সুলত্বানুল হিন্দ, কুতুবুল মাশায়িখ, মুজাদ্দিদ যামান, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, হাবীবুল্লাহ সাইয়্যিদুনা হযরত খাজা মুঈনুদ্দীন হাসান চিশতী আজমিরী সাঞ্জারী রহমতুল্লাহি আলাইহি-১৯

সংখ্যা: ২৪৮তম সংখ্যা | বিভাগ:

সুলত্বানুল হিন্দ, কুতুবুল মাশায়িখ, মুজাদ্দিদ যামান, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, হাবীবুল্লাহ সাইয়্যিদুনা

হযরত খাজা মুঈনুদ্দীন হাসান চিশতী আজমিরী সাঞ্জারী রহমতুল্লাহি আলাইহি-১৯

(বিলাদত শরীফ ৫৩৬ হিজরী, বিছাল শরীফ ৬৩৩ হিজরী)


রিয়াদ্বাত-মাশাক্কাত

সুলত্বানুল হিন্দ, কুতুবুল মাশায়িখ, মুজাদ্দিদে যামান, হাবীবুল্লাহ, আওলাদে রসূল, সাইয়্যিদুনা হযরত গরীবে নেওয়াজ রহমতুল্লাহি আলাইহি তিনি অস্বাভাবিক রিয়াদ্বত-মাশাক্কাত করেছেন।

উনার শায়েখ শায়খুল মাশায়িখ, সুলত্বানুল আরিফীন, সাইয়্যিদুনা হযরত উছমান হারূনী রহমতুল্লাহি আলাইহি উনার আদেশ-নিষেধগুলো পরিপূর্ণভাবে পালন করতেন। সবসময় উনার খিদমত মুবারকে আঞ্জাম দিয়েছেন। এতো অক্লান্ত পরিশ্রম করা সত্ত্বেও কোনদিন ওযীফা আদায় করা থেকে বিরত থাকেননি।

 একাধারে ৭০ বছর পর্যন্ত তিনি কোনো রাতে ঘুমাননি। তিনি উনার শায়েখ বা মুর্শিদ ক্বিবলা সুলত্বানুল আউলিয়া, শায়খুল মাশায়িখ, সাইয়্যিদুনা হযরত উছমান হারূনী রহমতুল্লাহি আলাইহি উনার খিদমত মুবারকের আঞ্জাম দিয়েছেন সাড়ে ২০ বছর । এই সময়ে তিনি ১২ বার উনার শায়েখ বা মুর্শিদ ক্বিবলা রহমতুল্লাহি আলাইহি উনার সাথে বিভিন্ন দেশ সফর করেন। তখন পাঁয়ে হেঁটে চলা ব্যতীত অন্য কোন ভ্রমন উপযোগী বাহন ছিল না। যার ফলে সব সফরই উনাদেরকে পায়ে হেঁটে করতে হয়েছে। প্রত্যেক সফরের সময়ই মহান মুর্শিদ ক্বিবলা রহমতুল্লাহি আলাইহি উনার খিদমতম মুবারকে আঞ্জাম দেয়ার যাবতীয় মাল-পত্র স্বীয় মাথা মুবারকে বহন করে নিয়ে যেতেন। উনার প্রত্যেক খিদমত মুবারকই শায়েখ বা মুর্শিদ ক্বিবলা রহমতুল্লাহি আলাইহি তিনি খুশি হতেন এবং উনার জন্য দোয়া করতেন।

আর উনার শায়েখ সুলত্বানুল আউলিয়া, শায়খুল মাশায়িখ, সাইয়্যিদুনা হযরত উছমান হারূনী রহমতুল্লাহি আলাইহি তিনি ফখর (গর্ব) করে বলতেন, ক্বিয়ামতের দিন যদি মহান আল্লাহ পাক তিনি আমাকে জিজ্ঞাসা করেন যে, আপনি আমার জন্য কি হাদিয়া নিয়ে এসেছেন? আমি বলবো, হে বারে ইলাহী! আমি আপনার জন্য হাদিয়া স্বরূপ খাজায়ে খাজেগাঁ হযরত মুঈনুদ্দীন চিশতী রহমতুল্লাহি আলাইহি উনাকে নিয়ে এসেছি।”

সুলত্বানুল হিন্দ, কুতুবুল মাশায়িখ, মুজাদ্দিদে যামান, হাবীবুল্লাহ, আওলাদে রসূল, সাইয়্যিদুনা হযরত গরীবে নেওয়াজ রহমতুল্লাহি আলাইহি উনার রিয়াদ্বত-মাশাক্কাতের ধারা ছিল পবিত্র সুন্নত মুবারক উনার সূক্ষ্মাতিসূক্ষ্ম, পুঙ্খানুপুঙ্খ ইত্তিবা বা অনুসরণ-অনুকরণ। তিনি প্রতিটি ক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পরিপূর্ণ ইত্তিবা করতেন। তিনি পবিত্র সুন্নত মুবারক উনার খিলাফ বা বিপরীত কোন আমল বা কাজ কখনো করতেন না। সুবহানাল্লাহ!

