আল বাইয়্যিনাত শরীফ প্রতিবেদন : যামানার লক্ষ্যস্থল ওলীআল্লাহ, যামানার ইমাম ও মুজতাহিদ, খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, ইমামুল আইম্মাহ, মুহইস সুন্নাহ, কুতুবুল আলম, মুজাদ্দিদে আ’যম, আওলাদে রসূল, সাইয়্যিদুনা ইমাম রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেছেন, হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদেরকে মুহব্বতকারী বা খিদমতকারীগণ তওবাকারী ও পরিপূর্ণ ঈমানদাররূপে ইন্তিকাল করবেন, ইন্তেকালের পর শহীদী মর্যাদা পাবেন, উনাদের সমস্ত গুনাহখতা মহান আল্লাহ পাক তিনি ক্ষমা করে দিবেন, এবং ক্বিয়ামতের দিন খাছ সুপারিশ মুবারক লাভ করবেন অর্থাৎ উনাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। (সুবহানাল্লাহ)
মাহফিল সংবাদ
পবিত্র ঈদে বিলাদতে
হযরত শাফিউল উমাম আলাইহিস সালাম,
হযরত সাইয়্যিদুল উমাম আলাইহিস সালাম ও
হযরত সাইয়্যিদাতুল উমাম আলাইহাস সালাম
পবিত্র যিলক্বদ শরীফ ও যিলহজ্জ শরীফ মাসে পবিত্র রাজারবাগ শরীফ উনার মধ্যে অনেকগুলো সম্মানিত মাহফিল উনার আয়োজন করা হয়।
তন্মেধ্যে ১৪ যিলক্বদ শরীফ ছিল শাহদামাদে হযরত মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম, কুতুবুল আলম, নকশায়ে হায়দার, আওলাদে রসূল, হযরত শাফীউল উমাম আলাইহিস সালাম উনার পবিত্রতম বিলাদত শরীফ।
১১ যিলক্বদ শরীফ : রাত ১:২৫ মিনিটে যমীনে রহমতস্বরূপ মহিমান্বিত তাশরীফ নিয়েছেন লখতে জিগারে মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম, সাইয়্যিদাতুন নিসা, উম্মু আবীহা, হযরত নিবরাসাতুল উমাম আলাইহাস সালাম ও নকশায়ে যিন নূরাইন আলাইহিস সালাম, কুতুবুল আলম, বাবুল ইলম, জামিউল আলক্বাব হাদিউল উমাম হযরত শাহদামাদ ছানী ক্বিবলা আলাইহিস সালাম উনাদের সুমহান সম্মানিত আওলাদ, লখতে জিগারে মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম, সাইয়্যিদুল উমাম, জামিউল আলক্বাব, হযরত শাহ নাওয়াসাহ ক্বিবলা আলাইহিস সালাম। (সুবহানাল্লাহ)
১৪ যিলহজ্জ শরীফ : রাত ১২:৫৮ মিনিটে যমীনে রহমতস্বরূপ মহিমান্বিত তাশরীফ নিয়েছেন লখতে জিগারে মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম, সাইয়্যিদাতুন নিসা, উম্মু আবীহা, হযরত নাক্বিবাতুল উমাম আলাইহাস সালাম ও নকশায়ে আলী হায়দার আলাইহিস সালাম, কুতুবুল আলম, বাবুল ইলম, জামিউল আলক্বাব, শাফিউল উমাম হযরত শাহদামাদ আউওয়াল ক্বিবলা আলাইহিস সালাম উনাদের সম্মানিত ৩য় আওলাদ, লখতে জিগারে মুজাদ্দিদে আ’যম, রাইহানাতা মুর্শিদিনা, নূরে মদীনা, গুলে মুবীনা, জান্নাতী নূরাইন, শাহী বুশরা, নক্বীবাতুন নিসায়ী, আকরামে রহমানী, হাবীবাতুল্লাহ, ত্বাহিরাহ, ত্বইয়্যিবাহ, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, ক্বায়িম-মাক্বামে হযরত যাহরা আলাইহাস সালাম, আওলাদে রসূল, ওলীয়ে মাদারজাদ, সাইয়্যিদাতুল উমাম, হযরত শাহনাওয়াসী ক্বিবলা আছ ছালীছা আলাইহাস সালাম। (সুবহানাল্লাহ)
১৮ যিলহজ্জ শরীফ : আমীরুল মু’মিনীন, খলীফাতুল মুসলিমীন, সাইয়্যিদুনা হযরত উছমান যুন নূরাইন আলাইহিস সালাম উনার মুবারক বিছাল শরীফ দিবস।
২৫ যিলহজ্জ শরীফ : আমীরুল মু’মিনীন, খলীফাতুল মুসলিমীন, সাইয়্যিদুনা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার সম্মানিত খিলাফত মুবারক গ্রহণ দিবস।
২৭ যিলহজ্জ শরীফ : আমীরুল মু’মিনীন, খলীফাতুল মুসলিমীন, সাইয়্যিদুনা হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম উনার মুবারক বিছাল শরীফ দিবস।
উল্লেখিত সুমহান দিবস সমূহ উপলক্ষে আয়োজিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে তাশরীফ রাখেন, যামানার লক্ষ্যস্থল ওলীআল্লাহ, যামানার ইমাম ও মুজতাহিদ, খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, ইমামুল আইম্মাহ, মুহইস সুন্নাহ, কুতুবুল আলম, মুজাদ্দিদে আ’যম, আওলাদে রসূল, সাইয়্যিদুনা ইমাম রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি। আয়োজিত মাহফিলে বিশেষ ওয়াজ শরীফ ছাড়াও পবিত্র সামা শরীফ, প্রতিযোগীতা, পবিত্র মীলাদ শরীফ-ক্বিয়াম শরীফ, বিশেষ মুনাজাত শরীফ ও বিশেষ তাবারুকের আয়োজন করা হয়।
আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ
আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