ইমামুল মুসলিমীন, মুজাদ্দিদে মিল্লাত ওয়াদ দ্বীন, হাকিমুল হাদীছ, ইমামুল আইম্মাহ, মুহ্ইউস সুন্নাহ ইমামে আ’যম সাইয়্যিদুনা হযরত ইমাম আবূ হানীফা রহমতুল্লাহি আলাইহি-৫৬ (বিলাদাত শরীফ- ৮০ হিজরী, বিছাল শরীফ- ১৫০ হিজরী)

সংখ্যা: ২৭০তম সংখ্যা | বিভাগ:

যে সকল হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের ছোহবত মুবারক ইখতিয়ার করেছেন সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি।

 

হযরত কাযী ইবনে খ্বাল্লিকান ইমাম আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার আলোচনা মুবারক করতে গিয়ে তিনি বলেন-

وَأَدْرَكَ الاِمَامُ اَبُوْ حَنِيْفَةَ أَرْبَعَةً مِّنَ الصَّحَابَةِ وَهُمْ حَضْرَتْ أَنَسُ بْنُ مَالِكٍ رَضِىَ اللهُ تَعَالَى عَنْهُ وَعَبْدُ اللهِ بْنُ أَبِيْ أَوْفٰى رَضِىَ اللهُ تَعَالٰـى عَنْهُ بِالْكُوْفَةِ وَسَهْلُ بْنُ سَعْدِ السَّاعِدِيُّ بِالْـمَدِيْنَةِ وَأَبُو الطُّفَيْلِ عَامِرُ بْنُ وَاثِلَةَ بِـمَكَّةَ

অর্থ: ইমাম আবূ হানীফা রহমতুল্লাহি আলাইহি তিনি চার জন ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের ছোহবত মুবারক তথা সাক্ষাত মুবারক লাভ করেন। উনারা হলেন, কুফায় হযরত আনাস ইবনে মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু ও হযরত আব্দুল্লাহ ইবনে আবী আওফা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু। মদীনা শরীফে হযরত সাহল ইবনে সা’দ সা’ঈদী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, মক্কা শরীফে হযরত আবূ তুফাইল আমের ইবনে ওয়াসেলা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাদের সাথে।

ইমাম যাহাবী রহমতুল্লাহি আলাইহি তিনি সাইয়্যিদুনা হযরত ইমাম আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার আলোচনা করতে গিয়ে বলেন-

وُلِدَ سَنَةَ ثَـمَانِيْنَ فِيْ حَيَاةِ صِغَارِ الصَّحَابَةِ رَضِىَ اللهُ تَعَالٰـى عَنْهُمْ

অর্থ: তিনি ৮০ হিজরীতে বিলাদতী শান মুবারক প্রকাশ করে অতি অল্প বয়স মুবারকে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের ছোহবত মুবারক ইখতিয়ার করার সুযোগ পান।

ইমাম আবূ মুহম্মদ আব্দুল্লাহ ইবনে আসআদ ইয়াফেয়ী সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার জীবনী মুবারক আলোচনা করতে গিয়ে বলেন-

وَكَانَ قَدْ أَدْرَكَ أَرْبَعَةً مِّنَ الصَّحَابَةِ وَهُمْ حَضْرَتْ أَنَسُ بْنُ مَالِكٍ رَضِىَ اللهُ تَعَالَى عَنْهُ وَعَبْدُ اللهِ بْنِ أَبِيْ أَوْفى رَضِىَ اللهُ تَعَالى عَنْهُ بِالْكُوفَةُ وَسَهْلُ بْنِ سَعَدِ السَّاعِدِيُّ بِالْـمَدِيْنَةِ وَأَبُو الطُّفَيْلِ عَامِرُ بْنُ وَاثِلَةَ بِـمَكَّةَ

অর্থ: তিনি নিজে চার জন ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে পেয়েছেন। উনারা হলেন, কুফায় হযরত আনাস ইবনে মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু ও হযরত আব্দুল্লাহ ইবনে আবী আওফা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু। মদীনা শরীফে হযরত সাহল ইবনে সা’দ সা’ঈদী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, মক্কা শরীফে হযরত আবূ তুফাইল আমের ইবনে ওয়াসেলা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার সাথে।

হাফেয ইবনে হাজর আসাক্বালানী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন-

