রাজারবাগ শরীফ-এর হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম উনার হাক্বীক্বী নায়িব ও ওয়ারিছ। উনার বিরোধিতাকারীরা মুনাফিক, কাফির ও শয়তানের অনুসারী-৭

সংখ্যা: ১৩০তম সংখ্যা | বিভাগ:

মূলতঃ পৃথিবীর ইতিহাসে এযাবত যত নবী-রসূল আলাইহিমুস্ সাল্লাম, হক্কানী-রব্বানী আউলিয়ায়ে কিরাম ও ইমাম-মুজতাহিদগণ অতীত হয়েছেন তন্মধ্যে একজনও দেখানো যাবে না যে, যিনি লকব¡ মুবারক ব্যবহার করেননি। প্রত্যেকেই নিজের জীবদ্দশায় অসংখ্য লক্বব মুবারক ব্যবহার করেছেন। জাহিল, ভণ্ড, প্রতারক ধর্মব্যবসায়ী যারা বলে যে, “আজ পর্যন্ত কেউ এত লক্বব ব্যবহার করেননি” তাদের এ জেহালতি মূলোৎপাটনের লক্ষ্যে শুধুমাত্র নিম্নোক্ত গুটি কয়েক কিতাবে কতিপয় সর্বজনমান্য আউলিয়ায়ে কিরাম বা ইমাম-মুজতাহিদগণের লক্বব মুবারকের সংখ্যা বর্ণনা করা হলো- (ধারাবাহিক) ১৩। হযরতুল আল্লামা ইবনে হাজার আসকালানী রহ্মতুল্লাহি আলাইহি-এর ২১টি লক্বব মুবারক। (তান্যিম, আশয়াতুল  লুময়াত ১/৯, ফতহুল বারী, মোকাদ্দামায়ে  ইলাউচ্ছুনান, বুলুগুল মরাম) ১৪। হযরতুল আল্লামা বদরুদ্দীন আইনী রহ্মতুল্লাহি আলাইহি-এর ২৯টি লক্বব মুবারক। (উমদাতুল ক্বারী-১/২- ৫) ১৫। হযরত অলিউদ্দীন মুহম্মদ ইবনে আব্দুল্লাহ্ আল খতীব, আত্ তিবরিযি রহ্মতুল্লাহি আলাইহি ২৫টি লক্বব মুবারক। (শরহে তীবী -১/৩-৪, আত্তাওযিহ ৯৭, তালিকুস্ ছবীহ ১/৭, মিরকাত ১/২৫) ১৬। আল্লামা শায়খ শিহাবুদ্দীন ইবনে হাজার মক্বী রহ্মতুল্লাহি আলাইহি-এর ১৫টি লক্বব মুবারক। (ফতুহাতুল কোবারা আলাল ফিক্বহিয়্যাহ, আত্তালফু সমাহীরাহ, মিরকাত/১/৮৯) ১৭। হযরতুল আল্লামা আবূ আব্দির রহমান আহমদ বিন শোয়াইব রহ্মতুল্লাহি আলাইহি-এর ৩২টি লক্বব মুবারক। (আত্ তারগীব-২০, সুনানে নাসাঈ, শরহে সুয়ুতী, ফয়জুছামায়ী আলা সুনানিন ্নাসায়ী) ১৮। হযরত ইমাম আবু জাফর ত্বহাভী রহ্মতুল্লাহি আলাইহি-এর ২৩টি লক্বব মুবারক। (মুকাদ্দামায়ে আমানিউল আখবার-১/৪৬) ১৯। হযরত ইমাম আবূ হানীফা রহ্মতুল্লাহি আলাইহি-এর সর্বশ্রেষ্ঠ ছাত্র হযরত ইমাম আবু ইউসুফ রহ্মতুল্লাহি আলাইহি-এর ১০টি লক্বব মুবারক। (ইলাউস্ সুনান/২০৬, আত্ তাফসীর ওয়াল মুফাস্সিরুন) ২০। আল্লামা আলী ইবনে উমর রহ্মতুল্লাহি আলাইহি-এর ২৫টি লক্বব মুবারক। (তালিকুল মুগনী -১/৬-৮) ২০। হযরতুল আল্লামা হাফিয আব্দুল্লাহ্ আব্দুর রহমান রহ্মতুল্লাহি আলাইহি-এর ১৬টি লক্বব মুবারক। (সুনানে দারিমী-১/৭-৮) ২১। হযরত মাওলানা মুহিউদ্দীন আবু যাকারিয়া ইয়াহ্ইয়া রহ্মতুল্লাহি আলাইহি-এর ১৮টি লক্বব মুবারক। (ছহীহ্ মুসলিম, শরহে নববী, রিয়াজুস্ সলিহীন-৩, ৪ ,৫) ২২। হাফিয জামাল উদ্দীন আবুল হাজ্জাজ ইউছুফ আল মাদানী রহ্মতুল্লাহি আলাইহি-এর ২৭টি লক্বব মুবারক। (তাহযীবুল কামাল ফি আসমায়ির রিজাল) ২৩। হযরতুল আল্লামা আবিল ফরজ ইবনে জাওঝি রহ্মতুল্লাহি আলাইহি-এর ২৩টি লক্বব মুবারক। (মুকাদ্দামাতুল মুহাক্কিক) ২৪। হযরতুল আল্লামা আবু আব্দুল্লাহিল কুরতুবী রহ্মতুল্লাহি আলাইহি-এর ১০টি লক্বব মুবারক। (আহকামুল কুরআন জিঃ১, পৃষ্টা ৯ ) ২৫। আল্লামা শায়খ আতিয়াতুস্ সালমী রহ্মতুল্লাহি আলাইহি-এর ১৬টি লক্বব মুবারক। (মিরকাত-১/২) ২৬। হযরতুল আল্লামা বোরহানুদ্দীন রহ্মতুল্লাহি আলাইহি-এর ১৭টি লক্বব মুবারক। (আল বিনায়া শরহে হিদায়া) ২৭। হযরত সাইয়্যিদ শিহাবুদ্দীন আলুসী রহ্মতুল্লাহি আলাইহি-এর ১০টি লক্বব মুবারক। (আত্ তাফসীর ওয়াল মুফাস্সিরুন) ২৮। হযরত আবু মুহম্মদ আল হুসাইন বিন মাসউদ রহ্মতুল্লাহি আলাইহি-এর ১৩টি লক্বব মুবারক। (তাফসীরে খাজেন, জুজউল আউয়াল-৩, তা’লীকুছ ছবীহ্, তাফসীর ওয়াল মুফাস্সিরুন জিঃ-১, পৃঃ ৩১১)

