“তারা দাবী করে থাকে জামাতে ইসলাম। জামাতে ইসলামী বলতে বঝায় ইসলামের জামাত। অর্থাৎ মুসলমানের জামাত।”
কিন্তু সত্য কথা এই যে, এদেশের মুসলমানদের শতকরা আশি ভাগই তাদের সমর্থন তো করেনই না বরং তারা আখিরী রসূল, হাবীবুল্লাহ, নূরে মুজাসসাম হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রবর্তিত ইসলামের উপর তারা আছে তাও মনে করে না।
সচেতন মুসলমান বরং তাদেরকে মওদুদীর তথাকথিত ইসলাম অনুসারী বলে মনে করে। এজন্যই বহু আগে থেকেই শ্লোগান উঠেছে, “মওদুদী ইসলাম খতম কর, নবীর ইসলাম কাযেম কর।”
মূলত: মওদুদীর জীবদ্দশা থেকেই উলামায়ে হক্কানী-রব্বানীগণ তার কুফরী আক্বীদা ও ফাসিকী আমলের জন্য তার বিরোধিতা করে আসছেন। এর পিছনে কারণটা ইদানিংকালে আরো পরিস্কারভাবে প্রকাশ পেয়েছে।
সাবেক সোভিয়েত গোয়েন্দা সংস্থা কেভিবির কর্মকর্তা ভাসিলি মিত্রোখিনের লেখা ও ব্রিটেন থেকে প্রকাশিত ‘দ্য মিত্রোখিন সার্কাভ-ভল্যুম-’ প্রমাণ করেছে, মওদুদী ছিলো সি.আই.এ’র এজেন্ট। মূলত: সি.আই.এ-ই মওদুদীকে আধুনিক ইসলামের প্রবক্তা সাজিয়ে অনেক কুফরী আক্বীদার উদ্ভব ঘটিয়ে মুসলমানদের ঈমানকে নষ্ট করে দিয়েছে।
স্বয়ং মহান আল্লাহ পাক, মহান আল্লাহ পাক উনার হাবীব, আখিরী রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমগণ উনারা তথা হযরত আউলিয়ায়ে কিরামগণ উনাদের সম্পর্কে চরম কুফরী, ভুল, বিভ্রান্তিকর ও বেয়াদবীমূলক বক্তব্য ছড়িয়েছে। যা কোন খ্রিস্টান-ইহুদীও করতে সাহস পায়নি। কারণ, মওদুদীর মত ইসলামের লেবাসে না হয়ে যদি কোন ইহুদী-খ্রিস্টান নিজস্ব পরিচিতিতে ঐসব কথা বলতো তাহলে তার বিরুদ্ধে একযোগে গোটা মুসলিম জাহান গর্জে উঠতো।
কারণ, ঐসব আক্বীদা বিশ্বাস করার অর্থই হলো ঈমান বিসর্জন দেয়া। তাই ইহুদী-খ্রিস্টানদের ছূরতে না করে মুসলমানদের ঈমান নষ্ট করনে সদা তৎপর সি.আই.এ মওদুদীকে দিয়ে সে কাজটি করিয়েছে। যারা দ্বারা মিত্রোখিনের প্রমাণকৃত বক্তব্য, “মওদুদী ছিলো সি.আই.এ’র এজেন্ট”-তা খুব জোড়ালোভাবে ধরা পড়ে।
উল্লেখ্য, ইদানিংকালের আরো এক ঘটনার দ্বারা বিষয়টি আরো স্বচ্ছ হয়। প্রসঙ্গত: স্মর্তব্য, মওদুদী ছিলো রীতিমত সাহেব। তার স্যুট-কোর্ট, টাই পরিহিত ছবিও রয়েছে। পারিবারিক জীবনেও তার পর্দা বলতে বা ইসলাম বলতে কিছুই ছিলো না। তার প্রমাণ এখনও জ্বলজ্বল।
গত ১৪ই মে/২০০৫ ঈসায়ী শনিবার লাহোরে ম্যারাথন দৌড়ে পুরুষের পাশাপাশি নারীদের অংশ নেয়ার দাবীতে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। ধর্মপ্রাণ মুসলমানরা তীব্র প্রতিবাদ করলেও এবং সে তীব্র প্রতিবাদের তেজে তা বন্ধ হলেও মওদুদীর পুত্র ফারুক মওদুদী তার স্ত্রীসহ পুরুষের পাশাপাশি নারীদের ম্যারাথন দৌড়ের সমর্থনে সমাবেশে ও মিছিলে অংশগ্রহণ করে। (সূত্র: ইন্টারনেট)
আজকের জামাতে ইসলামের প্রবক্তা মওদুদী তার পরিবারে কি এবং কতটুকু ইসলাম শিখিয়েছেন- এটা তার প্রমাণ বটে। যার দ্বারা আবারো প্রতিভাত হয়, মাওলানা মওদুদীর পরিবারে ইসলাম তো ছিলোই না এবং তার নিজের মাঝেও ছিলো না। কারণ সে ছিলো সি.আই.এ’র এজেন্ট।
৭১’এর খুন, ধর্ষণ, আর রাহাজানি এবং জাতীয় জীবনে অবৈধ কাজই তাদের পার্টির প্রোডাক্ট। ইসলামের খোলসে বিশ্ববাসীর কাছে অনৈকসলামিক তথা কুৎসিত রূপ রূপায়নে তারা ইসলামের ক্ষতিসাধনে ইসলাম বিদ্বেষী তথা সি.আই.এ’র সোল এজেন্ট।
-খন্দকার মুহম্মদ মুসলিম, ঢাকা।
বিৃটিশ গুপ্তচরের স্বীকারোক্তি এবং ওহাবী মতবাদের নেপথ্যে বিৃটিশ ভূমিকা-১৫