সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূর, সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম মহা সম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস ও উনার প্রাসঙ্গিক আলোচনা -আল্লামা মুফতী সাইয়্যিদ শুয়াইব আহমদ

সংখ্যা: ২৭০তম সংখ্যা | বিভাগ:

সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালীন, সাইয়্যিদুল কাওনাইন, রহমাতুল্লিল আলামীন, রসূলুন ইলা কাফফাতিল খলক্বি আজমাঈন, খাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুমহান বিলাদতী শান মুবারক প্রকাশের মাসই হচ্ছেন মহা সম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস। সুবহানল্লাহ!

শুধু তাই নয়, সাইয়্যিদুল আউলিয়া ওয়াল মাশায়িখ, সাইয়্যিদুল মুরশিদীন ওয়াল মুজাদ্দিদীন, মুজাদ্দিদে আ’যম, সুলত্বানুন নাছীর, ক্বায়িম-মাক্বামে রহমাতুল্লিল আলামীন, আহলে বাইতে রসূল, নূরে মুকাররম সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম উনারও সুমহান বিলাদতী শান মুবারক প্রকাশের মাস হচ্ছেন মহা সম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস। সুবহানাল্লাহ!

একইভাবে উক্ত মহা সম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস উনার ১২ই শরীফ তারিখ অর্থাৎ সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ উনাদের সুমহান বিলাদতী শান মুবারক প্রকাশের মহা সম্মানিত তারিখ। সুবহানাল্লাহ!

স্মরণীয় যে, যিনি খ্বালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার পরেই উনার যিনি সম্মানিত হাবীব ও মাহবূব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শ্রেষ্ঠত্ব ও মর্যাদা এবং মহান আল্লাহ পাক তিনি উনাকে এমন সম্মান-মর্যাদা ও শ্রেষ্ঠত্ব মুবারক হাদিয়া করেছেন যে, উনার সাথে নিসবত বা সম্পর্কযুক্ত বিষয়সমূহের সম্মান খোদ আরশে আযীম অপেক্ষা অধিক। সুবহানাল্লাহ!

উদাহরণ স্বরূপ, মাটির সাধারণভাবে কোন মর্যাদা নেই। মাটির মধ্যে মানুষ, পশু-পাখি চলাচল করে, ইস্তিঞ্জাও করে। কিন্তু যেই মাটি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার স্পর্শ মুবারক লাভ করেছেন সেই মাটি খোদ আরশে আযীম অপেক্ষা শ্রেষ্ঠ হয়ে যান। সুবহানাল্লাহ! অনুরূপ যে কোনো পদার্থ, বস্তু, খাদ্য, পানিয় যা কিছু উনার স্পর্শ মুবারক লাভে ধন্য হয়েছেন সবকিছুই আরশে আযীম অপেক্ষা শ্রেষ্ঠত্বের অধিকারী হয়েছেন। উনার ছোহবত মুবারকে ধন্য হওয়ার কারণে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম এমন শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন যে, উনাদের জন্য মহান আল্লাহ পাক তিনি ও উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা সন্তুষ্টি মুবারকের সুসংবাদ দান করেছেন। শুধু তাই নয়, উনাদের জন্য জান্নাতের সুসংবাদ এবং জাহান্নাম হতে পরিত্রাণের সুসংবাদও দেয়া হয়েছে এমনকি উনাদেরকে যারা দেখেছেন হযরত তাবিয়ীনে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনাদের জন্যও সেই একই সুসংবাদ দেয়া হয়েছে। সুবহানাল্লাহ!

উল্লেখ্য, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ছোহবত মুবারকে ধন্য হওয়ার কারণে যদি হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা উক্তরূপ ফযীলত ও সম্মানের অধিকারী হন তাহলে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র ঘর ও পবিত্র বিছানা মুবারকের যারা অধিবাসী সম্মানিত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের ফযীলত, শ্রেষ্ঠত্ব, মর্যাদা, মর্তবা, সম্মান যে অনেক গুণে বেশি বা অধিক হবে তা বলার অপেক্ষা রাখে না। এখন কতখানি বেশি হবে? সেটা প্রকাশ করেছেন যামানার সুমহান মুজতাহিদ ও ইমাম, মুজাদ্দিদে আ’যম, জাব্বারিউল আউওয়াল, ক্বউইয়্যুল আউওয়াল, আহলে বাইতে রসূল, নূরে মুকাররম সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম তিনি। তিনি বলেন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালীন, রহমাতুল্লিল আলামীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পরেই উনার মহা সম্মানিত ও মহা পবিত্র আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের ফযীলত, শ্রেষ্ঠত্ব ও মর্যাদা। অতঃপর অন্য সকল হযরত আম্বিয়া আলাইহিমুস সালাম উনাদের ফযীলত, শ্রেষ্ঠত্ব ও মর্যাদা। সুবহানাল্লাহ!

