শিক্ষামূলক জিজ্ঞাসা

সংখ্যা: ১৫১তম সংখ্যা | বিভাগ:

(১৪৯ তম) সংখ্যার জিজ্ঞাসা, জিজ্ঞাসার সঠিক জবাব ও জবাবদাতাদের নামসমূহ-

১। জিজ্ঞাসাঃ কোন নাফরমানীমূলক বা ফাসিকী কাজ করে হজ্জ করা            জায়িয নেই। এটা কালামুল্লাহ শরীফের কোন  সূরার কত নম্বর আয়াত শরীফে বলা হয়েছে?

জবাব:  সূরা বাক্বারাহ-এর ১৯৭ নম্বর আয়াত শরীফে।

২। জিজ্ঞাসাঃ ইসলামের নামে যারা ভোট, নির্বাচন ও গণতন্ত্র করে তারা মুনাফিক, না মুসলমান?

জবাব:  মুনাফিক।

 ৩।  জিজ্ঞাসাঃ জুব্বুল হুযুন কি? এতে কারা প্রবেশ করবে?

জবাব: জাহান্নামের একটি উপত্যকা। যা থেকে খোদ জাহান্নামই প্রতিদিন চারশতবার পানাহ চায়। যারা উলামায়ে ‘ছূ’ অর্থাৎ যেসব মাওলানা দুনিয়া হাছিল করার জন্য রাজা-বাদশা, আমীর-ওমারা তথা ধনীদের দ্বারে দ্বারে ঘুরে এবং দ্বীনকে বিক্রি করে দুনিয়া হাছিলের লক্ষে হারামকে হালাল, হালালকে হারাম ফতওয়া দেয়, সাথে সাথে নিজেরাও হারাম কাজে মশগুল হয়। যেমন বর্তমানে যারা  বেপর্দা হয়, ছবি তুলে, ইসলামের নামে ভোট, নির্বাচন, গণতন্ত্র করে তারাই তাতে প্রবেশ করবে।

.বর্তমান সংখ্যার প্রতিযোগিতার জন্য জিজ্ঞাসাসমূহ

১। জিজ্ঞাসা: কালামুল্লাহ শরীফের কত স্থানে ‘ওসীলা’ শব্দটি উল্লেখ করা হয়েছে?

২। জিজ্ঞাসা: হুজ্জাতুর ইসলাম ইমাম গাযযালী রহমতুল্লাহি আলাইহি কোন মাযহাবের অনুসারী ছিলেন?

৩। জিজ্ঞাসা: শরীয়তের কোন দলীলের ভিত্তিতে পদপ্রার্থী হওয়া হারাম?

শিক্ষামুলক জিজ্ঞাসা

শিক্ষামূলক জিজ্ঞাসা

শিক্ষামূলক জিজ্ঞাসা

শিক্ষামূলক জিজ্ঞাসা

শিক্ষামূলক জিজ্ঞাসা