সুলতানুল হিন্দ, কুতুবুল মাশায়িখ, মুজাদ্দিদ যামান, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, সাইয়্যিদুনা হযরত খাজা মুঈনুদ্দীন হাসান চিশতী আজমিরী সাঞ্জারী রহমতুল্লাহি আলাইহি-৯

সংখ্যা: ২৩৮তম সংখ্যা | বিভাগ:

(বিলাদত শরীফ ৫৩৬ হিজরী, বিছাল শরীফ ৬৩৩ হিজরী)



শিশুকালেই তা’লীম-তরবিয়ত দাতার মাক্বামে হযরত গরীবে নেওয়াজ রহমতুল্লাহি আলাইহি

সুলতানুল হিন্দ, কুতুবুল মাশায়িখ সাইয়্যিদুনা হযরত গরীবে নেওয়াজ রহমতুল্লাহি আলাইহি তিনি শিশুকালেই তা’লীম তরবিয়ত দানকারীর মাক্বামে অধিষ্ঠিত হয়েছেন। অতি অল্প বয়স মুবারকে তিনি সমবয়সীদেরকে তা’লীম তরবিয়ত দিয়েছিলেন। মহান আল্লাহ পাক এবং উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের গভীর তায়াল্লুক, নিছবত প্রাপ্ত তারই বহিঃপ্রকাশ। কেননা পবিত্র হাদীছ শরীফ মুবারকে ইরশাদ মুবারক হয়েছে-

ان الله وملائكته واهل السموات والارض حتى النملة فى حجرها و حتى الحوت لليصلون على معلم الناس الخير.

অর্থ: নিশ্চয়ই মহান আল্লাহ পাক এবং উনার সম্মানিত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা আসমানবাসী, যমীনবাসী এমনকি গর্তের পিপিলিকা এবং সমুদ্রের মাছ সবাই মুয়াল্লিম (তা’লীম-তরবিয়তদাতা) উনাদের উপর ছলাত পাঠ করেন। (তিরমিযী শরীফ, দারিমী শরীফ)

উল্লেখ্য যে, প্রত্যেক বিষয়ে অভিজ্ঞ লোক রয়েছে। যিনি যে বিষয়ে মাহির বা সুদক্ষ, অভিজ্ঞ হবেন তা শিশুকাল থেকে প্রকাশ পেয়ে থাকে। গভীরভাবে লক্ষ করলে শিশুর বাবা-মা এমনকি অপরাপর ব্যক্তিগণও তা আঁচ করতে পারেন। বাবা-মা তা আঁচ করত: সন্তানকে যে অনুযায়ী তা’লীম-তরবিয়ত দিলে শিশুর জন্য সহজ হয়। আর অভিজ্ঞতার বিষয়টি অল্প সময়ে ফুলে ফলে সুশোভিত হয়।

সলতানুল হিন্দ, কুতুবুল মাশায়িখ, সাইয়্যিদুনা হযরত গরীবে নেওয়াজ রহমতুল্লাহি আলাইহি তিনি ভাবী জীবনে যে হিদায়েতের কান্ডারী হবেন, তা’লীম তরবিয়তের মাধ্যমে জীবন মুবারক অতিবাহিত হবে তা শিশুকালেই বিকাশ ঘটেছিল।

উনার বাড়ীর পাশে আঙ্গুর বাগান সংলগ্ন একটা মাঠ ও একটা টিলা বা পাহাড় ছিল। তিনি দুপুরের পর সেই মাঠটাকে সামনে রেখে একটা পাথরের উপর বসে যিকিরে মশগুল থাকতেন। এ সময় উনার সমবয়সী ছেলেরা ঐ মাঠে খেলা-ধুলায় মেতে উঠতো। তারা উনাকে বার বার তাদের সাথে খেলাধুলায় অংশগ্রহন করার জন্য পীড়া-পীড়ি করতো। তিনি তাদেরকে ভদ্র ও অতি কোমল স্বরে বলতেন, “আসলে তোমাদের এসব আমার ভাল লাগে না।” তিনি তাদেরকে আরো বলতেন, আচ্ছা বলতো, তোমরা এ খেলাধুলা থেকে কি লাভ করে থাক?

