আল বাইয়্যিনাত শরীফ প্রতিবেদন : যামানার খাছ লক্ষ্যস্থল ওলীআল্লাহ, যামানার ইমাম ও মুজতাহিদ, খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, ইমামুল আইম্মাহ, মুহইস সুন্নাহ, কুতুবুল আলম, আওলাদে রসূল, মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম তিনি পবিত্র কালামুল্লাহ শরীফ উনার বরাত দিয়ে বলেন, মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, “তোমরা কাফির, মুশরিক, তথা ইহুদী-নাছারা ও মুশরিকদেরকে অনুসরণ অনুকরণ করোনা।”
পৃথিবীর ইতিহাসে মুসলমানদের তৈরী প্রথম সৌর ক্যালেন্ডার হলো খ¦লীফাতুল উমাম হযরত আল মানছূর আলাইহিস সালাম উনার প্রণীত ‘আত-তাক্বউইমুশ শামসী’।
তাই আনজুমান আমীলসহ প্রত্যেক মুসলমানের উচিত ‘আত-তাক্বউইমুশ শামসী’ অনুসরণ করা এবং খ্রিষ্টান পোপ গ্রেগরীর প্রচারিত ‘গ্রেগরিয়ান ক্যালেন্ডার’ পরিত্যাগ করা এবং খ¦লীফাতুল উমাম আলাইহিস সালাম উনার সর্ম্পকে এবং উনার অনবদ্য তাজদীদ ‘আত-তাক্বউইমুশ শামসী’ সম্পর্কে জানা ও পালন করা, সারা বিশ্বে ছড়িয়ে দেয়া এবং উনার শুকরিয়া আদায় করা।
গত ৯ই রমাদ্বান শরীফ ছিল ছাহিবে জামিউল মাক্বামত, জামিউল আলক্বাব, ওলীয়ে মাদারযাদ, ছানীয়ে মুজাদ্দিদে আ’যম, আল মানছূর, আওলাদে রসূল, সাইয়্যিদুনা ইমাম মামদূহ হযরত শাহযাদা আক্বা ক্বিবলা কা’বা আলাইহিস সালাম উনার মহিমান্বিত বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। তথা হাক্বীক্বী সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ দিবস।
গত ২৯ শা’বান শরীফ ছিল লখতে জিগারে মুজাদ্দিদে আ’যম, রাইহানাতা মুর্শিদিনা, জান্নাতী নূরাইন, হাবীবাতুল্লাহ, ত্বাহিরাহ, ত্বইয়্যিবাহ, সাইয়্যিদাতা নিসায়িল আলামীন, ওলীয়ে মাদারযাদ, আওলাদে রসূল, সাইয়্যিদাতাল উমাম হযরত শাহ নাওয়াসী ক্বিবলাতাইন আলাইহিমাস সালাম উনাদের মহাপবিত্র বিলাদতি শান মুবারক প্রকাশ দিবস। তথা হাক্বীক্বী সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ দিবস।
গত ১লা শাওওয়াল শরীফ ছিল লখতে জিগারে মুজাদ্দিদে আ’যম, কুতুবুল আলম, উম্মু আবিহা, ক্বায়িম-মাক্বামে যাহরা আলাইহাস সালাম, সাইয়্যিদাতুন নিসা, আওলাদে রসূল, হযরত হযরত নাক্বীবাতুল উমাম আলাইহাস সালাম উনার মহিমান্বিত বিলাদতি শান মুবারক প্রকাশ দিবস তথা হাক্বীক্বী সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ দিবস।
খ¦লীফাতুল্লাহ, খ¦লীফাতু রসূলিল্লাহ, ইমামুল আইম্মাহ, মুহইউস সুন্নাহ, কুতুবুল আলম, সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম, আওলাদে রসূল ঢাকা রাজারবাগ শরীফ উনার সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম উনার কর্তৃক জারীকৃত পৃথিবীর ইতিহাসে নজীরবিহীন অনন্তকালব্যাপী পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ মাহফিল বাদ মাগরিব হতে রাজারবাগ শরীফ পবিত্র সুন্নতী জামে মসজিদে প্রতিদিন ও প্রতিনিয়ত অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া রাজারবাগ শরীফ উনার মধ্যে আরো অনেক মাহফিল অনুষ্ঠিত হয়।
১ রমাদ্বান শরীফ: গাউছুল আ’যম, সাইয়্যিদুল আউলিয়া হযরত বড়পীর ছাহেব রহমতুল্লাহি আলাইহি উনার বিলাদতি শান মুবারক প্রকাশ দিবস।
২ রমাদ্বান শরীফ: ইবনু রসূলিল্লাহ, আউওয়ালু আওলাদি রসূলিল্লাহ, র্কুরতু আইনি রসূলিল্লাহ, সাইয়্যিদুল বাশার, সাইয়্যিদুল কাওনাইন, সাইয়্যিদুল বাশার, হাবীবুল্লাহ, সাইয়্যিদুনা হযরত আউয়াল আলাইহিস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করার সুমহান দিবস মুবারক।
