আল বাইয়্যিনাত শরীফ প্রতিবেদন : যামানার খাছ লক্ষ্যস্থল ওলীআল্লাহ, যামানার ইমাম ও মুজতাহিদ, খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, ইমামুল আইম্মাহ, মুহইস সুন্নাহ, কুতুবুল আলম, আওলাদে রসূল, মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম তিনি পবিত্র কালামুল্লাহ শরীফ উনার বরাত দিয়ে তিনি বলেন, “যমীনে এবং পানিতে যত ফিতনা-ফাসাদ সৃষ্টি হয়ে থাকে সব মানুষের হাতের কামাই।” আর সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “আমি তোমাদের মাঝে এমন দুটি জিনিস রেখে যাচ্ছি, তোমরা যদি তা শক্তভাবে ধরে রাখ, তবে তোমরা কখনও গুমরাহ হবে না; তা হলো মহান আল্লাহ পাক উনার কিতাব ও আমার ইতরত বা আহলে বাইত শরীফ।” (তিরমিযী শরীফ) ” সুবহানাল্লাহ!
মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম তিনি বলেন, বর্তমানে মুসলমানরা যে সারা বিশ্বে যুলুম-নির্যাতনের শিকার হচ্ছে তার একটাই কারণ মুসলমানরা পবিত্র কুরআন শরীফ ও পবিত্র আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদেরকে ধরে না রেখে অনেক দূরে সরে গেছে। নাঊযুবিল্লাহ! তাই মুসলমান উনাদের জন্য ফরয হচ্ছে- খালিছ তাওবা-ইস্তিগফার করে পবিত্র কুরআন শরীফ ও হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের উপর ইস্তিকামত বা দৃঢ়চিত্ত থাকা এবং হাক্বীক্বী মুত্তাক্বী হওয়া। তাহলে মুসলমানদের উপর থেকে এই চরম অশান্তি দূর হয়ে যাবে এবং সমস্ত কাফির-মুশরিকরা মুসলমানদের অধীন হয়ে যাবে। ইনশাআল্লাহ!
তাই প্রত্যেক আনজুমান আমীলগণের দায়িত্ব-কর্তব্য হলো, মুসলমানরা যাতে পবিত্র কুরআন শরীফ ও পবিত্র আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের উপর ইস্তিকামত বা দৃঢ়চিত্ত থাকতে পারে সেজন্য সারা বিশ্বের সকল মুসলমানকে অনন্তকালব্যাপী জারীকৃত পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ পালনে উদ্বুদ্ধ করা।
মাহফিল সংবাদ
সাইয়্যিদে ঈদে বিলাদতে খ্বলীফাতুল উমাম
সাইয়্যিদুনা হযরত আল মনসূর আলাইহিস সালাম
ঈদ মুবারক! ঈদ মুবারক! ঈদ মুবারক!
আহলান! সাহলান! মহাপবিত্র ৯ই রমাদ্বান শরীফ ছিল পৃথিবীর ইতিহাসে নজীরবিহীন এবং মুসলমানদের মধ্যে সর্বপ্রথম সৌর ক্যালেন্ডার ‘শামসী ক্যালেন্ডার’ উনার প্রবর্তক এবং মুসলমান উনাদের অবদান ‘বিজ্ঞান’ এর পূনর্জীবন দানকারী ছাহিবে জামিয়িল মাক্বামত, জামিউল আলক্বাব, ওলীয়ে মাদারযাদ, ছানীয়ে মুজাদ্দিদে আ’যম, খলীফাতুল উমাম, আল মানছূর, আওলাদে রসূল, সাইয়্যিদুনা ইমাম মামদূহ হযরত শাহযাদা আক্বা ক্বিবলা ক্বা’বা আলাইহিস সালাম উনার মহিমান্বিত বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। তথা সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উনারও সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ দিবস। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
পৃথিবীর ইতিহাসে নজীরবিহীন অনন্তকালব্যাপী জারীকৃত পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ মাহফিল
