সাইয়্যিদাতুন নিসা,
শাহজাদী উলা মকবুলা তিনি তাগুত করেন মিছা।
তিনি যে বিরল ক্বওমে নিসায়ী হাবীবায়ে মুখলিছা,
তাঁহার রশ্মি রওনকে রহে, নহে নহে আবছা।
তিনি হন দূত আল্লাহ তায়ালার তাশরীফ আনেন ভূমে,
রন নারী মুক্তির মনছব নিয়ে হরদম উদ্যমে।
আজ প্রগতির জাহিল জাহানে নারী আশ্রয় তিনি,
তাঁর ছোহবতে মুখলিসা নারী, রহিতেছে সাহসিনী।
ঐ নবীদের নবী নূরে মুজাস্সাম শ্রেষ্ঠ রসূলে পাক,
করেন হাবীবাকে তিনি নক্বীবা করেই, তাগুতেরে নির্বাক।
তিনি মুজাদ্দিদে আ’যম ক্বিবলা কা’বার আউয়ালে আওলাদ,
তিনি যে তাঁহার ক্বায়িম-মক্বামে দ্বীনিয়াতি আজমাদ।
তিনি যে হন নকশায়ে নূর উম্মাহাতুল মু’মিনীন,
ঐ তাঁহার রোবেই কম্পিত সদা ধরার মুজরিমিন।
তিনি যে বিজ্ঞ মহিয়সী, ইলম আমলে অগ্রণী,
তিনি তরীক্বতী স্মৃতি ফলক আখলাকে রহমানী।
তিনি যে পিতার লখতে জিগার নন্দিতা রাহগীর,
তিনি যে মাতার মাইশা মুহি, দ্বীনদারী আঞ্জির।
তিনি যে খোদার ইশকে গরক সুন্নতী তরীক্বায়,
তিনি রসূলের খোশবু নূর পুরোপুরি অধ্যায়।
তিনি রসূলের জজবাহী জোশ গোলাপের পাপড়ী,
তিনি রসূলের আওলাদ হন শানদারে বদরী।
ঐ আলায়ে আলা শাহজাদী উলা জান্নাতী নজরানা,
তিনি, নারী জগতের নীলাম্বরী সহনীয় সাহানা।
দেখি মুসলিমারাই স্বার্থক আজ উলাজীর ফায়িজাতে,
বেশক নারী মূল্যায়ন জাগ্রত হল উর্বশী কুরবাতে।
ঐ শাহজাদী উলা আল্লাহ পাক উনার ক্বওমে নারীর নূর,
তাঁহার ওসীলায় ধরায় এবার নারী নহে মজবুর।
নিপীড়িতা ঐ লাঞ্ছিতা নারী, নহে আর অসহায়,
নহে মজলুমা, আয়া আর্দালী, জাহিলের আঙ্গিনায়।
এবার তাঁর তাজদীদে পেল নারীদের অধিকার,
শুশিল শালিনে ফিরে পায় নারী উর্বরী আব্দার।
ঐ শাহজাদী উলা মাওলা হাবীবা সাইয়্যিদী মেহমান,
রসূলে পাক উনার পাক পাকিজায় রহে তাঁর খান্দান।
তিনি উম্মাহাতুল মু’মিনীনদের দীপ্তি ক্বায়িম-মক্বাম,
আহলে বাইতের প্রথম কাতারে রহে তাঁর পয়গাম।
শাহজাদী উলা ওলীয়ে মাদার আল্লাহ পাক উনার প্রিয়তমা,
রসূলে পাক উনার আওলাদ তিনি মকবুল রাহনুমা।
তিনি নন্দিতা জাহরা জিগার আরশের নাজমুন,
তিনি সাইয়্যিদাতুন নিসায়ী তখতে বরণীয় মাছনুন।
ঐ শাহজাদী উলা আওলা হক্ব তাছাউফি মনিহার,
তাঁর শান মান পঠে মালায়িক হরদমে বেশুমার।
তিনি মুহইস্ সুন্নাহ আলীমায়ে দ্বীন রসূলের পাক নূর,