তারা বলতো, খেলাধুলার মাধ্যমে শারীরিক ব্যায়াম হয়। যার ফলে শরীর, মন ভাল থাকে। তিনি তাদেরকে বললেন, আচ্ছা আমি যদি তোমাদেরকে এমন একটা শিক্ষা দান করি যার মাধ্যমে তোমাদের দেহ, মন উভয়ই সুস্থ ও প্রফুল্ল থাকবে। সর্বোপরি মহান আল্লাহ পাক উনার এবং উনার হাবীব সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সন্তুষ্টি মুবারক লাভ করতে পারবে। তারা বললো, এমনকি থাকতে পারে যার মাধ্যমে আপনার কথার সত্যতা যাচাই হবে? তিনি বললেন, তাহলে আস। একবার পরীক্ষা করে দেখা যাক। তারা রাজী হলো।

তখন সুলতানুল হিন্দ, কুতুবুল মাশায়িখ, সাইয়্যিদুনা হযরত গরীবে নেওয়াজ রহমতুল্লাহি আলাইহি তিনি তাদেরকে একটা ঝর্ণার পাশে নিয়ে গেলেন। অযু করতে বললেন। তারা অযু করার পর তাদেরকে একটি সুন্দর ফুল বাগানের পাশে নিয়ে গেলেন। সেখানকার পরিবেশ ছিল আরো সুন্দর ও মনোরম। একদিকে পানির ঝর্ণাধারা অপর দিকে ফুলের বাগান। গোলাপের সুবাসে স্থানটি ছিল মোহিত। তিনি তাঁদেরকে সেখানে গোল করে বসালেন। নফী-ইছবাতের (লা ইলাহা ইল্লাল্লাহ) যিকির শিক্ষা দিয়ে যিকির শুরু করলেন। কিছুক্ষণের মধ্যে তাদের হালের সৃষ্টি হলো। এভাবে কিছুক্ষণ সময় অতিবাহিত হলো। পরে তারা স্বাভাবিক অবস্থায় ফিলে আসলো। সাইয়্যিদুনা হযরত গরীবে নেওয়াজ রহমতুল্লাহি আলাইহি উনাকে জড়িয়ে ধরলেন। জিজ্ঞাসা করলেন, এ শিক্ষা আপন কোথা থেকে শিখেছেন?

তিনি বললেন, আমার সম্মানিত আব্বাজান উনার কাছ থেকে। সাইয়্যিদুনা হযরত গরীবে নেওয়াজ রহমতুল্লাহি আলাইহি তিনি উনাদেরকে জিজ্ঞাসা করলেন এটা আপনাদের কাছে কেমন লাগলো? উত্তরে উনারা বললেন, অত্যন্ত সুন্দর। বেমেছাল, অতুলনীয়। আপনি যা বলেছিলেন তার চেয়েও অনেক বেশি ইতমিনান (শান্তি) লাভ করেছি। আপনার যদি আপত্তি না থাকে তাহলে আমরা প্রতিদিন এখানে এসময় একবার মিলিত হতে পারি। সাইয়্যিদুনা হযরত গরীবে নেওয়াজ রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, আমি এই আমল মুবারক অনেক পূর্ব থেকে করে আসছি। আপনারা আমার ছোহবত মুবারকে থাকলে আমি অত্যন্ত খুশি হবো। পরবর্তীতে সবাই প্রতিনিয়ত উনার ছোহবত মুবারক ইখতিয়ার করতেন।

সুলত্বানুল হিন্দ, কুতুবুল মাশায়িখ, মুজাদ্দিদ যামান, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, হাবীবুল্লাহ সাইয়্যিদুনা হযরত খাজা মুঈনুদ্দীন হাসান চিশতী আজমিরী সাঞ্জারী রহমতুল্লাহি আলাইহি-১৫

সুলত্বানুল হিন্দ, কুতুবুল মাশায়িখ, মুজাদ্দিদ যামান, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, হাবীবুল্লাহ সাইয়্যিদুনা হযরত খাজা মুঈনুদ্দীন হাসান চিশতী আজমিরী সাঞ্জারী রহমতুল্লাহি আলাইহি-১৪

সুলত্বানুল হিন্দ, কুতুবুল মাশায়িখ, মুজাদ্দিদ যামান, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, হাবীবুল্লাহ সাইয়্যিদুনা হযরত খাজা মুঈনুদ্দীন হাসান চিশতী আজমিরী সাঞ্জারী রহমতুল্লাহি আলাইহি-১৯

সুলত্বানুল হিন্দ, কুতুবুল মাশায়িখ, মুজাদ্দিদ যামান, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, হাবীবুল্লাহ সাইয়্যিদুনা হযরত খাজা মুঈনুদ্দীন হাসান চিশতী আজমিরী সাঞ্জারী রহমতুল্লাহি আলাইহি-২০

সুলত্বানুল হিন্দ, কুতুবুল মাশায়িখ, মুজাদ্দিদ যামান, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, হাবীবুল্লাহ সাইয়্যিদুনা হযরত খাজা মুঈনুদ্দীন হাসান চিশতী আজমিরী সাঞ্জারী রহমতুল্লাহি আলাইহি-১৩