আল বাইয়্যিনাত শরীফ প্রতিবেদন : যামানার লক্ষ্যস্থল ওলীআল্লাহ, যামানার ইমাম ও মুজতাহিদ, ইমামুল আইম্মাহ, মুহ্ইউস সুন্নাহ, কুতুবুল আলম, মুজাদ্দিদে আ’যম, ক্বইয়ূমুয যামান, জাব্বারিউল আউওয়াল, ক্বউইয়্যূল আউওয়াল, সুলত্বানুন নাছীর, হাবীবুল্লাহ, জামিউল আলক্বাব, আওলাদে রসূল, মাওলানা সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম তিনি বলেন, মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, ‘হে ঈমানদারগণ! তোমরা ইহুদী-নাছারা তথা বিধর্মীদের বন্ধু হিসেবে গ্রহণ করো না। তারা একজন আরেকজনের বন্ধু। মু’মিনদের মধ্যে যে ব্যক্তি বিধর্মীদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, সে তাদের দলভুক্ত বলেই গণ্য হবে।’ নাউযুবিল্লাহ! নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, ‘যে ব্যক্তি যে সম্প্রদায়ের সাথে মিল-মুহব্বত বা বন্ধুত্ব রাখবে, সে ব্যক্তি সেই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে।’
মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম তিনি বলেন, সম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া হলো- মুসলমান উনাদের জন্য কোনো অবস্থাতেই কাফির-মুশরিক, বেদ্বীন-বদদ্বীন তথা বিধর্মীদেরকে অনুসরণ-অনুকরণ করা, তাদের সাথে মিল-মুহব্বত রাখা, বন্ধুত্ব করা জায়িয নেই; বরং কাট্টা হারাম ও কুফরী। যা পরিণতিতে খোদায়ী গযবে পড়ে হালাক হওয়ার কারণ। তাই আনজুমান আমীলসহ সকল মুসলমান উনাদের জন্য ফরয হচ্ছে- প্রত্যেক অবস্থায় এবং দায়িমীভাবে কাফির-মুশরিক তথা তাবৎ বিধর্মীদের থেকে দূরে থাকা।
মাহফিল সংবাদ
পৃথিবীর ইতিহাসে নজীরবিহীন অনন্তকালব্যাপী জারীকৃত পবিত্র
সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ মাহফিল
খ¦লীফাতুল্লাহ, খ¦লীফাতু রসূলিল্লাহ, ইমামুল আইম্মাহ, মুহইউস সুন্নাহ, কুতুবুল আলম, মুজাদ্দিদে আ’যম, আওলাদে রসূল ঢাকা রাজারবাগ শরীফ উনার সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পৃথিবীর ইতিহাসে নজীরবিহীন পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উনার বিশেষ শান মুবারক অনন্তকালব্যাপী জারীকৃত পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ মাহফিল বাদ মাগরিব হতে রাজারবাগ শরীফ সুন্নতী জামে মসজিদে প্রতিদিন ও প্রতিনিয়ত অনুষ্ঠিত হচ্ছে।
একইভাবে সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, ইমামাতুস ছিদ্দীক্বা, উম্মুল উম্মাহাত, আফদ্বালুন নিসা বা’দাল আম্বিয়ায়ি ওয়া উম্মাহাতিল মু’মিনীন আলাইহিন্নাস সালাম, ফক্বীহাতুন নিসা, ত্বাহিরাতুন নিসা, হামীদাতুন নিসা, মাজীদাতুন নিসা, বাহরুল উলূম, নূরে মদীনা, গুলে মুবীনা, উম্মুল খইর, রাহনুমায়ে দ্বীন, আত্বায়ে রসূল, নুরে জাহান, আল মাবরুরা, আল