أَدْرَكَ الْأِمَامُ اَبُوْ حَنِيْفَةَ جَمَاعَةً مِّنَ الصَّحَابَةِ لِأَنَّه وُلِدَ بِكُوْفَةَ سَنَةَ ثَـمَانِيْنَ مِنَ الْـهِجْرَةِ وَبِـهَا يَوْمَئِذٍ مِّنَ الصَّحَابَةِ عَبْدِ اللهِ بْنِ أَبِيْ أَوْفٰـى رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ فَأَنَّه مَاتَ بَعْدَ ذٰلِكَ بِالْاِتِّفَاقِ وَبِالْبَصْرَةِ يَوْمَئِذٍ حَضْرَتْ اَنَسِ بْنِ مَالِكٍ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ وَمَاتَ سَنَةَ تِسْعِيْنَ أَوْ بَعْدَهَا.

অর্থ: সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের কয়েকজনকে পেয়েছেন। কেননা তিনি ৮০ হিজরীতে কুফায় বিলাদতী শান মুবারক প্রকাশ করেন। এ সময় অনেক হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা সম্মানিত হায়াত মুবারকে ছিলেন। সে সময় কুফায় হযরত আব্দুল্লাহ ইবনে আওফা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি ছিলেন, পরে তিনি বিছালী শান মুবারক প্রকাশ করেন। এ ব্যাপারে ইতিহাসবিদদের ঐক্যমত রয়েছে। বসরায় হযরত আনাস বিন মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি ছিলেন। যিনি ৯০ হিজরীতে বা আরো পরে বিছালী শান মুবারক প্রকাশ করেন। সুবহানাল্লাহ!

 

ওলীয়ে মাদারজাদ, মুসতাজাবুদ্ দাওয়াত, আফদ্বালুল ইবাদ, ছাহিবে কাশফ্ ওয়া কারামত, ফখরুল আওলিয়া, ছূফীয়ে বাতিন, ছাহিবে ইস্মে আযম, লিসানুল হক্ব, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, আমাদের সম্মানিত দাদা হুযূর ক্বিবলা রহমতুল্লাহি আলাইহি-এর স্মরণে- একজন কুতুবুয্ যামান-এর দীদারে মাওলার দিকে প্রস্থান-১৩৩

ওলীয়ে মাদারজাদ, মুসতাজাবুদ্ দা’ওয়াত, আফদ্বালুল ইবাদ, ছাহিবে কাশফ্ ওয়া কারামত, ফখরুল আওলিয়া, ছূফীয়ে বাতিন, ছাহিবে ইস্মে আ’যম, লিসানুল হক্ব, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, আমাদের সম্মানিত দাদা হুযূর ক্বিবলা রহমতুল্লাহি আলাইহি-এর স্মরণে- একজন কুতুবুয্ যামান-এর দীদারে মাওলার দিকে প্রস্থান-১৩৪

ওলীয়ে মাদারজাদ, মুসতাজাবুদ্ দা’ওয়াত, আফযালুল ইবাদ, ছাহিবে কাশফ্ ওয়া কারামত, ফখরুল আওলিয়া, ছূফীয়ে বাতিন, ছাহিবে ইস্মে আ’যম, লিসানুল হক্ব, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, আমাদের সম্মানিত দাদা হুযূর ক্বিবলা রহমতুল্লাহি আলাইহি-এর স্মরণে- একজন কুতুবুয্ যামান-এর দীদারে মাওলার দিকে প্রস্থান-১৩৫

ওলীয়ে মাদারজাদ, মুসতাজাবুদ্ দা’ওয়াত, আফযালুল ইবাদ, ছাহিবে কাশফ্ ওয়া কারামত, ফখরুল আওলিয়া, ছূফীয়ে বাতিন, ছাহিবে ইস্মে আ’যম, লিসানুল হক্ব, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, আমাদের সম্মানিত দাদা হুযূর ক্বিবলা রহমতুল্লাহি আলাইহি-এর স্মরণে- একজন কুতুবুয্ যামান-এর দীদারে মাওলার দিকে প্রস্থান-১৩৬

ওলীয়ে মাদারজাদ, মুসতাজাবুদ্ দা’ওয়াত, আফযালুল ইবাদ, ছাহিবে কাশফ্ ওয়া কারামত, ফখরুল আওলিয়া, ছূফীয়ে বাতিন, ছাহিবে ইস্মে আ’যম, লিসানুল হক্ব, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, আমাদের সম্মানিত দাদা হুযূর ক্বিবলা রহমতুল্লাহি আলাইহি-এর স্মরণে- একজন কুতুবুয্ যামান-এর দীদারে মাওলার দিকে প্রস্থান-১৩৭