আল বাইয়্যিনাত শরীফ প্রতিবেদন : যামানার লক্ষ্যস্থল ওলীআল্লাহ, যামানার ইমাম ও মুজতাহিদ, ইমামুল আইম্মাহ, মুহ্ইউস সুন্নাহ, কুতুবুল আলম, মুজাদ্দিদে আ’যম, ক্বইয়ূমুয যামান, জাব্বারিউল আউওয়াল, ক্বউইয়্যূল আউওয়াল, সুলত্বানুন নাছীর, হাবীবুল্লাহ, জামিউল আলক্বাব, আওলাদে রসূল, মাওলানা সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম তিনি পবিত্র যাকাত আদায়ের গুরুত্ব সম্পর্কে বলেন, পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, “তোমরা নামায কায়িম করো, যাকাত আদায় করো। আর তোমরা নিজেদের জন্য যে উত্তম আমল অগ্রীম প্রেরণ করে থাকো তার প্রতিদান মহান আল্লাহ পাক উনার নিকট পাবে। নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি তোমরা যে সমস্ত নেক আমল করে থাকো তা দেখেন।”
মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম তিনি পবিত্র যাকাত আদায়ের ফযীলত সর্ম্পকে বলেন, মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, “আপনি তাদের সম্পদ হতে ছদক্বা (যাকাত) গ্রহণ করবেন। উনার দ্বারা আপনি তাদেরকে পবিত্র ও ইছলাহ করবেন। আপনি তাদের জন্য দুআ করুন। নিশ্চয়ই আপনার দুআ তাদের জন্য পরম প্রশান্তির কারণ। মহান আল্লাহ পাক তিনি সবকিছুই শোনেন, জানেন।”
মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, সম্মানিত যাকাত যদি কেউ কুফরী আক্বীদা সম্বলিত বাতিল ফিরক্বায় যেমন, কাদিয়ানি, বাহাই, শিয়া, ওহাবীদের পবিত্র যাকাত দেয় বা পবিত্র দ্বীন ইসলাম উনার নামে অনৈসলামিক কাজে লিপ্ত মাদরাসা, আনজুমানে মুফিদুল ইসলাম, কোয়ান্টাম মেথড, জাকির নায়েক ওরফে কাফির নায়েককে পবিত্র যাকাত দেয় বা এরূপ কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানে যাকাত দেয় তাহলে কম্মিনকালেও তার যাকাত আদায় হবেনা। বরং এই পবিত্র যাকাত অনাদায়ী থেকে যাবে। ফলে পবিত্র যাকাত আদায় না করার কারণে তার মাল সম্পদ ধ্বংস হয়ে যাবে, মাল সম্পদে হারাম মিশ্রিত হওয়ায় খাওয়া খাদ্য হারাম হয়ে যাবে। ইবাদত বন্দেগী, নামায কবুল হবেনা সর্বোপরি মহান আল্লাহ পাক উনার অসন্তুষ্টিতে পড়ে সে হালাক হয়ে যাবে। নাউযুবিল্লাহ!
কারণ মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, “নেকী ও পরহেযগারীতে সহযোগিতা কর, বদী ও পাপে না। এ বিষয়ে মহান আল্লাহ পাক উনাকে ভয় কর। নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি কঠিন শাস্তিদাতা।”
তাই আনজুমান আমীলগণের দায়িত্ব-কর্তব্য হলো, সারাবিশ্ব থেকে পবিত্র যাকাত সংগ্রহ করে আহলে সুন্নত ওয়াল জামায়াত উনার আক্বীদা পোষণকারী, সূক্ষাতিসূক্ষ সুন্নত পালনের শিক্ষা দানকারী, হাক্বীকী পর্দা পালনকারী অর্থাৎ হাক্বীকী আল্লাহওয়ালা হওয়ার একমাত্র প্রতিষ্ঠান মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা, ইয়াতীমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে পৌঁছানোর সর্বাত্মক কোশেশ করা।
মাহফিল সংবাদ
পৃথিবীর ইতিহাসে নজীরবিহীন অনন্তকালব্যাপী জারিকৃত পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ মাহফিল