-সাইয়্যিদ মুহম্মদ আখতারুজ্জামান, ঢাকা।

রাজারবাগ শরীফের হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী আল্লাহ পাক-এর হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর হাক্বীক্বী নায়িব ও ওয়ারিছ। তাঁর বিরোধিতাকারীরা মুনাফিক, কাফির ও শয়তানের অনুসারী- ৬

‘ইসলামের দৃষ্টিতে প্রাণীর ছবি তোলা, রাখা, আঁকা, দেখা হারাম’ মুজাদ্দিদে আ’যমের অনবদ্য তাজদীদ

ইমাম সম্মেলনে অর্ধনগ্ন খ্রীষ্টান মহিলা মেরীর পর এবার খোলামেলা হিন্দু মহিলা সুনিতা মুখার্জী তথাকথিত ইমামদের প্রতি নিস্প্রোয়জন ছিল প্রধানমন্ত্রীর নছীহত

ইতিহাসের নিরীখে, বর্তমান সংবিধান প্রণেতা গণপরিষদেরই কোন আইনী ভিত্তি বা বৈধতা ছিল না। গত ৫৪ বৎসর দেশবাসীকে যে অবৈধ সংবিধানের অধীনে বাধ্যগত করে রাখা হয়েছিলো এর প্রতিকার দিবে কে? ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমানের দ্বীন ইসলামের প্রতিফলন ব্যাতীত কোন সংবিধানই বৈধ হতে পারে না কারণ দেশের মালিক ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমান

প্রসঙ্গঃ ‘ইসলাম ও মুসলমানের স্বার্থ রক্ষায় প্রতিবাদ’ প্রতিবাদের ভাষা ও ধরণ; বৃহত্তর স্বার্থের জন্য ক্ষুদ্রতর স্বার্থ ত্যাগ এবং সহীহ সমঝ