খ্বলীফাতুল্লাহ, খ্বলীফাতু রসূলিল্লাহ, ইমামুল আইম্মাহ, মুহইউস সুন্নাহ, কুতুবুল আলম, সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম, আওলাদে রসূল সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম উনার কর্তৃক জারীকৃত পৃথিবীর ইতিহাসে নজীরবিহীন অনন্তকালব্যাপী পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ মাহফিল প্রতিদিন বাদ মাগরিব হতে রাজারবাগ শরীফ পবিত্র সুন্নতী জামে মসজিদে অনুষ্ঠিত হচ্ছে। বিগত দিনগুলোতে অনন্তকালব্যাপী জারীকৃত পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ মাহফিলসহ আরো অনেক মাহফিল অনুষ্ঠিত হয়।
১ রমাদ্বান শরীফ: গাউসুল আ’যম, সাইয়্যিদুল আউলিয়া হযরত বড়পীর ছাহেব রহমতুল্লাহি আলাইহি উনার বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।
২ রমাদ্বান শরীফ: সাইয়্যিদুনা হযরত আন নূরুল আউওয়াল আলাইহিস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ।
৩ রমাদ্বান শরীফ: বিনতু রসূলিল্লাহ সাইয়্যিদাতুনা হযরত আন নূরুর রবিয়াহ যাহরা আলাইহাস সালাম উনার বিছালী শান মুবারক প্রকাশ দিবস।
৬ রমাদ্বান শরীফ: বিনতু রসূলিল্লাহ সাইয়্যিদাতুনা হযরত আন নূরুছ ছালিছাহ আলাইহাস সালাম উনার বিছালী শান মুবারক প্রকাশ দিবস।
৯ রমাদ্বান শরীফ: সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আল মানসূর আলাইহিস সালাম উনার মহা পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।
১১ রমাদ্বান শরীফ: সিবতু মুজাদ্দিদে আযম হযরত সাইয়্যিদুল উমাম আছ ছানী আলাইহিস সালাম উনার পবিত্রতম বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।
১৫ রমাদ্বান শরীফ: সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছানী আলাইহিস সালাম উনার বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।
১৭ রমাদ্বান শরীফ: ক) উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম উনার বিছালী শান মুবারক প্রকাশ দিবস, খ) উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনার বিছালী শান মুবারক প্রকাশ দিবস, গ) হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার বিছালী শান মুবারক প্রকাশ দিবস, ঘ) বদর জিহাদ দিবস ও ঙ) ফতেহ মক্কা তথা মক্কা শরীফ বিজয় দিবস।
১৮ রমাদ্বান শরীফ: ক) বিনতু রসূলিল্লাহ সাইয়্যিদাতুনা হযরত আন নূরুছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার পবিত্রতম বিছালী শান মুবারক প্রকাশ দিবস ও খ) সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছানী আলাইহিস সালাম উনার পবিত্র খিলাফত গ্রহণ দিবস।
১৯ রমাদ্বান শরীফ: হযরত হাদীউল উমাম আলাইহিস সালাম উনার সম্মানিত আব্বাজান আলাইহিস সালাম উনার বিছালী শান মুবারক প্রকাশ দিবস।
২১ রমাদ্বান শরীফ: সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছামিন আলাইহিস সালাম উনার বিছালী শান মুবারক প্রকাশ।
২৩ রমাদ্বান শরীফ: উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আল আশিরাহ আলাইহাস সালাম উনার বিছালী শান মুবারক প্রকাশ।
২৬ রমাদ্বান শরীফ: নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার মহাসম্মানিত নিসবাতুল আযীম শরীফ দিবস।
২৫, ২৭, ২৯ রমাদ্বান শরীফ: পবিত্র শবে ক্বদর শরীফ।
১ শাওওয়াল শরীফ: ঈদে বিলাদতে সাইয়্যিদাতুনা হযরত নক্বীবাতুল উমাম আলাইহাস সালাম। এবং পবিত্র ঈদুল ফিতর।