মাহযুবা, আল ক্বারীবা ওয়াল মুক্বাররিবা, ওলীয়ে মাদারজাদ, ছিদ্দীক্বায়ে কুবরা, ক্বায়িম মাক্বামে উম্মাহাতুল মু’মিনীন, হাবীবাতুল্লাহ, হাদীয়ে যামান, আওলাদে রসূল, উম্মুল উমাম সাইয়্যিদাতুনা হযরত আম্মা হুযূর ক্বিবলা আলাইহাস সালাম উনার মুবারক পৃষ্ঠপোষকতায় মুহম্মদিয়া জামিয়া শরীফ বালিকা মাদরাসায় ছাত্রী ও মহিলা আনজুমান উনাদের উদ্যোগে প্রতি জুময়াবার বাদ জুময়া হতে, প্রতি ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ দুপুর ১২টা হতে এবং সপ্তাহের অন্যান্য দিন বিকাল ৩.৩০মি. হতে মহিলাদের জন্য আনুষ্ঠানিক ‘ফাল ইয়াফরাহু’ মাহফিলসহ অন্যান্য সমস্ত মাহফিল অনুষ্ঠিত হয়।
আহলান-সাহলান আজিমুশ্বান সাইয়্যিদে ঈদে বিলাদতে হযরত নিবরাসাতুল উমাম আলাইহাস সালাম
ও হযরত হাদিউল উমাম আলাইহিস সালাম!
পবিত্র ১৯শে রবিউছ ছানী শরীফ ছিলো লখতে জিগারে মুজাদ্দিদে আ’যম, কুতুবুল আলম, ত্বাহিরাহ, তাইয়্যিবাহ, মাহবুবাহ, ফাক্বীহা, মাশুকাহ, গফীরাহ, নাছিবাহ, রহীমাহ, রফীক্বাহ, হাবীবাহ, নূরিয়্যাহ, ফখরিয়্যাহ, ফারীদাহ, ক্বারীনাহ, ক্বারীবাহ, কাবীরাহ, কাছিত্বাহ, ছামীনাহ, ছা’ইমাহ, ছালিহাহ, ছুফিয়্যাহ, সাইয়্যিদাতুন নিসা, আওলাদে রসূল, হযরত নিবরাসাতুল উমাম আলাইহাস সালাম উনার মহা সম্মানিত বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। (সুবহানাল্লাহ)
পাশাপাশি পবিত্র ৯ই জুমাদাল উলা শরীফ নকশায়ে হযরত যুন নূরাইন আলাইহিস সালাম, কুতুবুল আলম, আওলাদে রসূল, সাইয়্যিদুনা হযরত হাদিউল উমাম আলাইহিস সালাম উনার বেমেছাল মহিমান্বিত, রহমত-বরকত, ফযীলতপূর্ণ, সাকীনাযুক্ত পবিত্রতম বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। (সুবহানাল্লাহ)
উল্লেখিত আযীমুশ্বান মাহফিল ছাড়াও রাজারবাগ শরীফ উনার মধ্যে বিভিন্ন বিশেষ দিবস মুবারক উপলক্ষে অনেক বিশেষ মাহফিল মুবারক অনুষ্ঠিত হয়।
পবিত্র ০৩ রবীউছ ছানী শরীফ: উম্মু আবীহা, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, বিদ্বয়াতুম মির রসূলিল্লাহ, ক্বয়িদাতুল মাক্বামাত, ছহিবাতুন নিয়ামত, জামিয়াতুন নিসবত, ত্বাহিরা, ত্বইয়িবা সাইয়্যিদাতুনা হযরত আন নূরুছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করার সুমহান দিবস।
পবিত্র ১১ রবীউছ ছানী শরীফ: পবিত্র ক্বদরিয়া ত্বরিকা উনার সম্মানিত ইমাম, ইমামে রব্বানী, মাহবূবে সুবহানী, কুতুবে রব্বানী, গাউছুল আ’যম, হযরত বড়পীর ছাহিব রহমতুল্লাহি আলাইহি উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ তথা পবিত্র ফাতিহায়ে ইয়াযদাহম শরীফ।
