শিক্ষামূলক জিজ্ঞাসা

সংখ্যা: ১৫৫তম সংখ্যা | বিভাগ:

 

(১৫৩তম) সংখ্যার জিজ্ঞাসা, জিজ্ঞাসার সঠিক জবাব ও জবাবদাতাদের নামসমূহ-

১। জিজ্ঞাসাঃ কুরআন শরীফে ‘মুর্শিদ’ ও ‘শায়খ’ শব্দ কতবার এসেছে?

জবাবঃ ‘মুর্শিদ’ শব্দটি একবার ও শায়খ’ শব্দটি দু’বার এসেছে।

২। জিজ্ঞাসাঃ কেউ যদি হক্কানী ওলী’র বিরোধিতা করে শরীয়তের দৃষ্টিতে তার কি ফায়ছালা?

জবাবঃ সে মুরতাদ ও কাফিরের অন্তর্ভূক্ত।

৩। জিজ্ঞাসাঃ শরীয়ত ও সুন্নতের খিলাফ আমলকারী ব্যক্তি আল্লাহ পাক-এর ওলী, না শয়তানের ওলী?

জবাবঃ শয়তানের ওলী।

—————————————

সঠিক জবাবদাতার নাম

১। হেলাল আহমদ, সদর, চাঁদপুর।

২। মুহম্মদ কামরুল হাসান (ফুয়াদ), দিরাই, সুনামগঞ্জ।

৩। মুহম্মদ হুমায়ুন কবীর, বানারীপাড়া, বরিশাল।

৪। সাইয়্যিদ মুহম্মদ মুখতার হুসাইন, উলিপুর, কুড়িগ্রাম।

৫। আবুল হাসান মুহম্মদ ওয়াজীহুল্লাহ, মাদারটেক, ঢাকা।

————————————-

বর্তমান সংখ্যার প্রতিযোগিতার জন্য জিজ্ঞাসাসমূহ

১। “আমীরুল মু’মিন” এ লক্ববে সর্বপ্রথম কাকে সম্বোধন করা হয়?

২। যারা বলে, অধিকাংশ ছাহাবী মূর্খ ছিলেন, তারা কাফির না ফাসিক?

৩। যে সব মাওলানার ছবি পেপার-পত্রিকায় আসে তারা উলামায়ে হক্ব, না উলামায়ে ‘ছূ’?

শিক্ষামূলক জিজ্ঞাসা

শিক্ষামুলক জিজ্ঞাসা

শিক্ষামূলক জিজ্ঞাসা

শিক্ষামূলক জিজ্ঞাসা

শিক্ষামূলক জিজ্ঞাসা