খ¦লীফাতুল্লাহ, খ¦লীফাতু রসূলিল্লাহ, ইমামুল আইম্মাহ, মুহ্ইউস সুন্নাহ, কুতুবুল আলম, মুজাদ্দিদে আ’যম, আওলাদে রসূল ঢাকা রাজারবাগ শরীফ উনার সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পৃথিবীর ইতিহাসে নজীরবিহীন পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উনার বিশেষ শান মুবারক অনন্তকালব্যাপী জারীকৃত পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ মাহফিল বাদ মাগরিব হতে রাজারবাগ শরীফ সুন্নতী জামে মসজিদে প্রতিদিন ও প্রতিনিয়ত অনুষ্ঠিত হচ্ছে।
একইভাবে সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, ইমামাতুস ছিদ্দীক্বা, উম্মুল উম্মাহাত, আফদ্বালুন নিসা বা’দাল আম্বিয়ায়ি ওয়া উম্মাহাতিল মু’মিনীন আলাইহিন্নাস সালাম, ফক্বীহাতুন নিসা, ত্বাহিরাতুন নিসা, হামীদাতুন নিসা, মাজীদাতুন নিসা, বাহরুল উলূম, নূরে মদীনা, গুলে মুবীনা, উম্মুল খইর, রাহনুমায়ে দ্বীন, আত্বায়ে রসূল, নুরে জাহান, আল মাবরুরা, আল মাহযুবা, আল ক্বারীবা ওয়াল মুক্বাররিবা, ওলীয়ে মাদারজাদ, ছিদ্দীক্বায়ে কুবরা, ক্বায়িম মাক্বামে উম্মাহাতুল মু’মিনীন, হাবীবাতুল্লাহ, হাদীয়ে যামান, আওলাদে রসূল, উম্মুল উমাম সাইয়্যিদাতুনা হযরত আম্মা হুযূর ক্বিবলা আলাইহাস সালাম উনার মুবারক পৃষ্ঠপোষকতায় মুহম্মদিয়া জামিয়া শরীফ বালিকা মাদরাসায় ছাত্রী ও মহিলা আনজুমান উনাদের উদ্যোগে প্রতি জুময়াবার বাদ জুময়া হতে, প্রতি ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ দুপুর ১২টা হতে এবং সপ্তাহের অন্যান্য দিন বিকাল ৩.৩০ মি. হতে মহিলাদের জন্য আনুষ্ঠানিক ‘ফাল ইয়াফরাহু’ মাহফিলসহ অন্যান্য সমস্ত মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখিত আযীমুশশান মাহফিল ছাড়াও রাজারবাগ শরীফ উনার মধ্যে বিভিন্ন বিশেষ দিবস মুবারক উপলক্ষে অনেক বিশেষ মাহফিল মুবারক অনুষ্ঠিত হয়।
২০ জুমাদাল উখরা শরীফ : সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি ইয়াওমিল ক্বিয়ামাতি, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, উম্মুল ইমামাইনিল হুমামাইন, সাইয়্যিদাহ, ত্বাহিরাহ, ত্বইয়্যিবাহ, যাকিয়াহ, রদ্বিয়াহ, মারদ্বিয়াহ, বতূল, উম্মু আবীহা বিনতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা আন নূরুর রাবিয়াহ হযরত যাহরা আলাইহাস সালাম উনার বিলাদতি শান মুবারক প্রকাশ দিবস।
২১ জুমাদাল উখরা শরীফ : সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, উম্মু আবীহা, খইরু বানাতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত আন নূরুল ঊলা আলাইহাস সালাম উনার মহাপবিত্র ও বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশ করার সুমহান দিবস।
২২ জুমাদাল উখরা শরীফ:
* খলীফাতু রসূলিল্লাহ, আফদ্বালুন নাস বা’দাল আম্বিয়া, ছাহিবু রসূলিল্লাহি ফিল গারি, মুছাদ্দিকুল হুসনা, আশ শাহিদু আলান নাস, খলীফাতুল মুসলিমীন, আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার সুমহান বিছালী শান মুবারক প্রকাশ দিবস।
* খলীফায়ে ছানী, ফারূক্বে আ’যম, আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত উমর ইবনুল খত্তাব আলাইহিস সালাম উনার পবিত্র খিলাফত মুবারক গ্রহণ দিবস।
* রজবুল হারাম মাসের ১ম জুমুয়ার রাত তথা মহিমান্বিত ‘লাইলাতুর রগায়িব’ শরীফ।
