শিক্ষামূলক জিজ্ঞাসা

সংখ্যা: ১৬২তম সংখ্যা | বিভাগ:

(১৬০তম) সংখ্যার জিজ্ঞাসা, জিজ্ঞাসার সঠিক জবাব ও জবাবদাতাদের নামসমূহ-

১। জিজ্ঞাসাঃ আল্লাহ পাক বলেন, ভোট একটি আমানত, জুমুয়ার বয়ানে আল্লাহ পাক-এর প্রতি এ জাজ্বল্য মিথ্যারোপ করে কে মুরতাদ সাব্যস্ত হয়েছে?

জাওয়াবঃ  ঢাকা বাইতুল মোর্কারম মসজিদের তথা কথিত খতীব ওবায়দুল হক।

২। জিজ্ঞাসাঃ ভোট, নির্বাচন ও গণতন্ত্রকে যারা ইসলামের নামে জায়িয বলে শরীয়তের বিধানে তাদের পরিচয় কি?

জাওয়াবঃ  কাফির ও মুরতাদ।

৩। জিজ্ঞাসাঃ ঈমান আনার পর হাজার কুফরী করলেও কাফির হয়না। এটা কোন ফেরকার আক্বীদা?

জাওয়াবঃ  মরজিয়া।

—————————————

সঠিক জবাবদাতার নাম

১। মুহম্মদ মুঈনুদ্দীন, বাংলাবাজার, ঢাকা।

২। মুহম্মদ নুরুজ্জামান, রাজশাহী।

৩। মুহম্মদ কামরুল হাসান, চান্দিনা, কুমিল্লা।

৪। মুহম্মদ আলাউদ্দীন, মাহিগঞ্জ, রংপুর।

৫। মুহম্মদ উমর ফারুক, নোয়াখালী।

৬। সাইয়্যিদা রুকাইয়্যা আখতার, কুড়িগ্রাম।

————————————-

বর্তমান সংখ্যার প্রতিযোগিতার জন্য জিজ্ঞাসাসমূহ

১। জিজ্ঞাসাঃ যাদের আক্বীদা ‘ঈদে মীলাদুন নবী’ পালন করা বিদয়াত তারা মুসলমান? না কাফির?

২। জিজ্ঞাসাঃ দেশের কোন মসজিদে একজন শিখ মাওলানার ছূরতে ১৮ বছর ধরে ইমামতী করেছিল?

৩। জিজ্ঞাসাঃ দেশের কোন মাদরাসার একাধিক অধ্যক্ষ ছিল খ্রীস্টান?

শিক্ষামূলক জিজ্ঞাসা

শিক্ষামূলক জিজ্ঞাসা

শিক্ষামূলক জিজ্ঞাসা

শিক্ষামূলক জিজ্ঞাসা