সম্মানিত মাস দুটি মহান আল্লাহ পাক উনার মহাসম্মানিত হাবীব ও মাহবূব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং উনার মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের বিশেষ শান মুবারক প্রকাশিত হওয়ার কারণে কায়িনাতবাসীর নিকট স্মরণীয় ও বরণীয় মাস হিসেবে গণ্য হয়েছে। সুবহানাল্লাহি ওয়া রসূলিহী ওয়া আহলি বাইতিহী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা তিন স্তরে বিভক্ত। প্রথম স্তরে রয়েছেন হযরত ওয়ালিদাইন রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা। দ্বিতীয় স্তরে রয়েছেন হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা। এবং তৃতীয় স্তরে রয়েছেন হযরত আবনাউ রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং হযরত বানাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা। অতঃপর উনাদের সম্মানিত আওলাদ আলাইহিমুস সালাম উনারা।
বলার অপেক্ষা রাখে না যে, সর্বশ্রেষ্ঠ আইয়্যামুল্লাহ শরীফ হচ্ছেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং উনার মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের সাথে সংশ্লিষ্ট আইয়্যামুল্লাহ শরীফ সমূহ। কেননা কায়িনাতের মধ্যে উনারাই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ও সবচেয়ে সম্মানিত ব্যক্তিত্ব। উনাদের উছীলায় কায়িনাত সৃষ্টি হয়েছে, অস্তিত্ব লাভ করেছে, টিকে আছে, নিরাপত্তা ও নিয়ামত লাভে ধন্য হয়েছে। সুবহানাল্লাহ!
কাজেই, উম্মত তথা কায়িনাতবাসী সকলের জন্য অপরিহার্য কর্তব্য হচ্ছে, পবিত্র আইয়্যামুল্লাহ শরীফ সংক্রান্ত দিবসসমূহ পালন করা আর সে লক্ষ্যেই আলোচ্য প্রবন্ধে উল্লেখিত সম্মানিত জুমাদাল উখরা শরীফ মাসে প্রকাশিত পবিত্র আইয়্যামুল্লাহ শরীফ সমূহ উল্লেখ করা হলো।
পবিত্র ৭ জুমাদাল উখরা শরীফ: সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক উনার আ’দাদ শরীফ।
পবিত্র ৯ জুমাদাল উখরা শরীফ: সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক উনার আ’দাদ শরীফ।
পবিত্র ১২ জুমাদাল উখরা শরীফ: পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ তথা ১২ই শরীফ। এদিন কোটি কোটি কণ্ঠে পবিত্র মীলাদ শরীফ পাঠ করা হয় এবং পবিত্র তাবারুক বিতরণ করা হয়।
পবিত্র ২০ জুমাদাল উখরা শরীফ:
* বিনতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত আন নূরুর রাবিআহ যাহরা আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।
* সাইয়্যিদাতুনা হযরত সিবত্বাতু রসূলিল্লাহ আছ ছালিছাহ আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।
পবিত্র ২১ জুমাদাল উখরা শরীফ: বিনতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত আন নূরুল ঊলা আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।
পবিত্র ২২ জুমাদাল উখরা শরীফ:
* খলীফাতু রসূলিল্লাহ সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস।
* আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনার খিলাফত মুবারক গ্রহণ দিবস।
পবিত্র ২৩ জুমাদাল উখরা শরীফ: সাইয়্যিদাতু নিসায়িল আলামীন হযরত উম্মুল মু’মিনীন আস সাবিআহ আলাইহাস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস।
পবিত্র ২৯ জুমাদাল উখরা শরীফ:
* সাইয়্যিদাতুনা হযরত সিবত্বাতু রসূলিল্লাহ আছ ছালিছাহ আলাইহাস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস।
* সাইয়্যিদুনা হযরত ইমামুল আশির মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস।
মাহে রবিউস্ সানী ও তার প্রাসঙ্গিক আলোচনা
মাহে জুমাদাল উলা ও জুমাদাল উখরা
মাহে রজব ও তার প্রাসঙ্গিক আলোচনা