(১৭০তম) সংখ্যার জিজ্ঞাসা, জিজ্ঞাসার সঠিক জবাব ও জবাবদাতাদের নামসমূহ-
১। জিজ্ঞাসাঃ হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম-এর নাম মুবারক নিয়ে যারা ব্যঙ্গ করবে শরীয়তের বিচারে তাদের কি শাস্তি হওয়া উচিত?
জাওয়াবঃ মৃত্যুদণ্ড।
২। জিজ্ঞাসাঃ মুসলমানদের সবচে বড় শত্রু কারা? তাদের শত্রুতার আসল কারণ কি?
জাওয়াবঃ ইহুদীরা। আল্লাহ পাক-এর হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর বিরোধিতা করা।
৩। জিজ্ঞাসাঃ যারা ইসলামের নামে গণতন্ত্র করে প্রকৃতপক্ষে তারা কার দোসর?
জাওয়াবঃ ইহুদী ও খ্রিস্টানদের।
—————————————
সঠিক জবাবদাতার নাম
১। মুহম্মদ আরিফুর রহমান, নরসিংদী।
২। মুহম্মদ বেলায়েত হুসাইন, চাঁদপুর।
৩। মুহম্মদ রেজাউল হক, খুলনা।
৪। মুহম্মদ বায়েজীদ আলম, কুড়িগ্রাম।
৫। মুহম্মদ রায়হানুর রহমান, কুমিল্লা।
————————————-
বর্তমান সংখ্যার প্রতিযোগিতার জন্য জিজ্ঞাসাসমূহ
১। জিজ্ঞাসাঃ বর্তমানে এমন কোন ব্যক্তি কি রয়েছেন, যিনি সারা বিশ্বে খিলাফত পরিচালনা করতে সক্ষম?
২। জিজ্ঞাসাঃ ছবি ও পর্দার হুকুম অমান্য করে হজ্জ করা জায়িয কিনা?
৩। জিজ্ঞাসাঃ যেসব মাওলানা ভোট ও নির্বাচনকে কুরআন শরীফ ও হাদীছ শরীফ সম্মত বলে তাদের ব্যাপারে শরীয়তের ফায়ছালা কি?