সুলত্বানুল হিন্দ, কুতুবুল মাশায়িখ, মুজাদ্দিদুয যামান, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, হাবীবুল্লাহ সাইয়্যিদুনা হযরত খাজা মুঈনুদ্দীন হাসান চিশতী আজমিরী সাঞ্জারী রহমতুল্লাহি আলাইহি-৬৭ (বিলাদত শরীফ ৫৩৬ হিজরী, বিছাল শরীফ ৬৩৩ হিজরী)

সংখ্যা: ২৯৮তম সংখ্যা | বিভাগ:

সাইয়্যিদুনা হযরত গরীবে নেওয়াজ রহমতুল্লাহি উনার নছীহত মুবারক (১)

সুলত্বানুল হিন্দ, সাইয়্যিদুনা হযরত গরীবে নেওয়াজ রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, পাঁচটি জিনিষ দর্শন করা সম্মানিত দ্বীন ইসলাম উনার দৃষ্টিতে ইবাদত এবং গুনাহ মাফের কারণ।

এক: নিজের পিতা-মাতার যিয়ারত (দর্শন) করা, উভয়কে আদবের সাথে সালাম করা। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, যে সকল সন্তান মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি-রেযামন্দি, কুরবত-নৈকট্য লাভের আশায় নিজের মাতা-পিতার খিদমত করে, মুহব্বতের দৃষ্টিতে তাদের দিকে নজর দেয় তারা একটি হজ্জের সওয়াব লাভ করে। যে সন্তান মাতা-পিতার ক্বদমবুছী করে মহান আল্লাহ পাক তাদের আমল নামায় হাজার বছরের ইবাদতের ছওয়াব লিখে দেন। তাদের সকল গোনাহ-খতা ক্ষমা করে দেন। সাইয়্যিদুনা হযরত গরীবে নেওয়াজ রহমতুল্লাহি আলাইহি তিনি একটি ঘটনা বর্ণনা করেন- একদা এক ব্যক্তি একজন যুবককে স্বপ্নে দেখলেন। সে সম্মানিত জান্নাতে হাজী ছাহেবগণের সাথে ঘোরা ফেরা করছেন। তাকে জিজ্ঞাসা করলেন, যে যুবক! আপনাকে তো কখনো কোন নেক কাজ করতে দেখিনি। এ সম্মান-মর্যাদা পেলেন কিভাবে?

যুবক বললেন, দুনিয়ার যমীনে আমি কোন নেক কাজ করিনি, একথা সত্য। কিন্তু একটি ভালো কাজ আমি প্রতিদিন করতাম। সেটা হচ্ছে, বাসা হতে যখনই আমি বের হতাম, তখন আমি আমার মায়ের ক্বদমবুছী করতাম। আমার মা আমার এই উত্তম কাজটির জন্য প্রতিদিন আমার জন্য দোয়া করতেন। “মহান আল্লাহ পাক! আপনার সব গোনাহ-খতা মাফ করুন এবং হাজী সাহেবগণের সাথে জান্নাতে থাকার তাওফীক্ব দান করুন।”

মহান আল্লাহ পাক তিনি আমার মায়ের দোয়া কবুল করেছেন। আমার গোনাহ খাতা ক্ষমা করে হাজী সাহেবগণের সাথে আমাকে জান্নাতে থাকার তাওফীক্ব দান করেছেন।

পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো বর্ণিত আছে-

عَنْ حَضْرَتْ اُمِّ الْـمُؤْمِنِيْنِ الثَّالِثَةِ الصِّدِّيْـقَةِ عَلَيْـهَا السَّلَامُ قَالَتْ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ قَـبَّلَ رِجْلَ اُمِّهٖ فَكَاَنَّمَا قَـبَّلَ عَتَـبَةَ الْجَنَّةِ

অর্থ: উম্মুল মু’মিনীন হযরত আছ ছালিছা ছিদ্দীক্বা আলাইহাস সালাম তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, যে ব্যক্তি নিজের মায়ের ক্বদম বুছী করলো সে যেন সম্মানিত জান্নাতের চৌকাঠে বুছা দিলো। সুবহানাল্লাহ!

