শিক্ষামূলক জিজ্ঞাসা

সংখ্যা: ১৬১তম সংখ্যা | বিভাগ:

(১৫৯তম) সংখ্যার জিজ্ঞাসা, জিজ্ঞাসার সঠিক জবাব ও জবাবদাতাদের নামসমূহ-

১। জিজ্ঞাসাঃ ছবি তোলা হারাম। এ ফতওয়া সর্বপ্রথম কে  দিয়েছেন?

জাওয়াবঃ আল্লাহ পাক-এর হাবীব হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ।

২। জিজ্ঞাসাঃ কোন খলীফা মহিলাদের মসজিদ ও ঈদগাহে গিয়ে জামায়াতে নামায পড়া নিষিদ্ধ ঘোষণা করেন? জাওয়াবঃ দ্বিতীয় খলীফা হযরত উমর ফারূক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু।

৩। জিজ্ঞাসাঃ খুলাফায়ে রাশেদীনগণের মধ্যে কোন খলীফা নির্বাচনে অংশ গ্রহণ করেছিলেন কি? করে থাকলে তাঁর কোন মার্কা বা প্রতীক ছিল কি?

জাওয়াব না । ।

বর্তমান সংখ্যার প্রতিযোগিতার জন্য জিজ্ঞাসাসমূহ

১। জিজ্ঞাসাঃ কুরআন শরীফ কিংবা হাদীছ শরীফে গণতন্ত্র, নির্বাচন ও ভোট-এর প্রতিশব্দ আছে কি? থাকলে তা কোন সূরার কত আয়াত এবং হাদীছ শরীফের কোন কিতাবের কত পৃষ্ঠায়?

২। জিজ্ঞাসাঃ উলামায়ে ছুরা কাফির, ফাসিক, মুনাফিক-

কোন শ্রেণীর অন্তর্ভুক্ত।

৩। জিজ্ঞাসাঃ বণী ইসরাঈলের আবূল হারেসা নামক মাওলানা কি কারণে মানুষের আকৃতি থেকে সাপের আকৃতিতে পরিণত হয়েছিল?

শিক্ষামূলক জিজ্ঞাসা

শিক্ষামূলক জিজ্ঞাসা

শিক্ষামূলক জিজ্ঞাসা

শিক্ষামূলক জিজ্ঞাসা