৩ রমাদ্বান শরীফ: সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি ইয়াওমিল ক্বিয়ামাতি, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, উম্মুল ইমামাইনিল হুমামাইন, উম্মু আবীহা হযরত যাহরা আলাইহাস সালাম বিছালী শান মুবারক প্রকাশ দিবস।
৬ রমাদ্বান শরীফ: সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি ইয়াওমিল ক্বিয়ামাতি, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, আহাব্বুন নাসি ইলান নাবিইয়ী, সাইয়্যিদা, ত্বাহিরা, ত্বইয়িবা, যাকিয়াহ, রাদ্বিয়াহ, মারদ্বিয়াহ, উম্মু আবীহা সাইয়্যিদাতুনা হযরত আছ ছালিছা আলাইহাস সালাম উনার বিছালী শান মুবারক প্রকাশ সুমহান দিবস।
১৭ রমাদ্বান শরীফ: উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম উনার ও উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনার এবং হযরত কাররামাল্লাহু ওয়াজহাহু আলাইহিস সালাম উনাদের বিছালী শান মুবারক প্রকাশ দিবস। তাছাড়া বদর দিবস ও পবিত্র মক্কা শরীফ বিজয় দিবস।
১৮ রমাদ্বান শরীফ: উম্মু আবীহা, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, ত্বাহিরা, ত্বইয়িবা, বিনতু মিন বানাতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ আছ ছানীয়া আলাইহাস সালাম উনার বিছালী শান মুবারক প্রকাশ দিবস এবং সাইয়্যিদুশ শুহাদা, সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ, আহলু বাইতিন নাবিইয়ি, আওলাদু রসূলিল্লাহ, সাইয়্যিদুনা হযরত ইমাম হাসান আলাইহিস সালাম উনার পবিত্র খিলাফত মুবারক গ্রহণ দিবস ।
২৭ রমাদ্বান শরীফ: পবিত্র শবে ক্বদর শরীফ।
১ শাওওয়াল: ঈদে বিলাদতে হযরত নকীবাতুল উমাম আলাইহাস সালাম ও পবিত্র ঈদুল ফিতর।
১৪ শাওওয়াল: সাইয়্যিদুনা আহমদ ফারুকী শেরহিন্দি হযরত মুজাদ্দিদে আলফেসানী রহমতুল্লাহি আলাইহি উনার বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।
এসব মাহফিলে প্রধান অতিথি হিসেবে তাশরীফ রাখেন, খ¦লীফাতুল্লাহ, খ¦লীফাতু রসূলিল্লাহ, ইমামুল আইম্মাহ, মুহইউস সুন্নাহ, কুতুবুল আলম, সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম তিনি। সুবহানাল্লাহ!
একইভাবে মুহম্মদিয়া জামিয়া শরীফ বালিকা মাদরাসায় ছাত্রী ও মহিলা আনজুমান উনাদের উদ্যোগে বিকাল ৩.৩০ মিনিট থেকে প্রতিদিন ও প্রতিনিয়ত ‘ফাল ইয়াফরাহু’ মাহফিলসহ অন্যান্য সমস্ত মাহফিলই অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে তাশরীফ রাখেন, সাইয়্যিদাতুন নিসা, আফযালুন নিসা, ইমামাতুস ছিদ্দীকা, যাওজাতু মুজাদ্দিদে আ’যম, উম্মুল উম্মাহাত, আফদ্বালুন নিসা বা’দাল আম্বিয়ায়ি ওয়া উম্মাহাতিল মু’মিনীন আলাইহিন্নাস সালাম, যামানার উম্মুল মু’মিনীন, আওলাদে রসূল, নুরে জাহান, আল মাবরুরা, আল মাহযুবা, আল ক্বারীবা ওয়াল মুক্বাররিবা, হাবীবাতুল্লাহ, আওলাদে রসূল, উম্মুল উমাম সাইয়্যিদাতুনা হযরত আম্মা হূযুর ক্বিবলা আলাইহাস সালাম তিনি। সুবহানাল্লাহ!
এসব সুমহান দিবস মুবারক উপলক্ষে রাজারবাগ শরীফ সুন্নতী জামে মসজিদে আজীমুশ্বান ওয়াজ শরীফ- সামা শরীফ প্রতিযোগীতা, মীলাদ শরীফ, ক্বিয়াম শরীফ, বিশেষ মক্ববুল দোয়া-মুনাজাত শরীফ ও দৈনিক আল ইহসান শরীফ উনার বিশেষ সংখ্যা প্রকাশসহ বিশেষ তাবারুকের আয়োজন করা হয়। মাথার মুকুট, গলার ব্যাজসহ বিভিন্ন সামগ্রী বের করা হয়। তাছাড়া এ মুবারক দিবস উপলক্ষে দেশ-বিদেশের সব পুরুষ ও মহিলা আনজুমান উনাদের উদ্যোগে অত্যন্ত জওক-শওকের সাথে বিশেষ মাহফিল মুবারক অনুষ্ঠিত হয়।
আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ
আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