মুসলমানদের উপর জুলূম করলে এমন পরিণতিতেই পড়তে হয় সামান্য হ্যারিকেন ক্যাটরিনা, রিটা আর উইলমার আঘাতে কূপোকাত মার্কিনীরা বড়ই অসহায়- ২

সংখ্যা: ১৪৭তম সংখ্যা | বিভাগ:

গত সংখ্যায় এই কলামে বলা হয়েছিল “১৭শ’ বছর সারা পৃথিবী রাজত্বকারী, খোদা দাবীকারী নমরূদকে শেষ করে দিতে মহান আল্লাহ পাক-এর একটা আদনা কানা-খোড়া মশাও ব্যায় হলো না। (সুবহানাল্লাহ) …..।”

তদ্রুপ মুসলমানরা যে আল্লাহ পাককে মানেন, সে আল্লাহ পাক যে নিমিষে তাদের সব মিথ্যা গর্ব আর হুমকি কিভাবে ধূলায় ধূসারিত করে দিতে পারেন; গত ২৯ আগস্ট-২০০৫ ঈসায়ী আঘাত হানা হ্যারিকেন ক্যাটারিনা এবং গত ২৪ সেপ্টেম্বর-২০০৫ ঈসায়ী আঘাত হানা হ্যারিকেন রিটা তার নগন্য উদাহরণ মাত্র।

উল্লেখ্য, হারিকেন ক্যাটরিনা ও রিটা নিয়ে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আরো লিখা হবে। তবে এরই মধ্যে আমেরিকায় আঘাত হেনেছে আরো কয়েকটি হ্যারিকেন এমনকি দাবানলের মত গযব। আর অতি সম্প্রতি (গত ২৫শে অক্টোবর) হ্যারিকেন উইলমা।

প্রসঙ্গতঃ এ সংখ্যায় হ্যারিকেন উইলমা সম্পর্কে সংক্ষিপ্ত আলোকপাত করা হলো-

উইলমার আঘাতে ১ হাজার  কোটি ডলারের ক্ষয়ক্ষতি

ব্লুমবার্গ অনলাইন, এপিঃ উইলমার আঘাতে ফ্লোরিডায় আনুমানিক ১ হাজার কোটি ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে সোমবার হারিকেন উইলমা আঘাত হানায় কমপক্ষে ৬ জন প্রাণ হারিয়েছে। ফ্লোরিডার ৩০ লাখ ২০ হাজার গৃহ ও ব্যবসা প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিছিন্ন হয়ে পড়েছে। উপকূলীয় অঞ্চলে প্রবল জলোচ্ছ্বাসের পাশাপাশি প্রায় ১০ ইঞ্চি বৃষ্টিপাত হয়েছে এই হারিকেনের প্রভাবে। বিবিসি, এএফপি।

ঘণ্টায় ১২৫ মাইলবেগে ক্যাটাগরি তিন পর্যায়ের হারিকেন উইলমা সোমবার ফ্লোডিয়ার নেপলসের কাছে উপকূলে আঘাত হানে এরপর ক্যাটাগরি দুইয়ে প্রশমিত হয়ে হারিকেনটি আটলান্টিপক উপকুলের দিকে সরে যায়।

ফ্লোরিডার ৩০ লাখ ২০ হাজারেরও বেশি গৃহ ও  ব্যবসা প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিছিন্ন হয়ে পড়েছে এবং ৬০ লাখেরও বেশি মানুষের ওপর এই হারিকেন তার ক্ষতিকর প্রভাব রেখেছে।

যুক্তরাষ্ট্রের সর্ব দক্ষিণ এলাকা কি ওয়েস্টের পুলিশ প্রধান বিল মলডিন বলেছেন, এ অঞ্চলে বিগত ২৫ বা ৩০ বছর ধরে বসবাসকারী অনেক মানুষই গত ২৪ ঘন্টায় আলাপে বলেছে, এ পর্যন্ত তাদের দেখা সবচেয়ে মারাত্মক ঝর এটি। অন্যদিকে সোমা প্রধান পলিনসন বলেন, উইলমার থেকে বাঁচতে দেশজুড়ে ১২৪টি আশ্রয় কেন্দ্রে প্রায় ৩৬ হাজার মানুষ আশ্রয় নিয়েছে। এছাড়া রোববার উইলমা মেন্দ্রিসায় আঘাত হানার পর পুলিশ এখন সেখানে লুটপাটকারীদের নিয়ন্ত্রণে ব্যস্ত হয়ে পড়েছে।

-মুহম্মদ ওয়ালীউর রহমান, ঢাকা।

যুগের আবূ জাহিল, মুনাফিক ও দাজ্জালে কায্যাবদের বিরোধিতাই প্রমাণ করে যে, রাজারবাগ শরীফের হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী হক্ব। খারিজীপন্থী ওহাবীদের মিথ্যা অপপ্রচারের  দাঁতভাঙ্গা জবাব- ১৫

 বিৃটিশ গুপ্তচরের স্বীকারোক্তি এবং ওহাবী মতবাদের নেপথ্যে বিৃটিশ ভূমিকা-১৫ 

কোকাকোলা ও অন্যান্য কোমল পানীয় সম্পর্কে উন্মোচিত সত্য-৩

চাঁদের তারিখ নিয়ে জাহিলী যুগের বদ প্রথার পুনঃপ্রচলন॥ নিশ্চুপ উলামায়ে ‘ছূ’ ঈদ, কুরবানীসহ জামিউল ইবাদত হজ্জও হচ্ছে বরবাদ

শুধু ছবি তোলা নিয়েই বড় ধোঁকা নয়, গণতান্ত্রিক শাসনতন্ত্র চর্চা করে “ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের” নামেও তিনি মহা ধোঁকা দিচ্ছেন