রাজারবাগ শরীফে হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী আল্লাহ পাক-এর হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর হাক্বীক্বী নায়িব ও ওয়ারিছ। তাঁর বিরোধিতাকারীরা মুনাফিক, কাফির, শয়তানের অনুসারী-৯

সংখ্যা: ১৩২তম সংখ্যা | বিভাগ:

 মূলতঃ পৃথিবীর ইতিহাসে এযাবত যত নবী-রসূল আলাইহিমুস্ সালাম, হক্কানী-রব্বানী আউলিয়ায়ে কিরাম ও ইমাম-মুজতাহিদগণ অতীত হয়েছেন তন্মধ্যে একজনও দেখানো যাবে না যে, যিনি লক্বব মুবারক ব্যবহার করেননি। প্রত্যেকেই নিজের জীবদ্দশায় অসংখ্য লক্বব মুবারক ব্যবহার করেছেন।

জাহিল, ভণ্ড, প্রতারক ধর্মব্যবসায়ী যারা বলে যে, “আজ পর্যন্ত কেউ এত লক্বব ব্যবহার করেননি” তাদের এ জেহালতি মূলোৎপাটনের লক্ষ্যে শুধুমাত্র নিম্নোক্ত গুটি কয়েক কিতাবে কতিপয় সর্বজনমান্য আউলিয়ায়ে কিরাম বা ইমাম-মুজতাহিদগণের লক্বব মুবারকের সংখ্যা বর্ণনা করা হলো-

(ধারাবাহিক)

৪৭। গত ১৪০০ হিজরী শতকের মুজাদ্দিদ, হযরতুল আল্লামা আবু বুকর ছিদ্দীক্বী ফুরফুরাবী রহ্মতুল্লাহি আলাইহি-এর বিশিষ্ট খলীফা হাফিযে হাদীছ, হযরতুল আল্লামা রুহুল আমীন বশিরহাটি রহ্মতুল্লাহি আলাইহি-এর ২৮টি লক্বব মুবারক। (মজমুয়ায়ে ফতোয়ায়ে আমিনিয়া, সুন্নত ওয়াল জামায়াত)

৪৮। কুতুবুল আলম, হযরত মুহম্মদ আব্দুল হাই ছিদ্দীক্বী ফুরফুরাবী রহ্মতুল্লাহি আলাইহি-এর ২০টি লক্বব মুবারক। (হাকিকাতু মারেফাতুর রব্বানীয়া)

৪৯। কুতুবুল আলম, হযরত মুহম্মদ নাজমুস সায়াদাত ছিদ্দীক্বী ফুরফুরাবী রহ্মতুল্লাহি আলাইহি-এর ১১টি লক্বব মুবারক। (সুন্নত ওয়াল জামায়াত)

৫০। হযরতুল আল্লামা, মুফ্তী মুহম্মদ আবু জাফর ছিদ্দীক্বী ছহেব ফুরফুরাবী রহমতুল্লাহি আলাইহি-এর ১০টি লক্বব মুবারক। (সুন্নত ওয়াল জামায়াত)

৫১। মাদ্রাসায়ে আলিয়া ঢাকা-এর বিশিষ্ট মুফাস্সির, কুতুবুল আলম, হযরতুল আল্লামা শাহ ছূফী আবুল খায়ের মুহম্মদ ওয়াজীহুল্লাহ নানুপুরী রহ্মতুল্লাহি আলাইহি (আমাদের হযরত দাদা পীর ছাহেব ক্বিবলা)-এর ১৬টি লক্বব মুবারক। (ওযীফা শরীফ)

৫২। বাংলার মুলূকে ৫৫ বছর হিদায়েতের কাজ করনেওয়ালা, হাদীয়ে বাঙ্গাল, হযরত মাওলানা কারামত আলী জৌনপুরী রহ্মতুল্লাহি আলাইহি-এর ১৩টি, লক্বব মুবারক। (যখীরায়ে কারামাত, রাফ্কুস ছালিক্বীন)

৫৩। ছারছীনা শরীফের পীর, কুতুবুল আলম, হযরতুল আল্লামা নিছারুদ্দীন আহমদ রহ্মতুল্লাহি আলাইহি-এর ৩০টি লক্বব মুবারক। (ফতওয়ায়ে ছিদ্দীকিয়া )

৫৪। হযরতুল আল্লামা শরফুদ্দীন আবু আলী কলন্দর রহ্মতুল্লাহি আলাইহি-এর ৮টি লক্বব মুবারক। (দেওয়ানে আযীয)

৫৫। হযরতুল আল্লামা জালালুদ্দীন রুমী রহ্মতুল্লাহি আলাইহি-এর ১২টি লক্বব মুবারক। (দেওয়ানে আযীয)

৫৬। আল্লামা সাইয়্যিদ আব্দুল হামীদ বাগদাদী রহ্মতুল্লাহি আলাইহি-এর ৪১টি লক্বব মুবারক। (দেওয়ানে আযীয)

