সাইয়্যিদুল আ’ইয়াদ, সাইয়্যিদুল আ’ইয়াদ,
উহা আল্লাহ পাক উনার সেরা উপহার নূরানী জিন্দাবাদ।
পুরো কায়িনাত হাসানাত তরে জুঝে দেন আহলাদ,
সাইয়্যিদুল আ’ইয়াদ।
রবীউল আউওয়াল বার শরীফ,
বেমেছাল উনার রহে তারীফ।
কামালে কামাল ত্বলায়াল বলে জানায় সম্ভাষণ,
বদর ক্বমর চমকে চমকে খুশি করে বর্ষণ।
আল বালাগাল জালাল জামালী আলালেই উত্থান,
সৃষ্টির মাঝে তুষ্টি মৌজে হয় হলো যাহিরান।
এখনও রহেন ওখানেই তিনি হয়ে শাহী দুলহান,
ওই তুলহীন শান উনিই মহান ছাহিবুস সুবহান।
তিনি অনন্ত কায়িনাত তরে রহমী দীপ্ত চাঁদ,
সাইয়্যিদুল আ’ইয়াদ।
ওই ইলাহী ঈদ ঈদে মীলাদ ইহা সদা আকবর,
কুন্তু কাংজাম মাখফিয়ামেই জুড়ে আছে বিস্তর।
কুরআনী অধীন যাহির-বাতিন,
সাইয়্যিদুল আ’ইয়াদ সদা আমীন।
যমীন-আসমান শুনিছে আযান আরশী মাক্বাম হতে,
ফেরেশতাকুল ফুটাচ্ছে ফুল সৌরভী জ্বালোয়াতে।
মহাসমারোহে ঘোষণায় কহে নন্দিত সংবাদ,
উহা সাইয়্যিদুল আ’ইয়াদ।
মুবারক সব আসহাবগণ পালনে মগ্ন সারাক্ষণ,
ওই মীলাদুন নবীতে রহিছেন ডুবি হাদীছেই বর্ণন।
শোনো শোনো ইনসান,
খুলে দেখ কুরআন।
বয়ান রহিছে স্পষ্ট সেথায় নহে কভু অমূলক,
ছহীহ দলীলেই উজ্জ্বল রহে নির্মলে সদা হক্ব।
অলিকী ছেড়েই গ্রহীছে আশিক রব্বানী ইমদাদ,
ওই সাইয়্যিদুল আ’ইয়াদ।
ওই বারই শরীফে তারীফে গরক্ব তামাম মাখলুকাত,
কুদরতি ধন নূরানী রতন দেন পুরো বারাকাত।
কোথা কুদরত লভিস্তান,
ওই লা-মাকামের নূরীস্তান।
সেই মুদ্দতী নিছবত লভে, আশিকে রসূল সবে,
মাল-জান দিয়ে শান-মান লভে বেমেছাল গৌরবে।
আহা হিংসুক উল্লুক বনে রহে রহে বরবাদ,
সাইয়্যিদুল আ’ইয়াদ।
ওই ঈদে আ’যম ঈদে আকবর সাইয়্যিদুল আ’ইয়াদে,
তামাম তাগুত তাবা হয়ে রয় জ্বলছে অগ্নি নদে।
ইহুদী হিন্দু খ্রিস্টান,
বৌদ্ধ মজুসী নাস্তিকান।
হয় খান খান পতনে বিরান সাইয়্যিদুল আ’ইয়াদী রোবে,
ফের ভ- ওহাবী মওদুদীসহ দেওবাদী রয় ডুবে।
লাহাবী ঈদ কহে তারা,
হয়েই তাগুতি ভেড়া।
তাড়া খেয়ে হায় ধরা পড়ে যায় জ্বলছে জাহান্নামে,
ওই মেøচ্ছ যবন অস্পৃশ্যই গুজরায় ধরাধামে।
দেন হরদম ওই সব যুগেই হাক্বীক্বী ইত্তিহাদ,
ওই সাইয়্যিদুল আ’ইয়াদ।
শোনো! ইমামুল উমাম আওলাদে রসূল খলীফায়ে আকবর,
উনার মুবারক রোবের আঘাতে ভেসে রহে বর্বর।
নিস্তার নাহি পায় পায়,
তাগুত জপিছে হায় হায়।
সেই মহামহিম তাড়ায়ে যালিম দিয়ে দেন ফতওয়া,
সাইয়্যিদুল আ’ইয়াদ করলে পালন জান্নাত যায় পাওয়া।
করলে দ্বিমত এতে কেউ হায় হয়ে যাবে মুরতাদ,
সাইয়্যিদুল আ’ইয়াদ।
খালিছ তওবা নাহি করে তবে হাবীয়া ভাগ্যে রহে,
ইহাই সত্য দলীলে পোক্ত আওয়ামেরে দেই কহে।
সন্দেহ নেই এতে,
লিখছি দলীল মতে।
ফের উলামায়ে ‘সূ’ ওই মওদুদীসহ দেওবাদী ভ-রা,
সাইয়্যিদুল আ’ইয়াদ কহিছে বিদয়াত হয়ে হিন্দুর ভেড়া।
গরু কুরবানী বন্ধ করছে দেওবন্দি বজ্জাত,
সাইয়্যিদুল আ’ইয়াদ।
কহে পবিত্র ঈদ সাইয়্যিদুল আ’ইয়াদ নেই নাকি ইসলামে!
আহা লাহাবী ঈদ বলছে তাহারা ইহুদীর আঞ্জামে।
বল্, কুরআন-হাদীছ কী তোদের তৈরি, দেওবন্দি পয়গাম?
কহি, নূর নবী হীন পেলি কী তোরা পবিত্র ইসলাম?
ওই রসূল উনার বিলাদত নিয়ে বিদয়াত কুফরী বলিস?
রে বেঈমান, শয়তানি তালে ইসলাম নিয়ে খেলিস।
হায়, হিন্দুর দেয়া খুদ কুঁড়া খেয়ে দেখাচ্ছিস ভ-ামী,
নারীর পিছনে ধর্ম খোয়ায়ে ঘুরিস দিবস যামী।
শুনে রাখ ওই জাহান্নামী তোরা, মুজাদ্দিদী ফরমান,
সাইয়্যিদুল আ’ইয়াদী দুশমন ধরে করবই খান খান।
করেন সাইয়্যিদুল আ’ইয়াদি মাহফিল তিনি আটান্ন দিন ব্যাপী,
পুরো দুনিয়ায় দিলেন জানায় কভু না করেন চুপি।
-বিশ্বকবি আল্লামা মুহম্মদ মুফাজ্জলুর রহমান
আল বাইয়্যিনাত-এর দলীলের বলে, মুনাফিক গংদের হাক্বীক্বত গেল খুলে-৪২
আল বাইয়্যিনাত-এর দলীলের বলে, মুনাফিক গংদের হাক্বীকৃত গেল খুলে-৪৯
আল বাইয়্যিনাত-এর দলীলের বলে, মুনাফিক গংদের হাক্বীক্বত গেল খুলে-৫০
আল বাইয়্যিনাত-এর দলীলের বলে, মুনাফিক গংদের হাক্বীক্বত গেল খুলে-৫১
আল বাইয়্যিনাত-এর দলীলের বলে, মুনাফিক গংদের হাক্বীক্বত গেল খুলে-৫২