(১৫৮তম) সংখ্যার জিজ্ঞাসা, জিজ্ঞাসার সঠিক জবাব ও জবাবদাতাদের নামসমূহ-
১। জিজ্ঞাসাঃ রোযা অবস্থায় টিভি দেখলে রোযার কোন ক্ষতি হবে কিনা?
জাওয়াবঃ হ্যাঁ, অবশ্যই ক্ষতি হবে অর্থাৎ হারাম হবে এবং কবীরাহ গুণাহে গুণাহগার হবে।
২। জিজ্ঞাসাঃ ভোট দেয়া হারাম, নাজায়িয, ওয়াজিব কোনটি?
জাওয়াবঃ হারাম।
৩। জিজ্ঞাসাঃ উলামায়ে ’ছূ’দের গোমরাহীর মূল কারণ কি?
জাওয়াবঃ যামানার খালিছ ওলীগণের বিরোধিতা করা।
—————————————
সঠিক জবাবদাতার নাম
১। হাফিয মুহম্মদ শফিকুছ ছালেহীন, চাঁদপুর ২। মুহম্মদ কবীর আহমদ, কুমিল্লা, ৩। গোলাম সম্রাট আমিন আহমদ, রাজবাড়ী, ৪। মুহম্মদ সাইয়্যিদুর রহমান, ৫। মুহম্মদ হাবীবুর রহমান (হাবীব), ৬। হাফিয মুহম্মদ শাবীব আহমদ, ৭। মুসাম্মত জান্নাতী আক্তার, ৮। মুহম্মদ আলমগীর বাদশাহ, ৯। মুহম্মদ উমর ফারুক, ১০। মুহম্মদ হুসাইন কবীর, কুড়িগ্রাম, ১১। মুহম্মদ নূরুল হুদা সরকার, বরিশাল।
————————————-
বর্তমান সংখ্যার প্রতিযোগিতার জন্য জিজ্ঞাসাসমূহ
১। জিজ্ঞাসাঃ আল্লাহ পাক বলেন, ভোট একটি আমানত, জুমুয়ার বয়ানে আল্লাহ পাক-এর প্রতি এ জাজ্বল্য মিথ্যারোপ করে কে মুরতাদ সাব্যস্ত হয়েছে?
২। জিজ্ঞাসাঃ ভোট, নির্বাচন ও গণতন্ত্রকে যারা শরীয়ত সম্মত বলে শরীয়তের বিধানে তাদের পরিচয় কি?
৩। জিজ্ঞাসাঃ ঈমান আনার পর হাজার কুফরী করলেো কাফির হয়না। এটা কোন ফেরকার আক্বিদা?