তিনি বাহরুল উলূম খইরে কাছীর ইসলামে মঞ্জুর।
তিনি অগ্রণী নারী জাগরণে আজ জাহিলের ভবে,
শাহজাদী উলা মকবুলা তিনি সুন্নতী শাহী রোবে।
তিনি মুহিনুর দূর করে দেন জুলমাতি তাকলিফ,
মুজাদ্দিদে আ’যম ওয়ালীদ ওরশে তিনি লন তাশরীফ।
মাহজুবা মারহাবা মাহফুজা মারহাবা খইরানে উলাজী,
জাহানের কোলে তিনি ইহসান নাজাতের মিনহাজী।
গ্রহে বারাকাত, কুল-কায়িনাত সুন্নতী ইশায়াতে,
ফের ধন্য যে আজ ক্বওমুন নিসা শাহজাদী ছোহবতে।
মুখরিত রহে গগন পবন চাঁদনী উলাকে পেয়ে,
শোকর গুজারে আল্লাহর দ্বারে প্রত্যেহ এক হয়ে।
এল বাইশে শাওওয়াল আল হিলাল জান্নাতী উজ্জ্বলে,
খুশির আমেজে পুরো মাখলূক্ব হেসে উঠে দুলে দুলে।
ধন্য ধন্য মাহে শাওওয়াল ঐ ধন্য নও হিলাল
ধন্য শিহাব সিতারা ধন্য তারকা ইত্তেসাল।
আরশ ফরশ কুল-কায়িনাত সজ্জিত নও সাজে,
জীব উদ্ভিদ ছোট বড় সব পুলকিত আজ নাজে।
ধ্বনি প্রতিধ্বনি গোটা কায়িনাতে মুখরিত কলরব,
বাইশে শাওওয়াল নিশির কোলেই সুন্নতী উৎসব।
খোশ আমদেদ শাদী মুবারক জিন্দাবাদ জিন্দাবাদ,
ঐ শাহজাদী উলার শাদীর সাহানা কায়িনাতে আমজাদ।
হচ্ছে জোরছে নারা মুহুর্মুহু মাতোয়ারা মহাধুমে,
দেখি জিন ইনছান হুরপরীসহ মালাইক উদ্যমে।
শাহী নিকাহের আয়োজনে আজ সজ্জিত কায়িনাত,
শাহী নিকাহের বরকতে ঝরে অবিরাম হাসানাত।
পেয়ে বাইশে শাওওয়াল গর্বিত আজ নূরানী শাহ দামাদ,
তিনি সাইয়্যিদ তাহমিদ হয়ে রাখিছেন আজমাদ।
ঐ শাহী নওশার আগমন ধ্বনি মুখরিত চারিদিক,
আরশি জেওরে সজ্জিত তিনি ভেগে রহে ইজলিক।
শাহী বর বধূ সাইয়্যিদ সাইয়্যিদা আহলান সাহলান,
করে ইস্তিকবাল কুল-কায়িনাত আবাদুল আবাদান।
হউক শুভ হউক শাদী মুবারক অনন্ত আফজাল,
ঐ শাহজাদী উলা ও শাহ দামাদ জান্নাতী আহ্ওয়াল।
বিশ্বকবি শায়খ মুহম্মদ মুফাজ্জলুর রহমান।
আল বাইয়্যিনাত-এর দলীলের বলে, মুনাফিকগংদের হাক্বীক্বত গেল খুলে-৬৩
আল বাইয়্যিনাত-এর দলীলের বলে, মুনাফিকগংদের হাক্বীক্বত গেল খুলে-৬৪
আল বাইয়্যিনাত-এর দলীলের বলে, মুনাফিকগংদের হাক্বীক্বত গেল খুলে-৬৫
হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের মকবুলে মাসিক আল বাইয়্যিনাত শরীফ রহেন উজ্জ্বলে-১৭৮
আল বাইয়্যিনাত-এর দলীলের বলে, মুনাফিকগংদের হাক্বীক্বত গেল খুলে-৬৬