৪ শাওওয়াল শরীফ: ঈদে বিলাদতে উম্মুল মুমিনীন সাইয়্যিদাতুনা হযরত আছ ছালিছাহ ছিদ্দীক্বা আলাইহাস সালাম।
১৪ শাওওয়াল শরীফ: ঈদে বিলাদতে হযরত মুজাদ্দিদে আলফে ছানী রহমতুল্লাহি আলাইহি।
১৮ শাওওয়াল শরীফ: সাইয়্যিদুনা হযরত ইবনে যিন নূর আছ ছানী আলাইহিস সালাম উনার পবিত্রতম বিছালী শান মুবারক প্রকাশ অবস্থায় বিলাদতী শান মুবারক প্রকাশ।
১৯ শাওওয়াল শরীফ: সাইয়্যিদুনা হযরত মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম উনার সাথে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার নিসবাতুল আযীম শরীফ।
২০ শাওওয়াল শরীফ: উম্মুল মু’মিনীন, হযরত আল খামীসাহ আলাইহাস সালাম উনার বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।
২১ শাওওয়াল শরীফ: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে উম্মুল মুমিনীন সাইয়্যিদাতুনা হযরত আছ ছালিছাহ ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনার আক্বদ মুবারক ও নিসবাতুল আযীম শরীফ।
২২ শাওওয়াল শরীফ: ক) সাইয়্যিদাতুনা হযরত নক্বীবাতুল উমাম আলাইহাস সালাম উনার সাথে হযরত শাফীউল উমাম আলাইহিস সালাম উনার নিসবাতুল আযীম শরীফ। এবং খ) সাইয়্যিদাতুনা হযরত নিবরাসাতুল উমাম আলাইহাস সালাম উনার সাথে হযরত হাদীউল উমাম আলাইহিস সালাম উনার নিসবাতুল আযীম শরীফ।
২৪ শাওওয়াল শরীফ: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুনা উম্মুল মু’মিনীন হযরত আস সাদিসাহ আলাইহাস সালাম উনার আযীমুশ শান পবিত্র নিসবাতুল আযীম শরীফ দিবস।
২৫ শাওওয়াল শরীফ: সাইয়্যিদাতুনা হযরত উম্মু মুজাদ্দিদে আযম আলাইহাস সালাম উনার পবিত্রতম বিছাল শরীফ দিবস।
পাঁচ দিনব্যাপী বিশেষ তা’লিমী মজলিস
আনুষ্ঠানিকভাবে নবুওয়ত মুবারক প্রকাশের নিসবতী সংখ্যার সাথে মিল রেখে আসন্ন মহাপবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ ১৪৪০ হিজরী ব্যাপকভাবে পালনের প্রস্তুতি উপলক্ষ্যে ১৮ শাওওয়াল শরীফ থেকে ২২শে শাওওয়াল শরীফ পর্যন্ত রাজারবাগ শরীফে এক আজিমুশ্বান তা’লীমি মজলিশ অনুষ্ঠিত হয়। এতে সারাদেশ থেকে বহুসংখ্যক আনজুমানের আমীলগণ যোগদান করেন।
এসব সুমহান মাহফিলে প্রধান অতিথি হিসেবে তাশরীফ মুবারক গ্রহণ করেন, খ¦লীফাতুল্লাহ, খ¦লীফাতু রসূলিল্লাহ, ইমামুল আইম্মাহ, মুহইউস সুন্নাহ, কুতুবুল আলম, সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম তিনি। সুবহানাল্লাহ!
একইভাবে মুহম্মদিয়া জামিয়া শরীফ বালিকা মাদরাসায় ছাত্রী ও মহিলা আনজুমান উনাদের উদ্যোগে বিকাল ৩.৩০ মিনিট থেকে প্রতিদিন ও প্রতিনিয়ত ‘ফাল ইয়াফরাহু’ মাহফিলসহ অন্যান্য সমস্ত মাহফিলই অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে তাশরীফ নেন, সাইয়্যিদাতুন নিসা, আফযালুন নিসা, ইমামাতুস সিদ্দীকা, যাওজাতু মুজাদ্দিদে আ’যম, উম্মুল উম্মাহাত, আফদ্বালুন নিসা বা’দাল আম্বিয়ায়ি ওয়া উম্মাহাতিল মু’মিনীন আলাইহিন্নাস সালাম, যামানার উম্মুল মু’মিনীন, আওলাদে রসূল, নুরে জাহান, আল মাবরুরা, আল মাহযুবা, আল ক্বারীবা ওয়াল মুক্বাররিবা, হাবীবাতুল্লাহ, আওলাদে রসূল, উম্মুল উমাম সাইয়্যিদাতুনা হযরত আম্মা হূযুর ক্বিবলা আলাইহাস সালাম তিনি। সুবহানাল্লাহ!
আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