১ রজবুল হারাম শরীফ:
* যিক্রুল্লাহ, খইরু খলক্বিল্লাহ, আস সিরাজুল মুনীর, ইমামুল মুত্তাক্বীন, মালিকুল জান্নাহ, আবূ রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার এবং সাইয়্যিদাতুল উম্মাহাত, উম্মুল কায়িনাত, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, হাবীবাতুল্লাহ সাইয়্যিদাতুনা হযরত উম্মু রসূলিনা আলাইহাস সালাম উনার সুমহান বরকতময় আযীমুশ শান নিসবাতুল আযীম শরীফ দিবস।
* পবিত্র পহেলা রজবুল হারাম শরীফ তথা দোয়া কবুলের রাত।
২ রজবুল হারাম শরীফ:
* যিক্রুল্লাহ, খইরু খলক্বিল্লাহ, আস সিরাজুল মুনীর, ইমামুল মুত্তাক্বীন, মালিকুল জান্নাহ, আবূ রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার সুমহান বিলাদতি শান মুবারক প্রকাশ দিবস
* ইবনু রসূলিল্লাহ, আশবাহুল খলক্বি বিরসূলিল্লাহ, সাইয়্যিদুল বাশার সাইয়্যিদুনা হযরত আন নূরুল আউওয়াল আলাইহিস সালাম উনার বিছালী শান মুবারক প্রকাশ দিবস।
৩ রজবুল হারাম শরীফ: রাইহানায়ে মুর্শিদুনা, নূরে মদীনা, গুলে মুবীনা, জান্নাতী নূর, শাহী বুশরা, আকরামে রহমানী, হাবীবাতুল্লাহ, ত্বাহিরা, ত্বইয়িবা, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, ক্বায়িম-মাক্বামে বিনতু হযরত যাহরা আলাইহাস সালাম, আওলাদে রসূল, ওলীয়ে মাদারযাদ, মালিকায়ে মাদারযাদ সাইয়্যিদাতুনা হযরত সাইয়্যিদাতুল উমাম শাহ নাওয়াসী র্আ রাবিয়াহ ক্বিবলা আলাইহাস সালাম উনার মহিমান্বিত বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।
৬ রজবুল হারাম শরীফ: কুতুবুল মাশায়িখ, সুলত্বানুল হিন্দ, খাজায়ে খাজেগাঁ, গরীবে নেওয়াজ, হযরত খাজা মুঈনুদ্দীন হাসান চিশতী রহমতুল্লাহি আলাইহি উনার সুমহান বিছাল শরীফ দিবস।
এসব সুমহান মাহফিলে প্রধান অতিথি হিসেবে তাশরীফ মুবারক গ্রহণ করেন, খ¦লীফাতুল্লাহ, খ¦লীফাতু রসূলিল্লাহ, ইমামুল আইম্মাহ, মুহইউস সুন্নাহ, কুতুবুল আলম, সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম, ক্বইয়ূমুয যামান, জাব্বারিউল আউওয়াল, ক্বউইয়্যূল আউওয়াল, সুলত্বানুন নাছীর, হাবীবুল্লাহ, জামিউল আলক্বাব, আওলাদে রসূল, আস সাফফাহ, সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম তিনি। সুবহানাল্লাহ!
উল্লেখ্য যে, যামানার উম্মুল মু’মিনীন, আওলাদে রসূল, নুরে জাহান, আল মাবরুরা, আল মাহযুবা, আল ক্বারীবা ওয়াল মুক্বাররিবা, হাবীবাতুল্লাহ, আওলাদে রসূল, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার মুবারক পৃষ্ঠপোষকতায় উপরোক্ত প্রতিটি বিশেষ দিবসেই মুহম্মদিয়া জামিয়া শরীফ বালিকা মাদরাসায় মহিলাদের জন্য বিশেষ মাহফিল অনুষ্ঠিত হয়।
পাশাপাশি এসব দিবস মুবারক উপলক্ষে রাজারবাগ শরীফ সুন্নতি জামে মসজিদে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর মধ্যে ছিল উনাদের বরকতময় পবিত্রতম জীবনী মুবারক থেকে আলোচনা, ওয়াজ শরীফ ও সামা শরীফ এবং কবিতা শরীফ প্রতিযোগীতা, দৈনিক আল ইহসান শরীফ বিশেষ সংখ্যা প্রকাশ, বিশেষ মক্ববুল দোয়া-মুনাজাত শরীফ, কিতাব মুবারক প্রকাশসহ বিশেষ তাবারুকের আয়োজন করা হয়।
আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ
আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