মাসউদ রহমতুল্লাহি আলাইহি-এর দৌহিত্রদের মধ্য থেকে সমস্ত উলুম ও ফুনুন, ইলম ও হিকমতে তিনি বিশেষ মাহের ছিলেন। তিনি ইলমে মুছিকি ও (কাছীদা বিষয়ক জ্ঞান) জানতেন। তিনি পরিপূর্ণ আগ্রহের ও ইখলাছের সাথে ইবাদত বন্দিগী করতেন। তিনি শায়খ নিজামুদ্দীন আওলিয়া রহমতুল্লাহি আলাইহি-এর দরবার শরীফের ইমাম ছিলেন।

বর্ণিত আছে যে, তিনি হযরত শায়খ নিজামুদ্দীন আওলিয়া রহমতুল্লাহি আলাইহি-এর সমস্ত মালফুযাতসমূহ একত্রিত করে একখানা কিতাব প্রণয়ন করেন যার নাম রাখেন “আনওয়ারুল মাজালিস”।

একবার একটি ঘটনা সংঘটিত হলো। একবার হযরত আবু বকর তুসী রহমতুল্লাহি আলাইহি-এর খানকা শরীফ যা সমুদ্রের কিনারে ছিল সেখানে একটি মজলিস অনুষ্ঠিত হলো যাতে হযরত খাজা নিজামুদ্দীন আওলিয়া রহমতুল্লাহি আলাইহিও উপস্থিত ছিলেন। পাঠকরা অনেক কোশেশ করে গজল পাঠ করতে ছিলেন কিন্তু কারো কোন হাল জাহির হলো না তথা কারো কোন তাছির হলো না। তখন হযরত খাজা নিজামুদ্দীন আওলিয়া রহমতুল্লাহি আলাইহি বললেন, গজল পাঠের মজলিস শেষ করে আওলিয়ায়ে কিরামগণের জীবনী মুবারক আলোচনা কর।

যখনই বুযুর্গানে দ্বীনগণের ছানা-ছিফত শুরু হলো তখন উহা শুনে মানুষের ওয়াজদের হাল শুরু হলো। এবং শায়খ আলী ঝাম্বীলী হযরত শায়খ বদরুদ্দীন গজনবী রহমতুল্লাহি আলাইহি-এর খলীফা হযরত শায়খ নিজামুদ্দীন পানিপথী রহমতুল্লাহি আলাইহি-এর দিকে মুতাওয়াজ্জুহ হয়ে বললেন, যে (হে শায়খ) আমার ইচ্ছা যে আপনি এই সামার মজলিসে হাজির হন এবং আমাদের এই সকল গজল পাঠ ইত্যাদি আপনি শ্রবন করুন। ইতিমধ্যে খাজা নিজামুদ্দীন আওলিয়া রহমতুল্লাহি আলাইহি খাজা মুহম্মদ ইমাম রহমতুল্লাহি আলাইহিকে উক্ত মজলিস থেকে উঠার জন্য ইশারা করলেন। তখন উক্ত বুযুর্গদ্বয় স্বীয় স্থান থেকে উঠে গজল পাঠের স্থানে বসলেন ও একটি না’ত ও গজল পাঠ করা শুরু করলেন। যখন নিম্নোক্ত শে’র পর্যন্ত পৌছলেন।

“এই রাত্রে তোমরা যে সকল তত্ত্ব ও তথ্য সম্বলিত বাক্য আমার থেকে শ্রবণ করলে দিন হওয়ার পরে তোমরা সে অনুযায়ী আমল করবে।” তখন হযরত শায়খ নিজামুদ্দীন পানিপথী রহমতুল্লাহি আলাইহি ক্রন্দন করতে ছিলেন এবং অন্যান্য লোকদের উপরোক্ত বড় ধরনের তাছির হল ও তাদের সকলের মধ্যে খুব আগ্রহ পয়দা হল। মহান আল্লাহ পাক তার উপরে রহমত বর্ষন করুন। (আমীন)

হযরত খাজা আযীযুদ্দীন

ছূফী রহমতুল্লাহি আলাইহি

(৬২৭-৬৯১ হিজরী)