একদিন স্বপ্নে সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, নুরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার যিয়ারত মুবারক নছীব হলো। তিনি উনাকে লক্ষ্য করে বললেন, আপনি তো আমার প্রায় সমস্ত সুন্নত মুবারকই পালন করলেন। তবে এখনো একটি সুন্নত মুবারক অনাদায়ী রয়ে গেল। মুবারক স্বপ্œ দেখার পর তিনি চিন্তা-ফিকির করতে লাগলেন, কোন সুন্নত মুবারক বাকী রয়েছে। পরে ফিকিরে আসলো- নব্বই বছর বয়স মুবারক হয়েছে তবুও নিকাহ বা শাদী মুবারক করা হয়নি। তাই তিনি পরবর্তীতে পর পর দুটি নিকাহ মুবারক করলেন। সুবহানাল্লাহ!

একদিনের ঘটনা। তিনি জানতে পারলেন যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি চামড়ার দস্তরখানে খাবার রেখে খেয়েছেন। সেদিনই তিনি বাজার থেকে চামড়ার দস্তরখান কিনে আনলেন। পরক্ষণে এই চিন্তা-ফিকির করতে লাগলেন যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সেই দস্তরখানা মুবারকের রং কেমন ছিল?

তাহক্বীক্ব বা যাচাই বাছাই করে জানতে পারলেন যে, সেই দস্তরখানা মুবারক ছিল খয়েরী রংয়ের। তখন তিনি উনার দস্তরখানার রং খয়েরী করে নিলেন। সুবহানাল্লাহ!

নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুন্নত মুবারকের প্রতি গভীর মুহব্বত ও পরিপূর্ণ ইত্তিবা অনুসরণ-অনুকরণের কারণে হাবীবুল্লাহ তথা মহান আল্লাহ পাক উনার সর্বাধিক প্রিয় ব্যক্তিত্ব লক্বব মুবারকে মাশহূর হয়েছেন। তিনি পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ করার সাথে সাথে উনার পবিত্র কপাল মুবারকে কুদরতীভাবে স্বর্ণাক্ষরে লিখা উঠেছে-

هذا حبيب الله مات فى حب الله

অর্থ: “উনি মহান আল্লাহ পাক উনার সর্বাধিক প্রিয় বন্ধু। তিনি উনার মুহব্বত মুবারকে বিছালী শান মুবারক প্রকাশ করেছেন।” সুবহানাল্লাহ! (তাযকিরাতুল আউলিয়া)

সুলত্বানুল হিন্দ, কুতুবুল মাশায়িখ, মুজাদ্দিদ যামান, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, হাবীবুল্লাহ সাইয়্যিদুনা হযরত খাজা মুঈনুদ্দীন হাসান চিশতী আজমিরী সাঞ্জারী রহমতুল্লাহি আলাইহি-১৫

সুলত্বানুল হিন্দ, কুতুবুল মাশায়িখ, মুজাদ্দিদ যামান, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, হাবীবুল্লাহ সাইয়্যিদুনা হযরত খাজা মুঈনুদ্দীন হাসান চিশতী আজমিরী সাঞ্জারী রহমতুল্লাহি আলাইহি-১৪

সুলত্বানুল হিন্দ, কুতুবুল মাশায়িখ, মুজাদ্দিদ যামান, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, হাবীবুল্লাহ সাইয়্যিদুনা হযরত খাজা মুঈনুদ্দীন হাসান চিশতী আজমিরী সাঞ্জারী রহমতুল্লাহি আলাইহি-২০

সুলত্বানুল হিন্দ, কুতুবুল মাশায়িখ, মুজাদ্দিদ যামান, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, হাবীবুল্লাহ সাইয়্যিদুনা হযরত খাজা মুঈনুদ্দীন হাসান চিশতী আজমিরী সাঞ্জারী রহমতুল্লাহি আলাইহি-১৩

সুলত্বানুল হিন্দ, কুতুবুল মাশায়িখ, মুজাদ্দিদ যামান, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, হাবীবুল্লাহ সাইয়্যিদুনা হযরত খাজা মুঈনুদ্দীন হাসান চিশতী আজমিরী সাঞ্জারী রহমতুল্লাহি আলাইহি-১২