আল্লামা মুফতী মুহম্মদ কাওছার আহমদ
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার
সফরে দস্তরখানা মুবারক সাথে থাকতো:
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত আছে-
عن حضرت اسماء بنت ابى بكر الصديق عليه السلام قالت صنعت سفرة رسول الله صلى الله عليه وسلم فى بيت ابى بكر الصديق عليه السلام حين اراد ان يهاجر الى الـمدينة قالت فلم نجد لسفرته ولا لسقائه مانربطهما به فقلت لابى بكر عليه السلام والله ما اجد شيئا اربط به الا نطاقى قال فشقيه باثنين فاربطيه بواحد السقاء وبالاخر السفرة ففعلت فلذلك سميت ذات النطاقين.
অর্থ: “হযরত আসমা বিনতে হযরত আবু বকর ছিদ্দীক্ব আলাইহিস সালাম তিনি বর্ণনা করেন। পবিত্র মদীনা শরীফে হিজরত করার প্রাক্কালে সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবার আলাইহিস সালাম উনার বাড়িতে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার জন্য দস্তরখানা বা সুফরা বানিয়ে দিয়েছি।
সাইয়্যিদাতুনা হযরত আসমা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পানির মশক বাঁধার জন্য এবং দস্তরখানার জন্য কোনো কিছু পাচ্ছিলাম না।
তখন আমি আমার সম্মানিত পিতা হযরত ছিদ্দীক্বে আকবার আলাইহিস সালাম উনার মুবারক খিদমতে বিষয়টি জানালাম যে, আমার কোমর বন্ধ বা বেল্ট ব্যতীত পানির মশক বাঁধা এবং দস্তরখানার জন্য কিছু পাচ্ছি না। তিনি বললেন, উহাকে দুটি টুকরা করুন। একটি দ্বারা মশক বেঁধে দিন। আর অপর অংশ দস্তরখানার জন্য দিয়ে দিন।
আমি সেটাই করলাম। আর এ কারণে আমাকে ‘যাতুন নিতাকাইন’ বলা হতো। (বুখারী শরীফ, মুসনাদে আহমদ ইবনে হাম্বল)
উল্লেখ্য যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মুবারক সফরে দস্তরখানা সাথে নিয়ে যেতেন। উনার সফর শরীফের সামান-আসবাব মুবারক উনার সাথে দস্তরখানা মুবারক ছিল।
সাইয়্যিদাতুনা হযরত আসমা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি পবিত্র হিজরত মুবারক উনার সময় সফর মুবারকের যে সামান-আসবাব প্রস্তুত করে দিয়েছিলেন তার মধ্যে দস্তরখানা মুবারকও ছিল।
খাওয়ার শেষে দস্তরখানা উঠানোর পূর্বে খাবার গ্রহণকারীর উঠে যাওয়া আদবের খিলাফ। বরং আগে দস্তরখানা উঠাবেন তারপর খাবার গ্রহণকারী উঠবেন।
দস্তরখানা উঠানোর সময় দোয়া পড়া সুন্নত:
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম তিনি দস্তরখানা মুবারক উঠানোর সময় এই দোয়া পড়েছেন।
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত আছে-
عن حضرت ابى امامة رضى الله تعالى عنه ان النبى صلى الله عليه وسلم كان اذا رفع مائدته قال الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه غير مكفى ولامودع ولا مستغنى عنه ربنا
অর্থ: “হযরত আবু উমামা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ণনা করেন, নিশ্চয়ই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সামন থেকে যখন দস্তরখানা মুবারক উঠানো হতো, তখন তিনি এই দোয়া মুবারক পড়তেন-
الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه غير مكفى ولامودع ولا مستغنى عنه ربنا
অর্থ: “পাক-পবিত্র বরকতময় সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামীন উনার জন্য। আয় বারে ইলাহী, মহান রব তায়ালা! আপনার রহমত হতে বিমুখ হওয়া যায় না। উহার অন্বেষন ত্যাগ করা যায় না। আর প্রয়োজন হতেও মুক্ত থাকা যায় না।” (বুখারী শরীফ, মিশকাত শরীফ, কিতাবুল আত্বয়িমাহ)