পবিত্র ১১ জুমাদাল ঊলা শরীফ: সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, আহাব্বুন নাসি ইলান নাবিইয়ি, সাইয়্যিদা, বিদ্বয়াতুম মির রসূলিল্লাহ, ক্বয়িদাতুল মাক্বামাত, ছহিবাতুন নিয়ামত, জামিয়াতুন নিসবত, ত্বাহিরা, ত্বইয়িবা, যাকিয়াহ, রাদ্বিয়াহ, মারদ্বিয়াহ, উম্মু আবীহা সাইয়্যিদাতুনা হযরত আন নূরুছ ছালিছাহ আলাইহাস সালাম উনার বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।
পবিত্র ২২ জুমাদাল ঊলা শরীফ: আকরামুল আউওয়ালীন ওয়াল আখিরীন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং ত্বহিরাহ, ত্বইয়্যিবাহ, উম্মু আওলাদি রসূলিল্লাহ, আল উলা ফিল ইসলাম, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, উম্মুল মু’মিনীন আল ঊলা সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম উনাদের মহাপবিত্র মহাসম্মানিত আযীমুশশ্বান নিছবাতুল আযীম শরীফ দিবস।
* সাইয়্যিদু কুরাইশ, সাইয়্যিদুন নাস, সাইয়্যিদুল আরব ওয়াল আযম, ছহিবুল মাক্বামাত, সাইয়্যিদুছ ছাক্বালাইন, মালিকুল জান্নাহ সাইয়্যিদুনা হযরত জাদ্দু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত বরকতময় বিছালী শান মুবারক প্রকাশ দিবস।
* আহলু বাইতি রসূলিল্লাহ, রাইহানু রসূলিল্লাহ, সিবতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ, খুলুক্বিন আযীম, সাইয়্যিদুনা হযরত ইমাম ইবনে যুন নূরাইন আলাইহিস সালাম উনার মহাসম্মানিত বরকতময় বিছালী শান মুবারক প্রকাশ দিবস।
এসব সুমহান মাহফিলে প্রধান অতিথি হিসেবে তাশরীফ মুবারক গ্রহণ করেন, খ¦লীফাতুল্লাহ, খ¦লীফাতু রসূলিল্লাহ, ইমামুল আইম্মাহ, মুহইউস সুন্নাহ, কুতুবুল আলম, সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম, ক্বইয়ূমুয যামান, জাব্বারিউল আউওয়াল, ক্বউইয়্যূল আউওয়াল, সুলত্বানুন নাছীর, হাবীবুল্লাহ, জামিউল আলক্বাব, আওলাদে রসূল, আস সাফফাহ, সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম তিনি। সুবহানাল্লাহ!
উল্লেখ্য যে, যামানার উম্মুল মু’মিনীন, আওলাদে রসূল, নুরে জাহান, আল মাবরুরা, আল মাহযুবা, আল ক্বারীবা ওয়াল মুক্বাররিবা, হাবীবাতুল্লাহ, আওলাদে রসূল, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার মুবারক পৃষ্ঠপোষকতায় উপরোক্ত প্রতিটি বিশেষ দিবসেই মুহম্মদিয়া জামিয়া শরীফ বালিকা মাদরাসায় মহিলাদের জন্য বিশেষ মাহফিল অনুষ্ঠিত হয়।
পাশাপাশি এসব দিবস মুবারক উপলক্ষে রাজারবাগ শরীফ সুন্নতি জামে মসজিদে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর মধ্যে ছিল উনাদের বরকতময় পবিত্রতম জীবনী মুবারক থেকে আলোচনা, ওয়াজ শরীফ ও সামা শরীফ এবং কবিতা শরীফ প্রতিযোগীতা, দৈনিক আল ইহসান শরীফ বিশেষ সংখ্যা প্রকাশ, বিশেষ মক্ববুল দোয়া-মুনাজাত শরীফ, কিতাব মুবারক প্রকাশসহ বিশেষ তাবারুকের আয়োজন করা হয়।
আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ
আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