৫৭। হযরত শাহ্ আলী বাগদাদী রহ্মতুল্লাহি আলাইহি-এর ১৫টি লক্বব মুবারক। (দেওয়ানে আযীয)

৫৮। হযরত শাহ্ আহসানুল্লাহ্ (নারিন্দা) রহ্মতুল্লাহি আলাইহি-এর ১২টি লক্বব মুবারক। (দেওয়ানে আযীয)

৫৯। হযরত শাহ্ ছূফী খাজা শরফুদ্দীন  চীশ্তী রহ্মতুল্লাহি আলাইহি-এর ১২টি লক্বব মুবারক।  (দেওয়ানে আযীয)

৬০। হযরত শাহ্ ছূফী দায়মুল্লা রহ্মতুল্লাহি আলাইহি-এর ৯টি লক্বব মুবারক। (দেওয়ানে আযীয)

৬১। পীর ইয়েমেনী রহ্মতুল্লাহি আলাইহি-এর লক্বব মুবারক ১২টি লক্বব মুবারক। (দেওয়ানে আযীয)

৬২। সিলেটের হযরত শাহ্জালাল ইয়েমেনি রহ্মতুল্লাহি আলাইহি-এর ৯টি লক্বব মুবারক। (দেওয়ানে আযীয)

৬৩। হযরত শায়খ সাইয়্যিদ মুহিউদ্দীন ইবনুল আরাবী রহ্মতুল্লাহি আলাইহি-এর ১০টি লক্বব মুবারক। (দেওয়ানে আযীয)

৬৪। ইমাম নিশাপুরী আবু আব্দুল্লাহ মুহম্মদ রহ্মতুল্লাহি আলাইহি-এর ৬টি লক্বব মুবারক। (আত্তারগীব)

৬৫। আল জুমাল আলা শরহিল মানাহিজ রহ্মতুল্লাহি আলাইহি-এর লিখক  ৮টি লক্বব মুবারক।

  ৬৬। শায়খ আবুল হাসান কুদুরী রহ্মতুল্লাহি আলাইহি-এর ৬টি লক্বব মুবারক।

৬৭। হযরতুল আল্লামা মাহ্মুদ মুহম্মদ খত্তাব আচ্ছুবুকী রহ্মতুল্লাহি আলাইহি-এর ৮টি লক্বব মুবারক।

৬৮। হযরতুল আল্লামা আবু আলী আল ফজল আত্ তিব্রিজী রহ্মতুল্লাহি আলাইহি-এর ১৩টি লক্বব মুবারক। (আত্ তাফসীর ওয়াল মুফাসসিরুন- ২/৯৯)

৬৯। হযরতুল আল্লামা আবু জাফর মুহম্মদ ছালেহ রহ্মতুল্লাহি আলাইহি-এর ৯টি লক্বব মুবারক। (তরীকুল ইসলাম-১৩)

৭০। হযরতুল আল্লামা আবুল হাশেম রহ্মতুল্লাহি আলাইহি-এর ৯টি লক্বব মুবারক।

৭১।  রেয়া খানের ৩২টি লক্বব মুবারক। (ফতোয়ায়ে রেযবিয়া ১ম, আহাকামে শরীয়ত ৮-৯)  (চলবে)

-সাইয়্যিদ মুহম্মদ আখতারুজ্জামান, ঢাকা।

রাজারবাগ শরীফের হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী আল্লাহ পাক-এর হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর হাক্বীক্বী নায়িব ও ওয়ারিছ। তাঁর বিরোধিতাকারীরা মুনাফিক, কাফির ও শয়তানের অনুসারী- ৬

‘ইসলামের দৃষ্টিতে প্রাণীর ছবি তোলা, রাখা, আঁকা, দেখা হারাম’ মুজাদ্দিদে আ’যমের অনবদ্য তাজদীদ

ইমাম সম্মেলনে অর্ধনগ্ন খ্রীষ্টান মহিলা মেরীর পর এবার খোলামেলা হিন্দু মহিলা সুনিতা মুখার্জী তথাকথিত ইমামদের প্রতি নিস্প্রোয়জন ছিল প্রধানমন্ত্রীর নছীহত

ইতিহাসের নিরীখে, বর্তমান সংবিধান প্রণেতা গণপরিষদেরই কোন আইনী ভিত্তি বা বৈধতা ছিল না। গত ৫৪ বৎসর দেশবাসীকে যে অবৈধ সংবিধানের অধীনে বাধ্যগত করে রাখা হয়েছিলো এর প্রতিকার দিবে কে? ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমানের দ্বীন ইসলামের প্রতিফলন ব্যাতীত কোন সংবিধানই বৈধ হতে পারে না কারণ দেশের মালিক ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমান

প্রসঙ্গঃ ‘ইসলাম ও মুসলমানের স্বার্থ রক্ষায় প্রতিবাদ’ প্রতিবাদের ভাষা ও ধরণ; বৃহত্তর স্বার্থের জন্য ক্ষুদ্রতর স্বার্থ ত্যাগ এবং সহীহ সমঝ