কবি বলেছেন, ‘এই ঘরে আগুন লেগেছে ঘরেরই আগুন থেকে।’ বিদায় হজ্জের খুৎবায় আখিরী রসূল, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, যতক্ষণ তোমরা কুরআন-সুন্নাহ আকড়ে ধরবে ততক্ষণ তোমরা কামিয়াবীর শীর্ষে থাকবে। আর যখনই তা থেকে বিচ্যুত হবে তখনই লাঞ্ছিত পদদলিত হবে।” আফসুস! আজকের নামধারী উলামারা কুরআন-সুন্নাহ থেকে এতই বিচ্যুত হয়েছে, এতই দূরে সরে গেছে যে, কুরআন শরীফ অবমাননার প্রতিবাদেও তার কুরআন-সুন্নাহ বিরোধী কর্মসূচী দিচ্ছে। তথাকথিত ইসলামী ঐক্যজোট নেতা মুফতে আমিনী বলেছেন যে, সরকার কুরআন শরীফ অবমাননার প্রতিবাদ না করলে আগামী মাসে ইসলামী দলগুলোর সহযোগে লাগাতার হরতাল দেয়া হবে। (দৈনিক নয়া দিগন্ত, ৪ঠা জুন-২০০৫, ১৫ পৃষ্ঠা) হায়রে ইসলামী দল! হায় কুরআন শরীফ অবমাননার প্রতিবাদী নমুনা। কুরআন-সুন্নাহয় হরতাল সম্পূর্ণ নিষেধ। হরতাল গান্ধী প্রবর্তিত কর্মসূচী। আর সেই বিধর্মীর কর্মসূচী দিয়েই কুরআন শরীফ অবমাননা বিরোধী আন্দোলন। ইসলামকে অপুর্ণ প্রতিভাতকরণ। অথচ কুরআন শরীফের আলোকে এসব কাজও কুরআন শরীফ অবমাননার শামিল। তাই বলতে হয়, মুফতে আমিনী গং কি তাহলে মার্কিনীদের সাথে নিজেরাও কুরআন শরীফ অবমাননা করতে উদ্যত হয়েছেন?
-মুহম্মদ আলম মৃধা, ঢাকা।
বিৃটিশ গুপ্তচরের স্বীকারোক্তি এবং ওহাবী মতবাদের নেপথ্যে বিৃটিশ ভূমিকা-১৫