হাফিয মুহম্মদ রফীকুল ইসলাম, রাজশাহী

সংখ্যা: ২০৫তম সংখ্যা | বিভাগ:

সুওয়াল: প্রচলিত ইলিয়াসী তাবলীগ জামায়াতের অনেক লোককে দেখা যায় যে, মসজিদে নামাযের জামায়াতে শরীক হওয়ার জন্য ওযু ছাড়াই নামাযে দাঁড়িয়ে যায়। এমন ব্যক্তির নামায শুদ্ধ হবে কি?

জাওয়াব: ত্বাহারাত বা পবিত্রতা ছাড়া নামায শুদ্ধ হবে না। যার উপর ওযু ফরয তার জন্য ওযু করে উত্তমভাবে পবিত্রতা অর্জনের মাধ্যমে নামায আদায় করা ফরযে আইন। পবিত্রতা ছাড়া ইচ্ছা করে নামায আদায় করা কুফরী। অতএব সুওয়ালে বর্ণিত ব্যক্তিদের নামায শুদ্ধ হয়নি। (বাহরুর রায়িক, আইনী, দুররুল মুখতার)

 

 সুওয়াল – জাওয়াব বিভাগ

সুওয়াল – জাওয়াব বিভাগ

সুওয়াল-জাওয়াব বিভাগ

সুওয়াল – জাওয়াব বিভাগ

সুওয়াল – জাওয়াব বিভাগ