তিনি আরো বলেন, সম্মানিত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা তিন স্তরে বিভক্ত। প্রথম স্তরে রয়েছেন উনার মহাসম্মানিত ও মহাপবিত্র আব্বা আলাইহিস সালাম এবং উনার মহা সম্মানিতা ও মহা পবিত্রা আম্মা আলাইহাস সালাম উনারা। দ্বিতীয় স্তরে রয়েছেন হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা এবং তৃতীয় স্তরে রয়েছেন হযরত আবনাউ রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং হযরত বানাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা। অতঃপর হযরত আসবাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং সিবত্বাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা। সুবহানাল্লাহ!

আরো উল্লেখ্য, পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের মধ্যে হযরত আম্বিয়া আলাইহিমুস সালাম উনাদের বিলাদতী শান মুবারক, বিছালী শান মুবারক এবং অন্য বিশেষ শান মুবারক প্রকাশের তারিখ ও দিনে রহমত, বরকত, সাকীনা, সালাম-শান্তি ইত্যাদি নিয়ামত নাযিল হওয়ার কথা ঘোষিত হয়েছে।

তাহলে হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের বিলাদতী শান মুবারক, বিছালী শান মুবারক, নিসবতে আযীমাহ শান মুবারক ইত্যাদি শান মুবারক প্রকাশের তারিখ ও দিনে আরো অধিক পরিমাণে রহমত, বরকত, সাকীনা, সালাম-শান্তি ইত্যাদি নিয়ামতসমূহ নাযিল বা বর্ষিত হবে তা উম্মতমাত্রই সকলকে জেনে ও বিশ্বাস করে উক্ত তারিখ বা দিবসসমূহে মাহফিলের ইন্তিজাম করতঃ খুশি প্রকাশার্থে পালন করতে হবে। আর এ উদ্দেশ্যেই সম্মানিত ছফর শরীফ মাস এবং মহা সম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস উনাদের মধ্যে স্মরণীয় ও পালনীয় তারিখসমূহ আলোকপাত করা হলো।

সম্মানিত ছফর শরীফ মাস:

৩ ছফর শরীফ: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুন নিসা হযরত উম্মুল মু’মিনীন আল হাদিয়াহ আশার আলাইহাস সালাম উনার নিসবাতুল আযীমাহ মুবারক সংঘটিত হওয়ার দিবস। সুবহানাল্লাহ!

৫ ছফর শরীফ: সাইয়্যিদাতুন নিসা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।

৭ ছফর শরীফ: সাইয়্যিদুনা হযরত ইমামুস সাবি’ আলাইহিস সালাম উনার বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।

২৪ ছফর শরীফ: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুন নিসা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আশার আলাইহাস সালাম উনার নিসবাতুল আযীমাহ মুবারক সংঘটিত হওয়ার দিবস। সুবহানাল্লাহ!

* ইয়াওমুল আরবিয়ায়িল আখির শরীফ (শেষ বুধবার): সম্মানিত পবিত্র আখিরী চাহার শোম্বাহ শরীফ দিবস।

২৮ ছফর শরীফ: ক) সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছানী আলাইহিস সালাম উনার শাহাদাতী শান মুবারক প্রকাশ দিবস। খ) ক্বইয়ূমে আউওয়াল হযরত মুজাদ্দিদে আলফে ছানী রহমতুল্লাহি আলাইহি উনার বিছালী শান মুবারক প্রকাশ দিবস।

মহা সম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস:

১ রবীউল আউওয়াল শরীফ: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার হিজরত মুবারক উনার উদ্দেশ্যে রওয়ানা হওয়ার দিবস।

২ রবীউল আউওয়াল শরীফ: সাইয়্যিদুল আবনা সাইয়্যিদুনা হযরত আন নূরুছ ছানী আলাইহিস সালাম উনার বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।

৩ রবীউল আউওয়াল শরীফ: ক) সাইয়্যিদাতুল বানাত সাইয়্যিদাতুনা হযরত আন নূরুছ ছালিছাহ আলাইহাস সালাম উনার নিসবাতুল আযীমাহ শরীফ দিবস। খ) আমীরুল মু’মিনীন, খলীফাতুল মুসলিমীন হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।

