আল্লামা মুফতী মুহম্মদ কাওছার আহমদ
হযরত সালমান ইবনে দ্বাববী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন-
سمعت رسول الله صلى الله عليه وسلم يقول مع الغلام عقيقة فاهريقوا عنه دما واميطوا عنه الاذى.
অর্থ: “আমি সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে বলতে শুনেছি, শিশু জন্ম গ্রহনের সাথে আক্বীক্বা জড়িত। কাজেই, তার পক্ষ থেকে তোমরা রক্ত প্রবাহিত করো তথা পশু যবেহ করো। আর তার শরীর হতে কষ্ট দূর করে দাও। অর্থাৎ তার মাথার চুল কেটে ফেলো।” (বুখারী শরীফ, মিশকাত শরীফ)
হযরত উম্মে কুরয রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি বলেন, আমি সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে বলতে শুনেছি-
عن الغلام شاتان وعن الجارية شاة ولا يضركم ذكرانا كن او اناثا.
অর্থ: “ছেলের পক্ষ হতে দুইটি ছাগল এবং মেয়ের পক্ষ হতে একটি ছাগল কুরবানী দিতে হয়। তবে সেগুলো ছাগ বা ছাগী হওয়ায় কোন দোষ নেই।” (আবূ দাউদ শরীফ, তিরমিযী শরীফ, নাসায়ী শরীফ)
তবে সে প্রাণীর বয়স এক বছর পূর্ণ হতে হবে। অর্থাৎ কুরবানী করার জন্য পশুর যে বয়স হওয়া জরুরী আক্বীক্বার ক্ষেত্রেও সেই বয়সের পশু হতে হবে। কুরবানীর গোশতের যে হুকুম আক্বীক্বার গোশতেরও একই হুকুম। আক্বীক্বার গোশত যার নামে আক্বীক্বা হয়েছে সে এবং তার পিতা-মাতাসহ সবাই খেতে পারবে। গরীব-দুঃখীকে দিতে পারবে। আত্মীয়-স্বজনদেরকে হাদিয়া দিতে পারবে।
ইমামুল মুত্তাক্বীন, আওলাদে রসূল সাইয়্যিদুনা হযরত ইমাম মুহম্মদ বাকির আলাইহিস সালাম তিনি সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহু আলাইহিস সালাম উনার থেকে বর্ণনা করেন, “হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি বলেন, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইমামুছ ছানী মিন আহলি বাইতি রসূলিল্লাহ হযরত ইমাম হাসান আলাইহিস সালাম উনার তরফ হতে একটি ছাগল আক্বীক্বা মুবারক করলেন। আর ইরশাদ মুবারক করলেন, “হে হযরত যাহরা আলাইহাস সালাম! উনার মাথা মুবারক মুণ্ডন করে দিন এবং চুলের ওজন পরিমাণ রূপা ছদকা করে দিন। হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি বলেন, আমরা উনার মাথার চুল মুবারকগুলি ওজন করলাম। উহার ওজন এক দিরহাম বা তার চেয়ে কিছু কম ছিল।” (তিরমিযী শরীফ, মুয়াত্তা ইমাম মালিক, শুয়াবুল ইমান)
উল্লেখ্য যে, ছেলে সন্তানের পক্ষ হতে দুটি ছাগল আক্বীক্বা করা সুন্নতে যায়িদা তথা মুস্তাহাব। তবে একটি একটি করে দিলেও চলবে।
রঈসুল মুফাসসিরীন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন-
ان رسول الله صلى الله عليه وسلم عق عن الحسن والحسين عليهما السلام كبشين كبشين.
অর্থ: “সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সাইয়্যিদুনা ইমাম হাসান আলাইহিস সালাম এবং সাইয়্যিদুনা হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম উনাদের তরফ থেকে দুই দুইটি দুম্বা আক্বীক্বা করেছেন।” (নাসায়ী শরীফ)
উল্লেখ্য, আক্বীক্বা উট, দুম্বা, গরু, মহিষ, মেষ বা ভেড়া, খাসী বা বকরী দ্বারা দেয়া যাবে। স্মরণীয় সম্মানিত কুরআন শরীফ ও সম্মানিত সুন্নাহ শরীফ উনাদের মাধ্যমে যা মুস্তাহাব হিসেবে ফতওয়া দেয়া হয়েছে তাহলো- দুম্বা, মেষ, খাসী ছেলের জন্য দুইটি ও মেয়ে সন্তানের জন্য একটি দেয়া মুস্তাহাব। আর উট, গরু, মহিষের ক্ষেত্রে ছেলের জন্য দুটি নাম বা দুই অংশ এবং মেয়ের জন্য একটি নাম বা এক অংশ। কুরবানীর সাথেও আক্বীক্বা দেয়া যায়। অর্থাৎ যার কুরবানী দেয়া ওয়াজিব তিনি একটি গরু বা মহিষ কিনে এক নামে কুরবানী করতঃ বাকী নামগুলো সন্তানের আক্বীক্বা করতে পারেন।
উল্লেখ্য যে, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সম্মানিত নুবুওওয়াত মুবারক আনুষ্ঠানিকভাবে ঘোষণার পর নিজের আক্বীক্বা মুবারক নিজেই দিয়েছেন। সুবহানাল্লাহ!