হযরত খাজা আযীযুদ্দীন ছূফী রহমতুল্লাহি আলাইহি-এর মাতা হযরত খাজা ফরীদুদ্দীন গন্জে শোকর রহমতুল্লাহি আলাইহি-এর কন্যা ছিলেন সে জন্য তাকে হযরত শায়খ ফরীদুদ্দীন মাসউদ গঞ্জে শোকর রহমতুল্লাহি আলাইহি-এর নাতী বলা হতো। তিনিও হযরত খাজা নিজামুদ্দীন আওলিয়া রহমতুল্লাহি আলাইহি-এর মালফুযাতসমূহ একত্রিত করে একটি মূল্যবান কিতাব প্রণয়ন করেন যার নাম রাখেন তোহফাতুল আবরার ও কারামাতুল আখবার। তিনি কাজী মুহিউদ্দীন কাশানী রহমতুল্লাহি আলাইহি-এর ছাত্র ও সাগরীদ ছিলেন। কিতাব লিখার ব্যাপারেও তিনি বেমেছাল লিখক হিসাবে সুপ্রসিদ্ধ ছিলেন।

বর্ণিত আছে যে, তিনি বলেছেন একবার আমি হযরত শায়খ নিজামুদ্দীন আওলিয়া রহমতুল্লাহি আলাইহি-এর দরবার শরীফে গিয়েছিলাম, তখন তিনি তাঁর দুই জানু মুবারক এমনভাবে রেখে বসেছিলেন যাতে তাঁর চোখ ও চেহারা মুবারক আসমানের দিকে ছিল ও মহান আল্লাহ পাক-এর গভীর ধ্যানে মশগুল ছিলেন। আমি এরূপ অবস্থা দেখে ভয় পেয়ে গেলাম যে, আমি এহেন কঠিন সময় এসেছি- এখন আমি না পারি ফিরে যেতে নাপারি কাছে বসতে।

এ অবস্থায় আমি পূর্ণ এক ঘণ্টা দাড়িয়ে ছিলাম, এ সময়ের মধ্যে শায়খের কোন খাদিমও সেখানে হাযির হননি। এরপরে শায়খ রহমতুল্লাহি আলাইহি চড়ুই পাখি যেমন ফরফর করে অনুরূপ কাদঁতে শুরু করলেন। কিছুক্ষণ পরে নিজের হাক্বীক্বী অবস্থায় ফিরে আসার পর তিনি তাঁর চক্ষু মুবারক মুছলেন ও আমাকে জিজ্ঞাসা করলেন তুমি কে? আমি উত্তরে বললাম আমি আযীযুদ্দীন। এর পরে তিনি আমার প্রতি দয়া ও অনুকম্পার দৃষ্টি দিলেন। মহান আল্লাহ পাক তাঁর প্রতি রহমত বর্ষণ করুন। (আমীন)

বিশ্ব সমাদৃত, হযরত আউলিয়া-ই-কিরাম রহমতুল্লাহি  আলাইহিমগণের অনুপম মুবারক চরিত গ্রন্থ আখবারুল আখইয়ার- (৯৯)

বিশ্ব সমাদৃত, হযরত আউলিয়া-ই-কিরাম রহমতুল্লাহি  আলাইহিমগণের অনুপম মুবারক চরিত গ্রন্থ আখবারুল আখইয়ার-১০১

বিশ্ব সমাদৃত, হযরত আউলিয়া-ই-কিরাম রহমতুল্লাহি  আলাইহিমগণের অনুপম মুবারক চরিত গ্রন্থ আখবারুল আখইয়ার-১০

বিশ্ব সমাদৃত, হযরত আউলিয়া-ই-কিরাম রহমতুল্লাহি  আলাইহিমগণের অনুপম মুবারক চরিত গ্রন্থ আখবারুল আখইয়ার-১০৩

বিশ্ব সমাদৃত, হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিমগণ উনাদের অনুপম মুবারক চরিত গ্রন্থ আখবারুল আখইয়ার-১০৪