(১৫৪তম) সংখ্যার জিজ্ঞাসা, জিজ্ঞাসার সঠিক জবাব ও জবাবদাতাদের নামসমূহ-
১। জিজ্ঞাসাঃ হযরত খিযির আলাইহিস সালাম নবী, না ওলী ছিলেন?
জাওয়াবঃ ওলী ছিলেন।
২। জিজ্ঞাসাঃ ফয়েয কি?
জাওয়াবঃ এক বাতিনী নিয়ামত। যা লাভ করার মাধ্যমে মু’মিনে কামিল হওয়া যায়।
৩। জিজ্ঞাসাঃ ছিহাহ সিত্তাহ হাদীছ শরীফের লেখকগণ কোন মাযহাবের অনুসারী ছিলেন? এ বিষয়ে মাসিক আল বাইয়্যিনাত শরীফের কোন সংখ্যায় উল্লেখ রয়েছে?
জাওয়াবঃ হযরত ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি, হযরত ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি, হযরত ইমাম নাসায়ী রহমতুল্লাহি আলাইহি ছিলেন শাফিয়ী মাযহাবের অনুসারী। আর হযরত ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাইহি, হযরত ইমাম তিরমিযী রহমতুল্লাহি আলাইহি, হযরত ইমাম ইবনে মাজাহ রহমতুল্লাহি আলাইহি ছিলেন হাম্বলী মাযহাবের অনুসারী। ১৬তম সংখ্যায়।
বর্তমান সংখ্যার প্রতিযোগিতার জন্য জিজ্ঞাসাসমূহ
১। সুলত্বানুল হিন্দ হাবীবুল্লাহ হযরত খাজা ছাহেব রহমতুল্লাহি আলাইহি মুজাদ্দিদে আ’যম ইমাম রাজারবাগ শরীফের হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী-এর নিকট যে হাদীয়া মুবারক পাঠিয়েছিলেন সে হাদীয়া মুবারক কি?
২। ফয়েয লাভ করার মাধ্যম কি?
৩। খেলাধুলা সমর্থনকারী ইমামের পিছনে নামায পড়ার হুকুম কি?