৪ রবীউল আউওয়াল শরীফ: সাইয়্যিদুল আবনা সাইয়্যিদুনা হযরত আন নূরুছ ছালিছ আলাইহিস সালাম উনার বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।

৫ রবীউল আউওয়াল শরীফ: ক) সাইয়্যিদাতুল উম্মাহাত সাইয়্যিদাতুনা হযরত উম্মু রসূলিনা আলাইহাস সালাম উনার বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। খ) সাইয়্যিদাতুন নিসা, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আস সাদিসাহ আলাইহাস সালাম উনার বিছালী শান মুবারক প্রকাশ দিবস।

৭ রবীউল আউওয়াল শরীফ: সাইয়্যিদাতুন নিসা, নূরে মুকাররমাহ, আওলাদে রসূল সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।

৮ রবীউল আউওয়াল শরীফ: ক) সাইয়্যিদুল আবনা সাইয়্যিদুনা হযরত আন নূরুছ ছানী আলাইহিস সালাম উনার বিছালী শান মুবারক প্রকাশ দিবস। খ) সাইয়্যিদুনা হযরত ইমামুল হাদী আশার আলাইহিস সালাম উনার বিছালী শান মুবারক প্রকাশ দিবস।

১০ রবীউল আউওয়াল শরীফ: ক) সাইয়্যিদাতুল উম্মাহাত সাইয়্যিদাতুনা হযরত উম্মু রসূলিনা আলাইহাস সালাম উনার বিছালী শান মুবারক প্রকাশ দিবস। খ) সাইয়্যিদুল আবনা, সাইয়্যিদুনা আন নূরুর রাবি’ আলাইহিস সালাম উনার বিছালী শান মুবারক প্রকাশ দিবস। গ) সাইয়্যিদুনা হযরত ইমামুল হাদী আশার আলাইহিস সালাম উনার বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।

১১ রবীউল আউওয়াল শরীফ: ফখরুল উলামা, আওলাদে রসূল সাইয়্যিদুনা হযরত আবূ উম্মিল উমাম আলাইহিস সালাম উনার বিছালী শান মুবারক প্রকাশ দিবস।

১২ রবীউল আউওয়াল শরীফ: (ক) মহা সম্মানিত ও মহা পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ। অর্থাৎ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুমহান বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ! (খ) সাইয়্যিদুল আবনা সাইয়্যিদুনা হযরত আন নূরুছ ছালিছ আলাইহিস সালাম উনার সুমহান বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ! (গ) আহলে বাইতে রসূল, নূরে মুকাররম সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম উনার সুমহান বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!

১৩ রবীউল আউওয়াল শরীফ: (ক) সাইয়্যিদাতুন নিসা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আশার আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক শরীফ প্রকাশ দিবস। (খ) খলীফাতু রসূলিল্লাহ হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার খিলাফত মুবারক গ্রহণ দিবস। (গ) আওলাদে রসূল সাইয়্যিদুনা হযরত আবূ ইমামিল উমাম আলাইহিস সালাম উনার বিছালী শান মুবারক প্রকাশ দিবস।

১৪ রবীউল আউওয়াল শরীফ: সাইয়্যিদাতুন নিসা, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল ঊলা কুবরা আলাইহাস সালাম উনার বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।

১৭ রবীউল আউওয়াল শরীফ: ক) সাইয়্যিদাতুন নিসা, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছামিনাহ আলাইহাস সালাম উনার বিছালী শান মুবারক প্রকাশ দিবস। খ) সাইয়্যিদুনা হযরত ইমামুস সাদিস আলাইহিস সালাম উনার বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। গ) আওলাদে রসূল হযরত আবূ শাফিয়িল উমাম আলাইহিস সালাম উনার বিছালী শান মুবারক প্রকাশ দিবস।

২৭ রবীউল আউওয়াল শরীফ: সাইয়্যিদাতুন নিসা, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল খামিসাহ আলাইহাস সালাম উনার বিছালী শান মুবারক প্রকাশ দিবস।

২৮ রবীউল আউওয়াল শরীফ: সাইয়্যিদাতুন নিসা হযরত উম্মুল মু’মিনীন আত তাসিয়াহ আলাইহাস সালাম উনার বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস

মাহে রজব ও তার প্রাসঙ্গিক আলোচনা

মাহে রমাদ্বান শরীফ ও তার প্রাসঙ্গিক আলোচনা

মাহে শাওওয়াল ও তার প্রাসঙ্গিক আলোচনা

মাহে রবীউল আউয়াল শরীফ ও তার প্রাসঙ্গিক আলোচনা

মাহে যিলক্বদ এবং তার প্রাসঙ্গিক আলোচনা