শিক্ষামূলক জিজ্ঞাসা

সংখ্যা: ১৫৭তম সংখ্যা | বিভাগ:

(১৫৫তম) সংখ্যার জিজ্ঞাসা, জিজ্ঞাসার সঠিক জবাব ও জবাবদাতাদের নামসমূহ-

১।  জিজ্ঞাসাঃ “আমীরুল মু’মিন” এ লক্ববে সর্বপ্রথম কাকে সম্বোধন করা হয়?

জাওয়াবঃ দ্বিতীয় খলীফা  হযরত উমর ফারূক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুকে।

২। জিজ্ঞাসাঃ যারা বলে, অধিকাংশ ছাহাবী মুর্খ ছিলেন, তারা কাফির না ফাসিক?

জাওয়াবঃ কাফির।

৩। জিজ্ঞাসাঃ  যে সব মাওলানার ছবি পেপার-পত্রিকায় আসে তারা উলামায়ে হক্ব, না উলামায়ে ‘ছূ’?

জাওয়াবঃ  উলামায়ে ‘ছূ’।

—————————————

সঠিক জবাবদাতার নাম

১। সাইয়্যিদ মুহম্মদ বাবুল মিয়া, নরসিংদী।

২। মাওলানা মুহম্মদ আজিজুর রহমান, পাবনা।

৩। মুহম্মদ শফিকুল ইসলাম, কিশোরগঞ্জ।

৪। মুহম্মদ সোহরাব আলী, পাটগ্রাম।

৫। মুহম্মদ মাহবুব উদ্দিন আহমদ, খুলনা।

৬। মুহম্মদ নজরুল ইসলাম, কুমিল্লা।

৭। মুসাম্মত কামরুন নাহার কনা, পাবনা।

————————————-

বর্তমান সংখ্যার প্রতিযোগিতার জন্য জিজ্ঞাসাসমূহ

১। জিজ্ঞাসাঃ কুরআন শরীফে বর্ণিত লাইলাতুম মুবারাকাহ বা বরকতময় রাত বলতে কোন রাতকে বুঝানো হয়েছে?

২। জিজ্ঞাসাঃ কোন তিনটি সম্প্রদায় ইহুদী-নাছারাদের সবচেয়ে বড় এজেন্ট হিসেবে কাজ করে যাচ্ছে?

৩। গণতন্ত্র অর্থ কি? এর প্রতিষ্ঠাতা মুসলমান, না কাফির?

শিক্ষামূলক জিজ্ঞাসা

শিক্ষামুলক জিজ্ঞাসা

শিক্ষামূলক জিজ্ঞাসা

শিক্ষামূলক জিজ্ঞাসা

শিক্ষামূলক জিজ্ঞাসা