সুলত্বানুল হিন্দ, কুতুবুল মাশায়িখ, মুজাদ্দিদুয যামান, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, হাবীবুল্লাহ সাইয়্যিদুনা হযরত খাজা মুঈনুদ্দীন হাসান চিশতী আজমিরী সাঞ্জারী রহমতুল্লাহি আলাইহি-৬৬

সংখ্যা: ২৯৬তম সংখ্যা | বিভাগ:

সুলত্বানুল হিন্দ, কুতুবুল মাশায়িখ, মুজাদ্দিদে যামান, আওলাদে রসূল সাইয়্যিদুনা হযরত খাজা গরীবে নেওয়াজ রহমতুল্লাহি আলাইহি উনার প্রথম মাকতুবাত বা চিঠি মুবারক (৩)

খ্বালিক মালিক রব মহান আল্লাহ পাক উনার নিকট নিজেকে কুরবান বা উৎসর্গ করলাম। যিনি পরম করুণাময় দয়ালু ও দাতা।

মহান আল্লাহ পাক উনার পরম দীদার মুবারকের আকাঙ্খীর বাসনায় প্রদীপ্ত ও অবিরাম পরিশ্রমী দরবেশ, আমার অত্যন্ত মুহব্বতের ভাই। খাজা কুতুবুদ্দীন বখতিয়া কাকী রহমতুল্লাহি আলাইহি। আপনার জ্ঞাতার্থে তাছাওউফের কিছু গুরুত্বপূর্ণ বিষয় পেশ করছি।

আমার মহান মুর্শিদ ক্বিবলা কুতুবুল মাশায়িখ সাইয়্যিদুনা হযরত খাজা ওসমান হারূনী রহমতুল্লাহি আলাইহি উনার পরম খিদমত মুবারকে একদিন আমি হাজির হলাম। সেই মজলিস মুবারকে খাজা নাজিমুদ্দীন ছোগরা রহমতুল্লাহি আলাইহি, খাজা মুহম্মদ রহমতুল্লাহি আলাইহি এবং আরো অনেক বুযুর্গানে দ্বীন উপস্থিত ছিলেন।

এক ব্যক্তি আমার মহান মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত খাজা ওসমান হারূনী রহমতুল্লাহি আলাইহি উনাকে জিজ্ঞাসা করলেন, কোন ব্যক্তি মহান আল্লাহ পাক উনার এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নৈকট্য, কুরবত মুবারক লাভ করেছেন- তা কিভাবে বুঝা যাবে? তিনি ইরশাদ মুবারক করলেন, “যে ব্যক্তির মধ্যে নেক আমল সম্পূর্ণরূপে প্রতিষ্ঠা লাভ করেছে, সেটাই তার নৈকট্য, কুরবতের পরিচিতি বহন করে। জেনে রাখুন, যে ব্যক্তিকে নেক আমলের তাওফীক্ব দান করা হয়েছে অর্থাৎ নেক আমল করতে ইতমিনান পায় তার জন্য নৈকট্য ও কুরবতের দরজা মুবারক খুলে দেয়া হয়েছে। সুবহানাল্লাহ!

অশ্রসিক্ত নয়নে কুতুবুল মাশায়িখ হযরত খাজা ওসমান হারূনী রহমতুল্লাহি আলাইহি তিনি আরো বললেন, এক ব্যক্তির নিকট  ছাহিবে জওক অর্থাৎ মহান আল্লাহ পাক উনার নৈকট্য ও কুরবতের ক্ষমতাসম্পন্ন একজন গোলাম ছিলেন। তিনি অর্ধরাত অতিবাহিত হলে অন্যান্য কাজ হতে মুক্ত হতেন। অজু করে নামায আদায় করতঃ মহান আল্লাহ পাক উনার শুকরিয়া আদায় করতেন। অতঃপর দু’হাত তুলে দোয়া করতেন। বলতেন, আয় খ্বালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক! আমি আপনার নৈকট্য, কুরবত মুবারক হাছিল করেছি। আপনি আমাকে আপনার নৈকট্য ও কুরবত মুবারক থেকে দূরে সরিয়ে দিবেন না।

ঐ গোলামের মুনিব একদিন উনার এরূপ দোয়া- প্রার্থনা শুনলেন। বললেন, আপনি কি করে বুঝতে পারলেন যে, আপনি মহান আল্লাহ পাক উনার নৈকট্য ও কুরবত মুবারক লাভ করেছেন?

তিনি বললেন, তিনি অর্ধ রাতের পর আমাকে জাগ্রত করে নামায আদায় করতে দেন। দোয়া করার তাওফীক্ব দান করেন।

মহান আল্লাহ পাক উনার নৈকট্য ও কুরবত ব্যতীত কখনো এমনটি ঘটতো না। তিনি আমাকে উনার নৈকট্য ও কুরবত মুবারক দান করেছেন বলেই তা সম্ভব হয়। সুবহানাল্লাহ!

এ জাওয়াব শুনে সেই মুনীব বললেন, আমি আপনাকে মহান আল্লাহ পাক উনার মুবারক নামে এবং উনার পথে আযাদ করে দিলাম। সুবহানাল্লাহ!

কাজেই, মানুষকে দিন-রাত মহান আল্লাহ পাক উনার ইবাদত-বন্দেগী যিকির-ফিকিরে নিয়োজিত থাকা উচিত। যাতে উনার নাম নেককার বান্দাদের দফতরে লিপিবদ্ধ হয়ে যায়। আর নফস বিতাড়িত শয়তানের কয়েদ বা বন্দী হতে মুক্তি লাভ করে। (খাজা গরীবে নেওয়াজের পূর্ণাঙ্গ জীবনী-২২২)

সুলত্বানুল হিন্দ, কুতুবুল মাশায়িখ, মুজাদ্দিদ যামান, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, হাবীবুল্লাহ সাইয়্যিদুনা হযরত খাজা মুঈনুদ্দীন হাসান চিশতী আজমিরী সাঞ্জারী রহমতুল্লাহি আলাইহি-১৫

সুলত্বানুল হিন্দ, কুতুবুল মাশায়িখ, মুজাদ্দিদ যামান, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, হাবীবুল্লাহ সাইয়্যিদুনা হযরত খাজা মুঈনুদ্দীন হাসান চিশতী আজমিরী সাঞ্জারী রহমতুল্লাহি আলাইহি-১৪

সুলত্বানুল হিন্দ, কুতুবুল মাশায়িখ, মুজাদ্দিদ যামান, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, হাবীবুল্লাহ সাইয়্যিদুনা হযরত খাজা মুঈনুদ্দীন হাসান চিশতী আজমিরী সাঞ্জারী রহমতুল্লাহি আলাইহি-১৯

সুলত্বানুল হিন্দ, কুতুবুল মাশায়িখ, মুজাদ্দিদ যামান, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, হাবীবুল্লাহ সাইয়্যিদুনা হযরত খাজা মুঈনুদ্দীন হাসান চিশতী আজমিরী সাঞ্জারী রহমতুল্লাহি আলাইহি-২০

সুলত্বানুল হিন্দ, কুতুবুল মাশায়িখ, মুজাদ্দিদ যামান, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, হাবীবুল্লাহ সাইয়্যিদুনা হযরত খাজা মুঈনুদ্দীন হাসান চিশতী আজমিরী সাঞ্জারী রহমতুল্লাহি আলাইহি-১৩