দুই: পবিত্র কালামুল্লাহ শরীফ দেখা ইবাদত। পবিত্র কুরআন শরীফ উনার দিকে দৃষ্টি দিলেও গুনাহ-খতা মাফ হয়। সাইয়্যিদুনা হযরত গরীবে নেওয়াজ রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি “শরহে আউলিয়া” কিতাবে দেখেছি, যে ব্যক্তি পবিত্র কুরআন শরীফ দেখে দেখে পাঠ করে তাকে মহান আল্লাহ পাক তাকে দুই প্রকার ছাওয়াব দান করবেন। (১) কালামুল্লাহ শরীফ দেখার জন্য (২) পবিত্র কালামল্লাহ শরীফ তিলাওয়াতের জন্য। প্রতিটি হরফ (অক্ষর) তিলাওয়াতের জন্য কমপক্ষে ২৫টি নেকি লিপিবদ্ধ করা হয়।

ওলীয়ে মাদারজাত, মুসতাজাবুদ্ দাওয়াত, আফযালুল ইবাদ, ছাহিবে কাশ্ ওয়া কারামত, ফখরুল আউলিয়া, ছূফীয়ে বাতিন, ছাহিবে ইস্মে আযম, লিসানুল হক্ব, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, আমাদের সম্মানিত দাদা হুযূর ক্বিবলা রহমতুল্লাহি আলাইহি-এর স্বরণে- একজন কুতুবুয যামান উনার দিদারে মাওলা উনার দিকে প্রস্থান- ৭৫

 ওলীয়ে মাদারজাদ, মুসতাজাবুদ্ দা’ওয়াত, আফযালুল ইবাদ, ছহিবে কাশ্ফ ওয়া কারামত, ফখরুল আউলিয়া, ছুফীয়ে বাতিন, ছহিবে ইস্মে আ’যম, লিসানুল হক্ব, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, আমাদের সম্মানিত দাদা হুযূর ক্বিবলা রহমতুল্লাহি আলাইহি-এর স্মরণে- একজন কুতুবুয্ যামান-এর দিদারে মাওলার দিকে প্রস্থান- ৭৬

 ওলীয়ে মাদারজাদ, মুসতাজাবুদ্ দা’ওয়াত, আফযালুল ইবাদ, ছহিবে কাশ্ফ ওয়া কারামত, ফখরুল আউলিয়া, ছুফীয়ে বাতিন, ছহিবে ইস্মে আ’যম, লিসানুল হক্ব, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, আমাদের সম্মানিত দাদা হুযূর ক্বিবলা রহমতুল্লাহি আলাইহি-এর স্মরণে- একজন কুতুবুয্ যামান-এর দিদারে মাওলার দিকে প্রস্থান- ৭৭ -মুহম্মদ সাদী

ওলীয়ে মাদারজাদ, মুসতাজাবুদ্ দা’ওয়াত, আফযালুল ইবাদ, ছহিবে কাশ্ফ ওয়া কারামত, ফখরুল আউলিয়া, ছুফীয়ে বাতিন, ছহিবে ইস্মে আ’যম, লিসানুল হক্ব, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, আমাদের সম্মানিত দাদা হুযূর ক্বিবলা রহমতুল্লাহি আলাইহি-এর স্মরণে- একজন কুতুবুয্ যামান-এর দিদারে মাওলার দিকে প্রস্থান- ৭৮

ওলীয়ে মাদারজাদ, মুসতাজাবুদ্ দা’ওয়াত, আফযালুল ইবাদ, ছহিবে কাশ্ফ ওয়া কারামত, ফখরুল আউলিয়া, ছুফীয়ে বাতিন, ছহিবে ইস্মে আ’যম, লিসানুল হক্ব, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, আমাদের সম্মানিত দাদা হুযূর ক্বিবলা রহমতুল্লাহি আলাইহি-এর স্মরণে- একজন কুতুবুয্ যামান-এর দিদারে মাওলার দিকে প্রস্থান- ৭৯